আলাপ-পরিচয় কিছুই নেই তবুও সঞ্জয় দত্তের নামে ৭২ কোটি টাকার সম্পত্তি রেখে গেলেন এক মহিলা। এই খবর কার্যত অবাক করেছে বলিউডকে। নিজের মৃত্যুর পর স্থাবর-অস্থাবর সব সম্পত্তি সঞ্জয় দত্তকে দান করে গেলেন ওই মহিলা। মৃত্যুর আগেই তিনি তার সম্পত্তি লিখে দিয়েছিলেন সঞ্জয়ের নামে। এই খবর জানাজানি হতেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে।
সঞ্জয় দত্তের এমন অন্ধ ভক্তের নাম নিশা পাতিল। তিনি নাকি তার মৃত্যুর আগে সঞ্জয়ের নামে তার সব সম্পত্তি উইল করে দিয়ে গিয়েছেন। তার মোট সম্পত্তির পরিমাণ ৭২ কোটি টাকা। প্রতিটা ব্যাঙ্ককেও তিনি চিঠি লিখে জানিয়েছেন যেন তার সব সম্পত্তি সঞ্জয় দত্তকেই দেওয়া হয়। নিশার মৃত্যুর পর তেমনটাই করা হয়েছে যেমনটা তিনি চেয়েছিলেন। এই খবর সঞ্জয়ের কাছে পৌঁছতেই রীতিমতো মাথায় হাত পড়েছে তার।
মারণ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে নিশার। মৃত্যুর আগে তিনি এমন উইল বানিয়েছিলেন। এই খবর সঞ্জয়ের কানে পৌঁছতেই তিনি অবাক হয়েছেন। নিশাকে তিনি কখনও চোখে দেখেননি, চিনতেনও না। নিশার সম্পত্তি সঞ্জয় নেবেন না বলেই জানিয়েছেন। ভক্তের এমন পাগলামো তিনি সমর্থনও করেন না। তবে ভক্তের এমন ভালোবাসা তাকে অভিভূত করেছে। এই ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালে। সঞ্জয় পুলিশের কাছ থেকে একটি ফোন পেয়েছিলেন। সেই পুলিশ অফিসারই তাকে জানান নিশার ব্যাপারে। সঞ্জয় জানতে পারেন নিশা পাতিল নামের মারণ রোগে আক্রান্ত এক গৃহবধূ নিজের সব সম্পত্তি তার নামে লিখে দিয়েছিলেন। তার মৃত্যুর পর এখন তিনিই সেই কোটি কোটি টাকার সম্পত্তির দাবিদার।
আরও পড়ুন : বান্ধবীর বরের সঙ্গে পরকীয়া করে অন্তঃসত্ত্বা! এই অভিনেত্রীর জীবনের কাছে বলিউড সিনেমাও ফেল
আরও পড়ুন : শুটিং সেটে সপাটে চড়! করিনা কাপুরকে এক থাপ্পড় মেরেছিলেন এই অভিনেতার স্ত্রী
এই প্রসঙ্গে জেনে সঞ্জয় দত্ত বলেছিলেন তিনি নিশার সম্পত্তি দাবি করবেন না। তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওই সম্পত্তি আবার নিশার পরিবারকেই ফিরিয়ে দেওয়া হয়। সঞ্জয় দত্ত নিজেই ২৯৫ কোটি টাকার মালিক। তার মা ছিলেন বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী নার্গিস এবং বাবা ছিলেন সুনীল দত্ত। সঞ্জয় নিজেও অভিনয় ক্ষমতার দরুণ ভালোই সাফল্য পান ইন্ডাস্ট্রিতে। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্যবসাও রয়েছে তার।