প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে! চুম্বন বিতর্কের মাঝেই এবার নতুন করে আইনি জটিলতায় জড়ালেন উদিত নারায়ণ। উদিতের প্রথম স্ত্রী রঞ্জনা ঝা সম্প্রতি খোরপোশের মামলা এনেছেন গায়কের বিরুদ্ধে। রঞ্জনার দাবি তাকে তার অধিকার এবং সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে। এই মর্মে বিহারের সুপৌল পারিবারিক আদালতে মামলা দায়ের হয়েছে বলিউডের এই প্রখ্যাত গায়কের বিরুদ্ধে।
উদিত নারায়ণের প্রথম স্ত্রী কে?
১৯৮৪ সালে রঞ্জনাকে বিয়ে করেন উদিত। রঞ্জনা থাকেন বিহারে। তবে খ্যাতি পাওয়ার পর প্রথম স্ত্রীকে ছেড়ে মুম্বাইতে গিয়ে তিনি বিয়ে করেন দীপাকে। দীপা এবং অতীতের ছেলে হলেন আদিত্য নারায়ণ। তারপর থেকেই রঞ্জনা নিজের অধিকারের লড়াই লড়তে আদালতের চক্কর কাটছেন। ৯০ এর দশকে উদিত নারায়ণ বিহারে একটি অনুষ্ঠানে হাজির হলে রঞ্জনা সাংবাদিকদের সামনে আসল ঘটনা প্রকাশ্যে আনেন। উদিত অবশ্য প্রথমে রঞ্জনাকে স্ত্রী হিসেবে স্বীকার করতে চাননি। তবে বিষয়টি আদালতে উঠলে তিনি তার দোষ স্বীকার করতে বাধ্য হন।
প্রথম স্ত্রীকে কত টাকা খোরপোষ দিতে হয় উদিত নারায়ণকে?
মামলার পর উদিত প্রত্যেক মাসে রঞ্জনাকে ১৫ হাজার টাকা দিতেন। ২০২১ সালে তা বাড়িয়ে ২১০০০ করা হয়। এছাড়া রঞ্জনাকে একটি চাষের জমি, এক কোটি টাকার বাড়ি এবং ২৫ লক্ষ টাকার গয়না দেন উদিত। কিন্তু রঞ্জনা এখন স্বামীর সঙ্গে থাকতে চাইছেন জীবনের শেষ কয়েকটা দিন। এতে রাজি নন উদিত। আর তাতেই বাড়ছে জটিলতা। কারণ উদিত কিছুতেই এই মামলার মীমাংসা করতে রাজি নন। উল্টে তার দাবি রঞ্জনা তার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছেন।
আরও পড়ুন : এক ঝাঁক তরুণীর সঙ্গে প্রকাশ্যেই ঘনিষ্ঠতা! উদিত নারায়ণের নতুন ভিডিও ভাইরাল
উদিত নারায়ণের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ রঞ্জনার
রঞ্জনা আইনজীবী মারফত আদালতে জানিয়েছেন তিনি জীবনের শেষ কয়েকটা দিন স্বামীর সঙ্গে থাকতে চান। বার্ধক্য এবং শারীরিক অসুস্থতার কারণে তিনি স্বামীর সঙ্গে একই ছাদের তলায় থাকতে চান। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন তিনি মুম্বাইতে গেলে উদিত নারায়ণ তার পেছনে দুষ্কৃতিদের লাগিয়ে দেন। আজ এত বছর পর রঞ্জনা এবং উদিতের মামলা আবার নতুন করে বলিউডের স্ক্যান্ডালের পারদ চড়াচ্ছে।