টলিউড (Tollywood) সুপারস্টার জিতের (Jeet) জীবনের এই ৬ অজানা রহস্য, যেগুলো কেউই জানেন না। বিগত প্রায় ২ দশক ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন তিনি। টলিউডের সেরা নায়কদের তালিকায় বর্তমানে তার নাম রয়েছে। প্রচুর ফ্যানবেস জিতের। তবে তার জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে এমন কিছু রহস্য যেগুলো তার ভক্তরা জানেনই না। আজ আপনাদের শোনাব সুপারস্টার জিতের জীবনের কিছু অজানা গল্প।
১. জিতের অভিনয় জীবনের শুরু : বাংলা নয়, অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম ভাগ্য পরীক্ষা করতে গিয়েছিলেন জিত। তখন তার নাম ছিল জিতেন্দ্র মাদনানি। সিনেমার নাম ছিল চান্দু। কিন্তু এই সিনেমা বক্স অফিসে একেবারেই চলেনি। এরপর তিনি আবার বাংলাতে ফিরে আসেন এবং হরনাথ চক্রবর্তীর সাথী সিনেমার নায়ক হন।
২. টলিউড নায়িকাদের লাকি চার্ম জিত : টলিউডের দুই অভিনেত্রীর কেরিয়ারের শুরুটা হয়েছিল জিতের হাত ধরে। এদের মধ্যে একজন হলেন রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক। হরনাথ চক্রবর্তীর নাটের গুরু সিনেমাতে জিতের সঙ্গে অভিনয় শুরু করেন কোয়েল মল্লিক। এরপর থেকে জিত এবং কোয়েল জুটি টলিউডে ব্যাপক হিট হয়।
৩. জিত ও স্বস্তিকা বিতর্ক : এত বছর টলিউডে আছেন, নায়িকাদের সঙ্গে কখনও তেমনভাবে বিতর্কে জড়াতে দেখা যায়নি জিতকে। কিন্তু ব্যতিক্রম কেবল স্বস্তিকা। একসময় পার্টি কিংবা গভীর রাতের শোয়ে আকছার একসঙ্গে দেখা যেত তাদের। বলা হয় স্বস্তিকার ডিভোর্সের পর তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু একটা সময় পর তাদের বিচ্ছেদ হয়ে যায়। এর জন্য জিত এবং কোয়েলের রসায়নকেই দায়ী করেন অনেকে।
৪. স্পোর্টিং সুপারস্টার : শুধু অভিনয় নয়, খেলাধুলাতে দারুণ এক্সপার্ট জিত। ক্রিকেট থেকে ক্যারাম, সব ধরনের খেলায় আগ্রহ আছে তার। তিনি সেলিব্রিটি ক্রিকেট লিগ বেঙ্গল টাইগার্সের প্রাক্তন অধিনায়ক ছিলেন। ২০১৬ সালের মাল্টিন্যাশনাল প্রিমিয়ার ফুটবলের কলকাতা ফ্রাঞ্চাইজের মালিক ছিলেন। তিনি আবার ক্যারাম চ্যাম্পিয়নও। ক্যারাম খেলার জন্য বর্ধমান, নদীয়া, পুরুলিয়াসহ জায়গায় তিনি ঘুরেছেন এবং ক্যারাম টুর্নামেন্টের অংশ হয়েছেন। ১৯৯৬ সালে তিনি বাংলার ক্যারাম চ্যাম্পিয়ন হয়েছিলেন। বলতে গেলে ইনডোর এবং আউটডোর গেমে ওস্তাদ তিনি।
আরও পড়ুন : সুপারস্টার বলে ভীষণ দেমাক! ‘অহংকারী’ ঋতুপর্ণাকে উচিত শিক্ষা দেন দুলাল লাহিড়ী
৫. শপিং প্রেমী জিত : জিত কেনাকাটা করতে খুবই ভালোবাসেন। তার ফ্যাশন সেন্স খুবই ভালো। দেশে-বিদেশে যেখানেই যান না কেন, তিনি প্রচুর কেনাকাটা করেন। শুটিং কিংবা ছুটি কাটানোর জন্য বিদেশে গেলে তিনি সবসময় সন্তানদের জন্য শপিং করেন এখন।
আরও পড়ুন : “দেব-জিৎ দুটোই হারামজাদা!”, কেন এমন মন্তব্য করলেন সুমিত গাঙ্গুলী?
৬. জিতের প্রিয় হবি : জিতের হবি ডায়েরি লেখা। তিনি রোজ ডায়েরি লেখেন। দৈনন্দিন জীবনে যা কিছু ভালো লাগে কিংবা খারাপ লাগে সেইসব অনুভূতি তিনি ডায়েরির পাতায় তুলে রাখেন। তার কাছে ডায়েরিই সবথেকে সেরা বন্ধু।