পর্দায় ভিলেন হলেও বাস্তবে ‘আদর্শ মেয়ে’, ‘নিম ফুলের মধু’র তিন্নির জীবন যেন সিনেমা

নায়িকা থেকে খলনায়িকাতেও দুর্দান্ত পারফরমেন্স, ‘নিম ফুলের মধু’র তিন্নি আসলে কে জানেন?

Riya Chatterjee

Published on:

Neem Phuler Modhu Tinni Nabanita Malakar : বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রি কার্যত বহু উঠতি অভিনেতা এবং অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছে। প্রতিভা থাকলে কাজের অভাব হয় না। এই ইন্ডাস্ট্রি তার প্রমাণ। বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu) সিরিয়ালটি বেশ জনপ্রিয়। শুধু হেভিওয়েট নায়ক-নায়িকার কাস্টিং এর জন্য নয়, সিরিয়ালের অন্যান্য চরিত্রাও অভিনয় গুনে দারুন প্রশংসা পাচ্ছেন।

এই সিরিয়ালের এমনই একজন গুরুত্বপূর্ণ চরিত্রাভিনেত্রী হলেন নবনীতা মালাকার (Nabanita Malakar)। যাকে সকলে এখন তিন্নি নামে চিনছেন। পর্দায় তাকে দেখলেই হাড় জ্বলে ওঠে দর্শকদের। কারণ এই মিষ্টি সুন্দরী অভিনেত্রী আসলে সংসার ভাঙার কাজ করছেন। কিন্তু বাস্তবে নবনীতা ঠিক এর উল্টোটা। পর্দায় ভিলেন হলেও বাস্তবে তিনি কিন্তু আদর্শ মেয়ে।

Nabanita Malakar

নবনীতার বাড়ি উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতে। তিনি খুবই সাধারণ একটি পরিবারে জন্মগ্রহণ করেন। তার কাঁধে রয়েছে গোটা সংসারের দায়িত্ব। মা-বাবা ছাড়াও তার একটি বোন রয়েছে। নবনীতার বাবা এবং মা দুজনেরই বয়স হয়েছে। তারা দুজনেই অসুস্থ। সংসার চালানোর পাশাপাশি বাবা-মায়ের ওষুধের খরচও অভিনেত্রীকেই সামলাতে হয়।

স্বাভাবিকভাবে এই গোটা পরিবারের দায়িত্ব রয়েছে নবনীতার কাঁধে। অভিনেত্রী এর আগে ‘পুণ্যিপুকুর’, ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’, ‘মনসা’, ‘মঙ্গলচন্ডী’র মত একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন। তবে বাংলা টেলিভিশনের এমন একজন সফল জনপ্রিয় অভিনেত্রী হওয়া সত্ত্বেও আজও তারা একচালার বাড়িতে থাকেন।

Nabanita Malakar

সম্প্রতি জি বাংলার ’ঘরে ঘরে জি বাংলা’ (Ghore Ghore Zee Bangla) অনুষ্ঠান শো নিয়ে অপরাজিতা আঢ্য হাজির হয়েছিলেন নবনীতাদের বাড়িতে। আড্ডার ফাঁকে নবনীতা জানান জলপাইগুড়িতে সাধারণত খুব কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়। তবে তার বাবা-মা কখনও তাকে কম বয়সে বিয়ে করার জন্য জোরাজুরি করেননি।

Nabanita Malakar

আরও পড়ুন : রূকমার বিপরীতে ‘মোটা নায়ক’! নতুন সিরিয়ালের প্রোমো দেখে মাথায় হাত ভক্তদের

অভিনেত্রীর মা সবসময় তার পাশে থেকে তাকে বলেছেন আগে নিজের পায়ে দাঁড়াও তারপর বিয়ে করবে। মা-বাবার সমর্থন পেয়ে আজ কেরিয়ারে এতটা সফল হতে পেরেছেন তিনি। অর্থনৈতিক চাপে পড়েই মুখ্যচরিত্র ছেড়ে খলনায়িকার চরিত্র বেছে নিতে হয় নবনীতাকে। কারণ তার হাতে তখন কোনও টাকা ছিল না। তবে অভিনেত্রী মনে করেন নায়িকা হোক বা খলনায়িকা, আসলে পারফরমেন্সই আসল কথা।

আরও পড়ুন : হু হু করে বাড়বে টিআরপি, বিয়ের ট্র্যাক নিয়ে ফুলকিতে আসছে ধামাকাদার টুইস্ট