‘সিধাই’, ‘সুদীপা’ থেকে পৃথ্বীরাজ, বাংলা সিরিয়ালের সেরা কে কোন পুরস্কার পেলেন? রইল সম্পূর্ণ তালিকা

TV9 Bangla Ghorer Bioscope Award Show : বাংলা টেলিভিশন (Bengali Telivision) কার্যত বছরের পর বছর ধরে একটা বড় অংশের দর্শকদের মনোরঞ্জন করে আসছে। সিনেমা এবং ওয়েব সিরিজের যুগেও রমরমিয়ে চলছে বাংলা সিরিয়াল (Bangla Serial)। দর্শকদের মনোরঞ্জনের ক্ষেত্রে বাংলা সিরিয়ালের জায়গা কখনও কেড়ে নিতে পারবে না কেউ। বাংলা সিরিয়ালগুলি যাদের জন্য জনপ্রিয়, এক্ষেত্রে তাদের বাহবা তো দিতেই হয়।

যে নায়ক-নায়িকা এবং অভিনেতারা দিনের পর দিন দিনরাত কঠিন পরিশ্রম করে দর্শকদের বিনোদন যুগিয়ে আসছেন তারা অবশ্যই যোগ্য সম্মানের দাবিদার। তাই তাদের সম্মান জানানোর জন্য মাঝেমধ্যেই বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানের (Award Ceremony) আয়োজন করা হয়। সম্প্রতি যেমনটা করা হয়েছিল টিভি ৯ বাংলার তরফ থেকে। ঘরের বায়োস্কোপ নামে এই অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছিল।

Award Ceremony TV9 Bangla

এই অনুষ্ঠানে কেবল বাংলা সিরিয়ালের তারারাই নয়, উপস্থিত ছিলেন টলিউডের তাবড় তাবড় ব্যক্তিত্ব, সেই সঙ্গে জনপ্রিয় রাজনীতিবিদ মোহাম্মদ সেলিম, সুকান্ত মজুমদার, কুনাল ঘোষ, দিলীপ ঘোষরাও। এছাড়া কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর ছিলেন। মুনমুন সেন, প্রভাত রায়, ধৃতিমান চট্টোপাধ্যায়রা ছিলেন বিশেষজ্ঞ জুরীদের আসনে।

এই অনুষ্ঠান থেকে কে কোন পুরস্কার পেলেন? দেখে নিন এক নজরে। সেরা ওয়েব সিরিজের পুরস্কার জিতেছে শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) -র ‘ইন্দুবালা ভাতের হোটেল’ (Indubala Bhater Hotel)। জুরীদের মতানুসারে সেরা সিরিয়াল হয়েছে অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) এবং জি বাংলার মিঠাই (Mithai)। সেরা জুটি হিসেবে খেতাব জয় করেছে আদৃত রায় (Adrit Roy), সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) এবং দিব্যজ্যোতি দত্ত (Dibyajyoti Dutta) ও স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)।

Award Ceremony TV9 Bangla

এছাড়া সেরা পার্শ্বচরিত্র হিসেবে পুরস্কার উঠেছে গাঁটছড়া (Gantchchora) সিরিয়ালের অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং জগদ্ধাত্রী (Jagadhatri)  সিরিয়ালের রূপসা চক্রবর্তীর হাতে। সেরা খলনায়ক এবং খলনায়িকার পুরস্কার পেয়েছেন ‘টুম্পা অটোওয়ালি’র জয়জিত বন্দোপাধ্যায় এবং অনুরাগের ছোঁয়ার মিশকা ওরফে অহনা দত্ত (Ahona Dutta)।

Award Ceremony TV9 Bangla

আরও পড়ুন : ঠাকুর-দেবতার চরিত্রে নিখুঁত অভিনয়, দর্শকদের মুগ্ধ করেছেন এই ৫ অভিনেতা

সেরা নবাগত অভিনেতা বিভাগে পুরস্কার পেয়েছেন কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (Komola O Sriman Prithviraj) ধারাবাহিকের অভিনেতা সুকৃত রায় (Sukrit Roy)। সেরা নবাগতা অভিনেত্রী বিভাগে পুরস্কার উঠেছে জগদ্ধাত্রী সিরিয়ালের নায়িকা অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) -র হাতে। উল্লেখ্য মিঠাই এবং অনুরাগের ছোঁয়ার মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলেছিল শেষ পর্যন্ত। তবে বিচারকরা শেষমেষ দুটো সিরিয়ালকেই সেরা ঘোষণা করেন।

আরও পড়ুন : বিন্দি অতীত, প্লাস্টিক সার্জারি করিয়ে ‘গাঁটছড়া’তে ফিরে এল খড়ি, আসছে দুর্দান্ত টুইস্ট