টিভি ইন্ডাস্ট্রি থেকে বলিউড, উপাসনা সিংহ অভিনয় দুনিয়ার বেশ দাপুটে একজন অভিনেত্রী। তবে যোগ্যতা থাকতেও সঠিক মর্যাদা তিনি পেলেন না। এর অন্যতম বড় কারণ ছিল তার কেরিয়ারের শুরুর দিকের একটি ঘটনা। অনিল কাপুরের মত সুপারস্টারের নায়িকা হওয়ার সুযোগ পেয়েও সেই প্রস্তাব ফিরিয়ে দেন উপাসনা। তার কারণ তিনি আপোস করতে চাননি। সম্প্রতি উপাসনা ইন্ডাস্ট্রির এক নামী পরিচালকের মুখোশ খুলে দিলেন। যিনি তাকে কাজের বিনিময়ে কুপ্রস্তাব দেন।
বলিউডে কাস্টিং কাউচের ভুরি ভুরি অভিযোগ আছে। ইন্ডাস্ট্রিতে বহিরাগত হওয়ার সুবাদে উপাসনাও পেয়েছিলেন এমন প্রস্তাব। তখন তার বয়স ছিল খুবই কম। দক্ষিণের এক বিখ্যাত পরিচালক বলিউড সুপারস্টার অনিল কাপুরের সঙ্গে কাস্ট করেছিলেন তাকে। এই প্রস্তাব পেয়ে খুবই খুশি হয়েছিলেন উপাসনা। গর্ব করে তিনি এই সুখবর সবাইকে শুনিয়েছিলেন। কিন্তু উপাসনা ভাবেননি এর কত বড় মাশুল তাকে দিতে হতে পারে।
সেই সময় উপাসনা যখনই পরিচালকের সঙ্গে দেখা করতে যেতেন, মা-বাবা আর নয়তো বোনকে সঙ্গে নিয়ে যেতেন। পরিচালক এই বিষয়টা লক্ষ্য করে একবার তাকে সরাসরিই বুঝিয়ে দেন উপাসনার এই পরিবারের সদস্যদের নিয়ে আসাটা তিনি মোটেই পছন্দ করছেন না। একবার তো রাত্রি সাড়ে এগারোটার সময় পরিচালক তাকে ফোন করে হোটেলের রুমে ডেকে পাঠান বসে কথা বলবেন বলে। উপাসনা বলেন তিনি পরের দিন সকালে গিয়ে কথা বলবেন। তখন পরিচালক তাকে বলেন, “না, তুমি বসার অর্থ বুঝতে পারোনি?” উপাসনার কাছে অবশ্য পরিচালকের ইঙ্গিত স্পষ্ট হয়ে গিয়েছিল।
সেই রাতটা উপাসনা কিছুতেই ঘুমোতে পারেননি। পরের দিন তিনি পরিচালকের অফিসে যান। তখন ওই পরিচালক আরও বেশ কিছু জনের সঙ্গে মিটিং করছিলেন। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে উপাসনা সবার সামনেই ওই পরিচালককে পাঞ্জাবি ভাষাতে গালাগাল দিতে শুরু করেন। প্রায় পাঁচ মিনিট এইভাবে মনের ক্ষোভ উগরে দেওয়ার পর তিনি অফিস থেকে বেরিয়ে আসেন। তার মনে পড়ে এই পরিচালকই তাকে অনিল কাপুরের বিপরীতে সাইন করেছিলেন। কাজেই কাজের সুযোগটাও তার হাতছাড়া হয়ে গেল। এই ঘটনার পর খুবই ভেঙে পড়েছিলেন উপাসনা।
আরও পড়ুন : মনোমালিন্য নাকি অন্য কিছু, কেন কপিল শর্মা শো ছেড়ে দিয়েছিলেন উপাসনা সিং?
আরও পড়ুন : সরস্বতী পুজোয় ‘আজ কি রাত’ গানে ঠুমকা! ‘কচি খুকি’, ‘ন্যাকা’ ট্রোলের জবাব দিলেন অপরাজিতা আঢ্য
অভিনেত্রী বলেন সেদিন গোটা রাস্তা তিনি কাঁদতে কাঁদতে বাড়ি ফেরেন। তিনি সবাইকে জানিয়েছিলেন অনিল কাপুরের সঙ্গে তিনি অভিনয় করবেন। বাড়ি ফিরে তিনি সাত দিন নিজেকে ঘর বন্দি করে রেখেছিলেন। তবে প্রথম জীবনের এই অভিজ্ঞতা কোনদিনও ভোলেননি উপাসনা। বলিউডে সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারলেও টেলিভিশনের দুনিয়াতে রাজত্ব করেছেন তিনি। বলিউডে বেশকিছু বড় সিনেমাতে ছোটখাটো পার্শ্ব চরিত্রে তার অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে। কিন্তু পরিচালকের সঙ্গে আপোষ করেননি বলেই বড় অভিনেত্রী হয়ে ওঠার সুযোগটা তার অধরাই থেকে গেল।