Pallavi Sharma Education : ছোটতে বাবা-মাকে হারিয়েছেন! কত দূর পড়াশোনা করেছেন ‘তারকাটা পর্ণা’ পল্লবী শর্মা?

পল্লবী শর্মা, বর্তমানে বাংলা সিরিয়ালের জনপ্রিয় একজন নায়িকা। জি বাংলার ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে এখন অভিনয় করছেন তিনি। অবশ্য অভিনয় জগতে তার হাতেখড়ি হয়েছিল ‘কে আপন কে পর’ সিরিয়ালের হাত ধরে। সেই সিরিয়ালের জবা থেকে আজকের পর্ণা, পল্লবী সবেতেই হিট। কিন্তু তার পড়াশোনার দৌড় কতদূর জানেন?

বেশিরভাগের ধারণা অভিনয় দুনিয়ার তারকারা খুব বেশি দূর পড়াশোনা করতে পারেন না। আসলে খুব ছোট বয়সে তাদের অভিনয় দুনিয়াতে পা রাখতে হয়। আর যদি প্রধান চরিত্র হন তাহলে তো কথাই নেই। দিনের বেশিরভাগ সময় শুটিং ফ্লোরেই কাটে। পল্লবীর ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। ক্লাস নাইনে পড়তে তিনি অভিনয় জগতে আসেন।

Pallavi Sharma Education

পল্লবীর ছোটবেলাটা কোনও সিরিয়ালের থেকে কম নয়। তিনি যখন ক্লাস ২ য়ে পড়েন, তখন তার মায়ের ব্রেন টিউমার ধরা পড়ে। এর কয়েক বছরের মধ্যেই মায়ের মৃত্যু হয়। ক্লাস টেনের পরীক্ষা চলার সময় পল্লবীর বাবারও মৃত্যু হয়। পিসির কাছে থেকে মানুষ হয়েছেন পল্লবী। জীবনে এতো বড় অঘটন ঘটলেও কিন্তু তিনি ভেঙ্গে পড়েননি।

হাওড়ার মেয়ে পল্লবী। ক্লাস নাইনে পড়তেই তিনি অভিনয়ের সুযোগ পান। অভিনয়ের সঙ্গে সঙ্গেই চালিয়েছেন পড়াশোনা। দিনভর শুটিং করেও উচ্চশিক্ষার প্রস্তুতি নিয়েছেন। ভবানীপুর কলেজ থেকে একাউন্টান্সিতে অনার্স করেছেন অর্থাৎ বিকম গ্রাজুয়েট হয়েছেন। এখন অভিনেত্রী হিসেবে বাংলা সিরিয়ালের জগতে তিনি সুপ্রতিষ্ঠিত।

আরও পড়ুন : মেকআপ ছাড়া কেমন দেখতে লাগে পর্ণাকে? ফাঁস ‘নিম ফুলের মধু’ নায়িকার আসল চেহারা

Pallavi Sharma Education

আরও পড়ুন : বাংলা সিরিয়ালের নায়িকাদের কার পারিশ্রমিক কত? কার পারিশ্রমিক সবথেকে বেশি?

পল্লবী বলেন অভিনয়ে না আসলে তিনি উকিল হতেন। ‘কে আপন কে পর’ সিরিয়াল চলাকালীন তার সেই সাধ খানিকটা মিটেছে। সেই সিরিয়ালে কাজের মেয়ে জবা উকিল হয়েছিল। পরে জাজের চেয়ারেও বসেছিল। ‘কে আপন কে পর’ সিরিয়াল চলেছিল প্রায় চার বছর। এরপর বেশ কয়েক বছরের ব্রেক নিয়ে নিয়েছিলেন পল্লবী। ফের জি বাংলার হাত ধরে সিরিয়ালের পর্দায় ফিরে আবারো নিজেকে প্রমাণ করেছেন তিনি।