ভারতীয় শিল্পীরাই কাঁপাচ্ছেন বিশ্বমঞ্চ, BTS, জাস্টিন বিবারকে পেছনে ফেলে বিশ্বরেকর্ড গড়লেন এই ৪ ভারতীয় গায়ক

ভারতের সেরা গায়কের নাম বললে প্রথমে উঠে আসে অরিজিৎ সিংয়ের (Arijit Singh) নাম। অরিজিৎ গান গেয়ে একের পর এক রেকর্ড করেছেন। শুধু দেশের নিরিখে নয়, গোটা বিশ্বের নিরিখেই বর্তমানে তিনি সেরা। তবে শুধু অরিজিত নন, ভারতের অন্যান্য শিল্পীরাও তাদের গানের সুরে ভুবন মাতিয়েছেন। চার ভারতীয় গায়ক সম্প্রতি অনন্য রেকর্ড গড়ে ফেললেন।

বিশ্ব দরবারে ভারতের নাম উজ্জ্বল করলেন অরিজিত সিং, অলকা ইয়াগনিক (Alka Yagnik), কুমার শানু (Kumar Shanu) এবং উদিত নারায়ণ (Udit Narayan)। এদের মধ্যে অলকা, কুমার শানু এবং উদিত নারায়ণ বিগত বেশ কয়েক দশক ধরে ভারতীয় সংগীতকে সমৃদ্ধ করেছেন। তবে এই চার ভারতীয়দের মধ্যেও সকলকে পেছনে ফেলে দিয়ে রেকর্ড করেছেন অলকা।

অলকা ইয়াগনিক গত তিন দশক ধরে সংগীত সাধনার সঙ্গে যুক্ত রয়েছেন। সম্প্রতি তিনি বিটিএস, জাস্টিন বিবারের মত নামিদামি ব্র্যান্ড এবং শিল্পীদের পরাজিত করে বিশ্ব রেকর্ড করলেন। গত ২০২২ সালে বিশ্বব্যাপী সব থেকে বেশি স্ট্রিম করা গায়কদের মধ্যে বিশ্ব বিখ্যাত তারকাদের পেছনে ফেলে দিয়ে এগিয়ে গিয়েছেন অলকা।

বিটিএস, জাস্টিন বিবারদের‌ মত তারকারা অলকার কাছে হেরে গিয়েছেন। গত বছর কোরিয়ান ব্র্যান্ড বিটিএসের গান সারাবিশ্ব জুড়ে ৭.৯৫ বিলিয়ন বার বেজেছে। তবে অলকার গান তার থেকে প্রায় দ্বিগুণবার বিশ্বের মানুষ শুনেছেন। ‘মোস্ট স্ট্রিমড আর্টিস্ট অন ইউটিউব’ খেতাব জিতে নিয়েছেন তিনি। ২০২২ সালে গড়ে প্রতিদিন ৪২ মিলিয়ন মানুষ তার গান শুনেছেন।

অন্যদিকে উদিত নারায়ণ, অরিজিত সিং এবং কুমার শানুরাও এই সেরা গায়কদের তালিকায় প্রথম পাঁচে রয়েছেন। এদের মধ্যে উদিত নারায়ণের গান শোনা হয়েছে ১০.৮ বিলিয়ন বার। অরিজিৎ সিং এর গান শোনা হয়েছে ১০.৭ বিলিয়ন বার। কুমার শানুর গান গোটা বিশ্বের মানুষ শুনেছেন ৯.০৯ নয় বার। সম্প্রতি এই রেকর্ড প্রকাশ করা হয়েছে।

এই রেকর্ডের হিসেবে অলকা ইয়াগনিক সেরার শিরোপা পেয়েছেন। গত বছর ১৫.৩ বিলিয়ন বার মানুষ তার গান শুনেছেন। অবশ্য এটাই প্রথম বছর নয়, গত তিন বছর ধরে এই রেকর্ড তিনি দখল করে রয়েছেন। ২০২০ এবং ২০২১ সালে ১৬.৬ বিলিয়ন এবং ১৭ বিলিয়ন বার মানুষ তার গান শুনেছেন। এরপর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তাকে বলিউডের সব থেকে ‘আইকনিক কন্ঠ’ খেতাব দেওয়া হয়।