কবির সিং মুক্তি পাওয়ার পর সন্দীপ রেড্ডি ভাঙ্গা বলেছিলেন, এর পরের ছবিতে আপনারা দেখতে পাবেন ভায়োলেন্স কাকে বলে। হ্যাঁ আমরা দেখতে পেলাম আক্ষরিক অর্থে ভায়োলেন্স কাকে বলে। অ্যানিম্যাল (Animal) সিনেমা মুক্তি পাওয়ার পর রাতারাতি কোটি কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। সিনেমায় অন্যান্য কলাকুশলীদের মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছেন তৃপ্তি ডিমরি (Tripti Dimri)। জানেন মাত্র ১০ মিনিটের অভিনয় করার জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি?
৩ ঘন্টা ২১ মিনিটের সিনেমায় মাত্র ১০ মিনিটের জন্য অভিনয় করেছেন তৃপ্তি। কিন্তু এই কয়েক মিনিটের উপস্থিতিতেই তিনি নিজের অভিনয় দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন। এর আগেও বুলবুল, লায়লা মজনু সহ বেশ কয়েকটি সিনেমায় নিজের অসামান্য অভিনয়ের প্রদর্শন করেছিলেন তিনি কিন্তু অ্যানিমেল সিনেমার পর রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তৃপ্তি। জানেন অ্যানিম্যাল সিনেমায় রণবীর কাপুরের সাহসী দৃশ্যে অভিনয় করার জন্য ঠিক কত টাকা পারিশ্রমিক দিতে হয়েছে অভিনেত্রীকে?
জনপ্রিয়তার পাশাপাশি বিতর্কের সম্মুখীন হতে হয়েছিল তাকে। রণবীরের সঙ্গে যেভাবে তৃপ্তি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন, সেই দৃশ্যগুলি করার আগে অন্তত ১০ বার ভাববেন অন্য নায়িকারা। এই সিনেমাটিতে অভিনয় করার পর তৃপ্তির কেরিয়ার যে অনেকটাই এগিয়ে গেল উন্নতির দিকে, তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও রণবীরের সঙ্গে এই দৃশ্যগুলি দেখে ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন অভিনেত্রীর বাবা-মা। তবে সমালোচক এবং দর্শকদের ভালোবাসায় ভীষণ আপ্লুত তৃপ্তি।
পরিবারের অসন্তোষ প্রসঙ্গে তৃপ্তি বলেছিলেন,” আমার বাবা মা প্রথমে ব্যাপারটা বুঝতে পারেনি কিন্তু পরবর্তীকালে যখন আমি আমার বাবা মাকে বুঝিয়ে বলেছিলাম তখন তারা বুঝতে পেরেছেন এবং আমার কাজের প্রশংসা করেছেন। অন্যদিকে অ্যানিমেল সিনেমায় অভিনয় নিয়ে তৃপ্তি বলেন, রণবীর কাপুর এবং পরিচালক সন্দীপ দুজনেই আমাকে ভীষণ সাহায্য করেছেন এই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার জন্য। ওনারা না থাকলে আমি হয়তো কোনভাবেই এই দৃশ্যটি করতে পারতাম না।”
আরও পড়ুন : বিছানায় ঘনিষ্ঠ রণবীর-রশ্মিকা! অনলাইনে ফাঁস দুই তারকার মিলন দৃশ্য
অ্যানিম্যাল সিনেমায় অভিনয় করার জন্য ৪০ লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছে জোয়া ওরফে তৃপ্তিকে। তৃপ্তির থেকে প্রায় ১০ গুণ বেশি অর্থ পারিশ্রমিক পেয়েছেন রশ্মিকা মান্দানা। দক্ষিণী এই অভিনেত্রী প্রায় ৪ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন সিনেমায় অভিনয় করার জন্য। রশ্মিকার প্রায় ১০ গুন অর্থাৎ ৪০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন রণবীর কাপুর।
আরও পড়ুন : অ্যানিমেলের অন্তরঙ্গ দৃশ্যের শুটিং কীভাবে হয়েছিল? জানালেন ‘জোয়া’ তৃপ্তি
আরও পড়ুন : ‘জামাল কুদু’ কথাটির বাংলা অর্থ কী, রইলো গানটির বাংলা অনুবাদ
এই মুহূর্তে ভারতীয় বক্স অফিসে প্রায় ৫০০ কোটি টাকার বেশি অর্থ উপার্জন করেছে অ্যানিমেল। পাঠান জওয়ান এবং গদর ২ সিনেমাকে পেছনে ফেলে ইনকামের দিক থেকে অনেকটাই এগিয়ে গেছে রণবীর কাপুর অভিনীত এই সিনেমাটি। এই সিনেমায় অভিনয় করে যেমন বলিউডে কাম ব্যাক করলেন ববি দেওল, তেমন অন্যদিকে এই সিনেমার হাত ধরে নতুন একটি পরিচিতি পেলেন তৃপ্তি দামরি।