আর নয় দাদাগিরি! নতুন চ্যানেলে নতুন শো নিয়ে আসছেন Sourav Ganguly

জি বাংলা দাদাগিরি মানে সৌরভ গাঙ্গুলী। দীর্ঘ প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে সৌরভ গাঙ্গুলীর নামেই চলছে এই শো। প্রত্যেকবারই নতুন নতুন সিজন নিয়ে বারবার জি বাংলার পর্দায় ফিরে ফিরে আসেন সৌরভ গাঙ্গুলী। তবে এবার শোনা যাচ্ছে অন্য খবর। এবার আর দাদাগিরি নয়, নতুন চ্যানেলে নতুন শো নিয়ে আসছেন সৌরভ গাঙ্গুলী। জি বাংলার প্রতিপক্ষ স্টার জলসা ছিনিয়ে নিল সৌরভ গাঙ্গুলীকে। কোন নতুন শো নিয়ে স্টার জলসায়‌ আসছেন সৌরভ?

দাদাগিরি ছেড়ে দেবেন সৌরভ গাঙ্গুলী?

সম্প্রতি একটি খবর স্টুডিও পাড়াতে বেশ ছড়াচ্ছে। সৌরভ গাঙ্গুলী নাকি জি বাংলার দাদাগিরির জন্য চ্যানেলের সঙ্গে তার চুক্তির পুনর্নবীকরণ করাননি। কাজেই সৌরভের দাদাগিরি ছেড়ে দেওয়ার খবরে জল্পনা এখন তুঙ্গে। এরই মধ্যে এল এক নতুন খবর। সৌরভ গাঙ্গুলী এবার নতুন প্ল্যাটফর্মে নতুন মোড়কে হাজির হবেন। তার জন্য স্টার জলসার সঙ্গে চুক্তিও করে ফেলেছেন তিনি। এবার কোন নতুন শোয়ে দাদাগিরি দেখাবেন সৌরভ গাঙ্গুলী?

Sourav Ganguly dadagiri

স্টার জলসায় আসছে সৌরভ গাঙ্গুলীর নতুন শো

দাদাগিরির পর এবার বিগ বস, সৌরভ গাঙ্গুলীর নতুন কারিশমা দেখবেন দর্শকরা। হ্যাঁ, হিন্দিতে সালমান খান যেরকম বিগ বস সামলান, বাংলাতেও এবার বিগ বসের ঘর সামলাবেন সৌরভ গাঙ্গুলী। এই বছর পুজোর পর শুরু হবে সেই নতুন শো এর কাজ। এও শোনা যাচ্ছে একটি নয়, এই চ্যানেলে নাকি দুটি শো সঞ্চালনা করবেন সৌরভ। তাহলে দাদাগিরির কী হবে? এই বছর কি দাদাগিরির নতুন সিজন আসবে না? এখন চ্যানেল পাল্টালে পরে আবার জি বাংলাতে ফিরবেন তো সৌরভ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে।

আরও পড়ুন : সৌরভ গাঙ্গুলীর গলায় গান শুনেছেন কখনো? শুনলে মুগ্ধ হয়ে যাবেন আপনি

Sourav Ganguly dadagiri

আরও পড়ুন : অবসরের পর দ্বিগুণ বেড়েছে সম্পত্তি, কত টাকার মালিক সৌরভ গাঙ্গুলী?

২০০৯ সালে জি বাংলার দাদাগিরি আনলিমিটেড শো মারফত সৌরভ গাঙ্গুলীকে নতুনভাবে পেয়েছিলেন দর্শকরা। প্রথমবার টিভি ক্যামেরার সামনে সঞ্চালকের ভূমিকায় সৌরভ গাঙ্গুলীকে দেখার আনন্দ ছিল তুঙ্গে। ওই বছর থেকে এ পর্যন্ত ১০টা সিজন পার হয়েছে সফলতার সঙ্গে। মাঝে অবশ্য দুটি সিজনে সৌরভের জায়গা নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু তিনি হালে পানি পাননি। পরে আবার সৌরভকেই ফিরিয়ে আনা হয়। সৌরভের উপস্থিতিতে এই শোয়ের টিআরপি থাকে তুঙ্গে। এখন নতুন চ্যানেলে সৌরভের নতুন শো কেমন জমে সেটাই দেখার।