উলটপালট টিআরপিতে খেল দেখালো রাঙ্গামতি! বেঙ্গল টপার কে? প্রকাশ্যে ফলাফল

বৃহস্পতিবার নির্ধারিত সময়মতো প্রকাশ পেল এই সপ্তাহের টিআরপি ফলাফল। স্টার জলসা এবং জি বাংলা থেকে কোন সিরিয়াল কেমন ফল করলো? কেই বা হল বেঙ্গল টপার? প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও কি নিজের জায়গা ধরে রাখতে পারলো পরিণীতা? টিআরপির সেরা দশের তালিকা আজ জানাবো আপনাদের। সেই সঙ্গে জানবেন কোন কোন সিরিয়াল নম্বর বাড়িয়ে বেশ কয়েক ধাপ এগিয়ে এলো টিআরপি লিস্টে।

এই সপ্তাহে বেঙ্গল টপার কে হল?

গতবারের মতো এইবারেও টিআরপি তালিকায় বেঙ্গল টপার হয়েছে পরিণীতা। তবে পরিণীতার নম্বর কিন্তু বেশ খানিকটা কমেছে। নম্বর কমলেও অবশ্য টিআরপি তালিকাতে শ্রেষ্ঠ আসনেই রয়েছে পরিণীতা। সেই জায়গা থেকে তাকে টলাতে পারেনি কেউ। গত কয়েক সপ্তাহের মতো এই সপ্তাহেও বাংলা সিরিয়ালের সেরার সেরা আসনে রয়েছে জি বাংলার এই সিরিয়ালটি।

Parineeta

সেরা ৫ এ জায়গা পেল কারা?

টিআরপি তালিকায় সেরা ৫ এ পরিণীতার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার জগদ্ধাত্রী‌। তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ফুলকি এবং রাঙামতি। এই দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৬। মজার ব্যাপার হল জি বাংলা এবং স্টার জলসাতে এই দুটি সিরিয়াল একই স্লটে রয়েছে। তবে কেউ কাউকে একচুল জায়গা ছেড়ে দেয়নি এই সপ্তাহে। বলতে গেলে রাঙ্গামতি এখন ফুলকির কড়া প্রতিদ্বন্দ্বী। চতুর্থ স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৫। পঞ্চম স্থানে রয়েছে গীতা এলএলবি। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.২।

আরও পড়ুন : ৬ মাসেই শেষ শুটিং! গল্প অসমাপ্ত রেখেই বন্ধ হবে জি বাংলার এই সিরিয়াল

Geeta LLB

আরও পড়ুন : বদলে গেল আনন্দীর টাইম স্লট! বন্ধের মুখে জি বাংলার কোন সিরিয়াল?

সেরা ১০ এর তালিকায় থাকলো কারা?

এই সপ্তাহের সেরা ৫ এর মধ্যে বেশিরভাগ স্লটে জি বাংলার জয়জয়কার চলেছে। স্টার জলসার গীতা এলএলবি, কথার মত সিরিয়ালগুলো বেশ পিছিয়ে পড়েছে। গীতা তবুও সেরা ৫ এর মধ্যে থাকতে পারলেও কথা ছয় নম্বর স্থানে ছিটকে গিয়েছে। এই সপ্তাহে কথার প্রাপ্ত নম্বর ৫.৯। কথার সঙ্গেই এই স্থানে রয়েছে উড়ান। সপ্তম স্থানে রয়েছে মিত্তির বাড়ি। জি বাংলার এই সিরিয়ালটি পেয়েছে ৫.৫ নম্বর।

অষ্টম স্থানে রয়েছে গৃহ প্রবেশ। স্টার জলসার এই সিরিয়ালটির প্রাপ্ত নম্বর এই সপ্তাহে ৫.৩। নবম স্থানে রয়েছে আনন্দী। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.২। দশম স্থানে রয়েছে চিরসখা। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.১।