বিগত কয়েক সপ্তাহ ধরে দেখা যাচ্ছে যে জি বাংলা টিআরপির বিচারে স্টার জলসা (Star Jalsha) -কে টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে। প্রথম পাঁচে শুধু অনুরাগের ছোঁয়া ছাড়া আর কেউ নেই। স্টার জলসার এক সময়ের জনপ্রিয় সিরিয়ালগুলো এখন কার্যত বাতিলের খাতায় ফেলে দিয়েছেন দর্শকরা। তাই নতুন সিরিয়ালের উপরেই ভরসা রাখছে চ্যানেল কর্তৃপক্ষ।
এই মুহূর্তে জি বাংলার চ্যানেল টপার কিংবা বেঙ্গল টপার বলা যেতে পারে জগদ্ধাত্রীকে। আর এই সিরিয়ালটিকে কড়া প্রতিদ্বন্দিতার মুখে ফেলার জন্য এর বিপরীতে স্টার জলসা নতুন সিরিয়ালের ঘোষণা করে দিল। স্টার জলসাতে সন্ধ্যা সাতটার সময় আসছে তুঁতে (Tunte) নামের সিরিয়ালটি। সম্প্রতি চ্যানেলে তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে এই টাইম স্লট।
সৈয়দ আরেফিন (Syed Arefin) এবং দীপান্বিতা হাজরা (Dipanwita Hazra) -কে নিয়ে আসছে এই নতুন সিরিয়াল। সিরিয়ালটিকে নিয়ে বিগত বেশ কয়েক দিন ধরে বেশ চর্চা চলছিল। বিশেষ করে এর সম্ভাব্য টাইম স্লট নিয়ে জোর জল্পনা ছিল। দর্শকদের একাংশের অনুমান ছিল সন্ধ্যে সাতটার সময় গাঁটছড়াকে সরিয়ে সেই জায়গায় আনা হতে পারে নতুন সিরিয়ালটিকে। অবশেষে সেটাই হল।
বিগত বেশ কয়েক মাস ধরে গাঁটছড়া (Gantchchora) -র রেটিং তলানিতে গিয়ে পৌঁছেছে। সিরিয়াল ছেড়ে বিদায় নিয়েছেন নায়িকা। নতুন সিরিয়াল তুঁতে আসার কারণে একসঙ্গে দু-দুটি সিরিয়ালের উপর চ্যানেলের কোপ নেমে এল। একটি সিরিয়াল বন্ধ হচ্ছে এবং অপর আরেকটি সিরিয়ালের টাইম স্লট বদলে যাচ্ছে।
তবে গাঁটছড়ার ভক্তদের জন্য রয়েছে একটা স্বস্তির খবর। কারণ সিরিয়ালটিকে এখনই বন্ধ করে দেওয়া হচ্ছে না। এই জায়গাতে নতুন সিরিয়ালের সম্প্রচার হবে এবং গাঁটছড়া দেখতে হলে এবার থেকে রাত সাড়ে দশটার সময় দেখতে পাবেন দর্শকরা। আগামী ৫ই জুন থেকে নতুন সময়ে দেখা যাবে গাঁটছড়া।
আরও পড়ুন : মিঠাই শেষ হওয়ার আগেই সিরিয়াল ছাড়লেন সৌমিতৃষা, জানালেন কারণ
বর্তমানে রাত সাড়ে দশটার সময় সম্প্রচারিত হয় গোধূলি আলাপ সিরিয়ালটি। এই সিরিয়ালটিকে বন্ধ করে দেওয়া হবে। গাঁটছড়াকে সরিয়ে নিয়ে যাওয়া হবে গোধূলি আলাপের জায়গাতে। তাই বলা ভাল আগামী ৫ই জুন থেকে স্টার জলসার টাইম স্লটে ভালই রদবদল দেখবেন দর্শকরা।
আরও পড়ুন : ‘ধুলোকণা’র পর জি বাংলার এই নতুন সিরিয়ালে ফিরছেন মানালি, নায়কের চরিত্রে থাকবে বিরাট চমক