Unknown Life Story Of Altaf Raja : প্রতিভার জেরে অনেকেই আছেন যারা গান গাওয়ার সুযোগ পেয়েছেন বলিউড (Bollywood) –এ। কিন্তু তাদের মধ্যে অনেকেই আছেন যারা সময়ের সঙ্গে সঙ্গে এই ঝাঁ চকচকে দুনিয়া থেকে হারিয়ে গেছে। তাদের মধ্যেই একটি নাম হলো আলতাফ রাজা (Altaf Raja)। তিনি ‘তুম তো ঠহরে পরদেশি’ (Tum To Thehre Pardesi) গান গেয়ে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। আবার বলিউডের সঙ্গীতজগৎ থেকে নিমেষের মধ্যে ‘উধাও’ও হয়ে যান। চলুন জেনে নিই এখন কী করছেন এই জনপ্রিয় কাওয়ালি সঙ্গীতশিল্পী।
আলতাফের জন্ম হয় ১৯৬৭ সালের ১৫ অক্টোবর মহারাষ্ট্রের নাগপুরে। আলতাফের বাবা-মা দু’জনেই কাওয়ালি গাইতেন। কিন্তু তারা চাইতেন তাদের একমাত্র ছেলে পড়াশোনা করে ভালো চাকরি করুক। আর সেই লক্ষ্য নিয়েই নাগপুর থেকে মুম্বইয়ে পড়াশোনার জন্য পাঠিয়ে দেন পুত্রকে। কিন্তু ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে পড়াশোনায় আর মন না বসায় বাড়ি ফিরে আসেন আলতাফ।
এরপর মুম্বইয়ের অ্যান্টনিয়ো ডি’সুজা স্কুলে আলতাফকে ভর্তি করানো হয়। আলতাফের বাবা-মা শুনেছিলেন যে এই স্কুলে রাজ কপূরের মতো তারকা পড়াশোনা করেছিলেন। কিন্তু সেখানেও পড়াশোনা শেষ করতে পারেননি আলতাফ। এরপর পড়াশোনার প্রতি আগ্রহ না থাকায় তাকে জামাকাপড় সেলাইয়ের কাজ শেখানোর ক্লাসে ভর্তি করে দেওয়া হয়। কিন্তু সেখানেও কোনোভাবেই মন ঠিকছিলো না। তাই মায়ের কাছে গান গাওয়ার ইচ্ছার কথা জানান আলতাফ।
আর তারপরেই এই সঙ্গীত শিল্পীর জীবনে হারমোনিয়াম বাজানোর শিক্ষা প্রথম শুরু হয়। নিয়মিত গানের রেওয়াজও করতেন তিনি। সেই সাথে মায়ের সঙ্গে কাওয়ালী গানের মঞ্চের সমবেত কণ্ঠশিল্পী হিসেবেও গান গান তিনি। এরপর থেকে বাবা মায়ের হাত ধরে দেশের বিভিন্ন প্রান্তে গানের অনুষ্ঠান করার সুযোগ হয় তার। সেই সব অনুষ্ঠান থেকেই তার কণ্ঠের কাওয়ালি শ্রোতাদের মন ছুঁয়ে যায়।
পরবর্তীতে নব্বইয়ের দশকে তার প্রথম গানের অ্যালবাম মুক্তি পেয়েছিল। তার ‘তুম তো ঠেহরে পরদেশী’ গানটি আজও শ্রোতাদের কানে লেগে রয়েছে। এই গানের জন্যই রাতারাতি দেশজোড়া খ্যাতি পেয়েছিলেন তিনি। এক রাতেই নাকি সাত লক্ষ ক্যাসেট বিক্রি হয়ে গিয়েছিল তার। এরপর ধীরে ধীরে সুযোগ পান হিন্দি সিনেমার জগতেও।
মিঠুন চক্রবর্তী অভিনীত শপথ সিনেমায় প্রথম গান গেয়েছিলেন তিনি। এরপর ‘তিরছি টোপি ওয়ালে’, ‘চন্ডাল’ এবং যমরাজের মত একাধিক সিনেমায় গান গাইতে শোনা গিয়েছিল তাকে। শুধু তাই নয়, গানের দৃশ্যে অভিনয়ও করতে দেখা যায় তাকে। এর মধ্যেই গানের পাশাপাশি অভিনয়ের জন্যেও প্রস্তাব আসতে থাকে আলতাফের কাছে। কিন্তু আলতাফ সেই সময় সিদ্ধান্ত নেন তিনি ছবিতে গান গাইবেন কিন্তু অভিনয় করবেন না। তবে আলতাফের এই প্রস্তাবে কোনও ছবি নির্মাতাই রাজি হলেন না।
আরও পড়ুন : ভারতের সবথেকে ধনী গায়িকা কে? চমকে দেবে তার মোট সম্পত্তির পরিমাণ
আরও পড়ুন : শ্রেয়া নয়, অরিজিতও বাদ, বলিউডের সবথেকে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত গায়ক কে জানেন?
২০০০ সালের পর হিন্দি সঙ্গীতজগৎ থেকে ধীরে ধীরে ‘উধাও’ হয়ে যান আলতাফ। অন্যদিকে সময়ের সঙ্গে সঙ্গে ছবিতে কাওয়ালি গানের ব্যবহারও কমে যায়।বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে মঞ্চে গান গেয়ে উপার্জন করেন আলতাফ। ইউটিউবে নিজস্ব চ্যানেল খুলেছেন তিনি। সেখানে নিজের গানের ভিডিয়ো পোস্ট করেন আলতাফ। সমাজমাধ্যমে নিজস্ব অনুরাগী মহল তৈরি করে ফেলেছেন আলতাফ।
আরও পড়ুন : গানে গানে মাতিয়ে ছিলেন বলিউড, কোথায় হারিয়ে গেলেন ৯০ দশকের গায়করা