ইদানিং জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসার বেশ কিছু সিরিয়াল খুব কম সময়ের মধ্যে শুরু হওয়ার প্রায় কয়েক মাসের ব্যবধানেই শেষ হয়ে যাচ্ছে। মাধবীলতা, ধূলোকণা, পিলু, লালকুঠি, এই পথ যদি না শেষ হয়, গত কয়েক মাসের মধ্যেই একাধিক জনপ্রিয় সিরিয়াল বন্ধ হয়ে গিয়েছে। এবার জি বাংলার আরও এক জনপ্রিয় সিরিয়ালের অন্তিম পর্বের শুটিং হয়ে গেল। চোখের জলে বিদায় নিলেন ধারাবাহিকের কলাকুশলীরা।
এই বছরেরই মার্চ মাসে জি বাংলার পর্দায় শুরু হয়েছিল উড়ন তুবড়ি (Uron Tubri) ধারাবাহিকটি। একজন সিঙ্গেল মা এবং তার তিন মেয়ের জীবন সংগ্রামের গল্প নিয়ে শুরু হয়েছিল এই নতুন স্বাদের সিরিয়ালটি। মাত্র ১০ মাসের মাথাতেই শেষ হয়ে গেল সিরিয়ালটি। প্রথম থেকেই টিআরপির তালিকায় খুব একটা ভাল ফলাফল করতে পারেনি এই সিরিয়ালটি। যে কারণে মাঝে একবার স্লট বদল করা হয়েছিল এই সিরিয়ালের।
শুরু হওয়ার এক মাসের মধ্যেই বদলে দেওয়া হয় উড়ন তুবড়ির স্লট। এই সিরিয়ালের নায়িকা হিসেবে প্রথমবার টেলিভিশনের পর্দায় পা রাখেন অভিনেত্রী সোহিনী ব্যানার্জী। প্রথম প্রথম এই সিরিয়ালটি দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়েছিল। ভিলেন হিসেবে অনামিকা চক্রবর্তী ধারাবাহিকে প্রবেশ করতেই বাড়তে থাকে টিআরপি। তবে তাতেও খুব একটা লাভ হয়নি।
এরই মধ্যে উড়ন তুবড়ি ধারাবাহিকের শেষ দিনের শুটিং হয়ে গেল। বিদায় বেলায় গোটা টিমের চোখে ছিল জল। পর্দার অর্জুন এবং তুবড়িও শেষ বেলার শুটিংয়ের পর চোখের জলে ভেসেছেন। শুটিংয়ের শেষ দিনের দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন তারা। অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি এদিন শুটিংয়ের অন্যান্য কলাকুশলীদের চোখেও ছিল জল।
গতকাল উড়ন তুবড়ির শুটিং শেষ হয়ে গিয়েছে। আগামী ১২ ই ডিসেম্বর পর্যন্ত এই ধারাবাহিকের সম্প্রচার চলবে। এই মুহূর্তে রাত ১০.৩০ টার সময় সম্প্রচারিত হচ্ছে উড়ন তুবড়ি। খুব শীঘ্রই জি বাংলাতে শুরু হবে দুটি নতুন সিরিয়াল। আগামী ১২ই ডিসেম্বর থেকে শুরু হবে তোমার খোলা হাওয়া। তাই ১১ই ডিসেম্বর এই পথ যদি না শেষ হয়ের যাত্রা শেষ হবে।
এছাড়াও শ্রুতি দাস এবং গৌরব রায় চৌধুরীর রাঙা বউ খুব তাড়াতাড়িই শুরু হবে জি বাংলাতে। শোনা যাচ্ছে এই সিরিয়ালটি আসছে রাত সাড়ে আটটার সময়। ওই সময় এখন লক্ষ্মী কাকিমা সুপারস্টারের সম্প্রচার হয়। সম্ভবত লক্ষ্মী কাকিমাকে রাতের স্লটে পাঠানো হবে। তাই বিদায় নিতে হল উড়ন তুবড়িকে।