স্ত্রী ২ এর পর এই হরর ইউনিভার্সে আর কোন কোন সিনেমা আসবে? কোনটির মুক্তি কবে?

২০২৪ সালে স্ত্রী ২ সিনেমা মুক্তি পাওয়ার পর থেকেই বলিউডের এই হরর ইউনিভার্সের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। এর আগে এই ম্যাডাম হরর কমেডি ইউনিভার্সে স্ত্রী পার্ট ওয়ান, ভেড়িয়া, মুঞ্ঝা, এবং স্ত্রী ২ মুক্তি পেয়েছে। এখনো এই ইউনিভার্সের আরও বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাবে। এর মধ্যে কিছু সিনেমা মুক্তি পাবে এই বছর। কিছু আগামী বছরগুলোতে মুক্তি পাবে। দেখে নিন আর কোন কোন সিনেমা আসছে এবং কোনটির মুক্তি কবে।

১. থামা : ভ্যাম্পায়ারস অফ বিজয়নগর : ২০২৫ সালের অক্টোবর মাসের দিকে মুক্তি পাবে এই সিনেমাটি। মুখ্য ভূমিকাতে অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা এবং সামান্থা রূথ প্রভু। রশ্মিকা মান্দানাও এই সিনেমাতে থাকতে পারেন।

Bhediya 2

২. ভেড়িয়া ২ : ২০২৫ সালেই ভেড়িয়া ২ মুক্তি পাবে। তবে তার সম্ভাব্য রিলিজ ডেট জানা যায়নি। ভেড়িয়া ২ তেও বরুণ ধাওয়ান থাকবেন। এখানে আগের পার্টের তুলনায় অনেক বেশি শক্তি পাবে ভেড়িয়া।

৩. মুঞ্ঝা ২ : মুঞ্ঝা সিনেমার সাফল্যের পর এখন এই সিনেমার দ্বিতীয় পার্ট বানানোর কথাও ভাবছেন নির্মাতারা। এটি মুক্তি পাবে ২০২৬ সালে।

আরও পড়ুন : বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি বলিউডের এই ৫টি ভৌতিক সিনেমা না দেখলে চরম মিস

Stree 3

আরও পড়ুন : ‘স্ত্রী২’ সিনেমার ‘সরকাটা’ আসলে কে? রইল অভিনেতার আসল পরিচয়

৪. স্ত্রী ৩ : বলিউডের গুঞ্জন স্ত্রী ৩ এর গল্প ইতিমধ্যেই লেখা হয়ে গিয়েছে। এখন শুধু শুটিংটাই বাকি। এই সিনেমাতে প্রধান ভিলেন হবেন অক্ষয় কুমার। ২০২৬ সালে মুক্তি পেতে পারে স্ত্রী ৩ সিনেমাটি।