Ankita Mallick : বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) মধ্যে এখন দর্শকদের পছন্দের তালিকাতে রয়েছে বেশ অনেকগুলি নাম। আর যদি জি বাংলার (Zee Bangla) কথা বলতে হয় তাহলে ‘মিঠাই’য়ের পরেই নাম উঠে আসে ‘জগদ্ধাত্রী’র (Jagadhatri)। এই সিরিয়ালটি শুরু হওয়ার দুই মাসের মধ্যেই টিআরপি তালিকাতে জায়গা করে নিতে শুরু করে। একটা সময় টানা বেশ কয়েক সপ্তাহ ধরে টপার হওয়ার সুযোগও ছিল ‘জগদ্ধাত্রী’র (Ankita Mallick) হাতে।
একেবারে আনকোরা নতুন জুটিকে নিয়ে জি বাংলাতে শুরু হয়েছিল এই নতুন সিরিয়ালটি। সৌম্যদীপ মুখোপাধ্যায় এবং অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) অর্থাৎ স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রীর জুটি দর্শকরা খুবই পছন্দ করছেন এখন। আজ এই প্রতিবেদনে রইল ‘জগদ্ধাত্রী’ অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের আসল পরিচয়। জেনে নিন এই নায়িকা সম্পর্কে কিছু অজানা তথ্য।
প্রথম সিরিয়ালেই কার্যত বাজিমাত করে দিয়েছেন অঙ্কিতা। বাংলাতে তার বেশ নামডাকে হয়েছে এখন। শুধু পশ্চিমবঙ্গে নয়, বাংলাদেশেও তিনি অনেক জনপ্রিয় হয়ে উঠেছেন। অবশ্য এপার বাংলার নায়ক-নায়িকারা ওপার বাংলাতেও বেশ জনপ্রিয়তা পান। তবে অঙ্কিতার শিকড়টাই আসলে রয়ে গিয়েছে বাংলাদেশে।
অঙ্কিতার জন্ম ২০০১ সালে। তিনি একান্নবর্তী পরিবারে বেড়ে উঠেছেন। পড়াশোনা করেছেন সিঙ্গুর গোলাপ মোহিনী গার্লস হাই স্কুল থেকে। এরপর উচ্চশিক্ষার জন্য তিনি কলকাতায় আশুতোষ কলেজে ভর্তি হন। পড়াশোনার পাশাপাশি মডেলিংয়ের প্রতিও তার বেশ আগ্রহ ছিল। অভিনয় শুরু করার আগে তিনি মডেলিং করতেন।
অঙ্কিতা মডেলিং করতে করতেই সিরিয়ালের প্রস্তাব পেয়েছিলেন। তাও আবার শুরুতেই জি বাংলার জগদ্ধাত্রীর মত সিরিয়ালের নায়িকা হওয়ার সুযোগ পেয়েছেন তিনি। আর পাঁচটা নায়িকার তুলনাতে একেবারেই আলাদা এই চরিত্র। তার চরিত্রের মধ্যে দ্বৈত সত্তা রয়েছেন। এমনিতে শান্ত প্রকৃতির মনে হলেও ‘জগদ্ধাত্রী’ আসলে একজন দাপুটে গোয়েন্দা।
মাত্র ২১ বছর বয়সে নিজের চরিত্রটিকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন অঙ্কিতা। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও তার অনেক জনপ্রিয়তা তৈরি হয়েছে। অভিনেত্রী নিজেও জানিয়েছেন বাংলাদেশের প্রতি তার অনেক টান রয়েছে।