৫১ বছর পর আসছে উত্তম-অপর্ণার কালজয়ী ছবি, জানুন কোথায় কীভাবে দেখবেন

৫১ বছরের পর নতুনরূপে পর্দায় ফিরছে উত্তম-অপর্ণা! আসছে তাদের কালজয়ী ছবি

বাঙালির মহানায়ক উত্তম কুমার (Uttam Kumar)-এর ছবি মানেই দর্শকদের আলাদাই উৎসাহ। তার অভিনীত বহু ছবি আজও দর্শকদের খুব পছন্দের। বহু ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন তিনি। যার মধ্যে অন্যতম হল ‘মেমসাহেব’ (Mem Saheb) ছবিটি। ১৯৬০ সাল নাগাদ নিমাই ভট্টাচার্যের বিখ্যাত উপন্যাস ‘মেমসাহেব’ মুক্তি পেয়েছিল।

এই উপন্যাসের উপর ভিত্তি করেই ১৯৭২ সালে নির্মিত হয়েছিল ‘মেমসাহেব’ ছবিটি। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন মহানায়ক উত্তমকুমার ও অভিনেত্রী অপর্ণা সেন (Aparna Sen)। বক্স অফিসে কামাল করেছিল এই ছবিটি। তবে শুধু বক্স অফিসে ভাল ফল নয়, দর্শকদের মনেও ছাপ ফেলেছিল এই ছবিটি।

UTTAM KUMAR AND APARNA SEN

তাই আজও ছবিটি খুব জনপ্রিয়। এই ছবিতে উত্তম কুমার আর অপর্ণার দুর্দান্ত অভিনয় দর্শকরা ভুলতে পারেনি। তাই এবার এই ছবিটিতে সম্পূর্ণ নতুন রূপে বড় পর্দায় রিলিজ করানো হবে। বাংলা সিনেমার পর্দায় গোয়েন্দামূলক উপন্যাসের উপর বহু ছবি নির্মাণ হতে দেখা গিয়েছে।

কিন্তু ভালবাসার গল্পের উপর ছবি খুব কম হয়েছে। সেই জন্যই আরও একবার এই ছবি নির্মাণ করা হবে। জানা গিয়েছে, পরিচালক উজ্জ্বল বসু (Ujjwal Basu) নিমাই ভট্টাচার্যের এই উপন্যাস নিয়ে একটি ছবি তৈরি করতে চলেছেন। যদিও এর আগে ক্রাউড ফান্ডিং করে ‘দুধপিঠের গাছ’ নামক একটি ছবি তৈরি করেছিলেন তিনি।

UTTAM KUMAR AND APARNA SEN

তবে এবার পূর্ণ দৈর্ঘ্য এই ছবি নির্মাণ করতে চলেছেন তিনি। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন কেন এই ছবি নিয়ে তিনি কাজ করতে চান। তিনি বলেছেন, “আমার কাছে এই গল্পটা রোমিও জুলিয়েটের মতো। ‘মেমসাহেব’ নিখাদ প্রেমের এক গল্প, আর প্রেমের কাহিনী তো সব সময়ই চিররঙিন। তা কখনও পুরনো হয় না।”

UTTAM KUMAR AND APARNA SEN

আরও পড়ুন : কোথায় হারিয়ে গেলেন ‘স্বয়ংসিদ্ধা’ মিঠু মুখার্জী? বয়সের ভারে জীর্ণ অভিনেত্রীর কীভাবে কাটছে দিন?

এরপর নিজের ছবি সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেছেন, “এটা উত্তম কুমার, অপর্ণা সেনের ছবির রিমেক কিন্তু নয়। আমি মূল গল্প থেকেই আমার সিনেমা বানাব।” অর্থাৎ এই ছবিটি গল্পকে সম্পূর্ণ বর্তমান প্রেক্ষাপটের আদলে নির্মাণ করবেন।

আরও পড়ুন : শুধু এই কারণে ছেলেকে কোনদিনও অভিনেতা হতে দেননি উত্তমকুমার, জানলে চমকে যাবেন