Bengali Actresses In Bollywood : বাঙালিরা চিরকালই তাদের কাজের ছাপ বিশ্বের নানা জায়গায় রেখেছে। যেখানেই বাঙালিরা হাত দিয়েছে সে স্থানে তারা উন্নতি লাভ করেছে। ঠিক একই রকমভাবে বহু বাঙালি অভিনেত্রী পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন বলিউডে (Bollywood)। চলুন জেনে নিই এই তালিকায় কে কে রয়েছেন।
১. রানি মুখার্জি (Rani Mukerji) : বলিউড জয় করা এই বঙ্গকন্যায় এখনও মজে গোটা দেশ। তিনি বলিউডে থাকা বাঙালি অভিনেত্রীদের মধ্যে অন্যতম সুন্দরী। ৯০ এর দশকের প্রথম সারির নায়কদের সঙ্গে তিনি কাজ করেছেন। একের পর এক হিট ছবি তিনি বলিউডকে উপহার দিয়েছেন।
২. কঙ্গনা সেন (Konkona Sen) : অপর্ণা সেনের কন্যা কঙ্কনা সেন বুঝিয়ে দিয়েছেন রূপে নয় গুন দিয়ে নিজের যোগ্যতা অর্জন করতে হয়। কখনোই নিজের সৌন্দর্য্যকে জাহির করেননি তিনি। তার অভিনয় দিয়ে তিনি ইতিমধ্যেই মানুষের মন জয় করে নিয়েছেন। তিনি পর্দায় এলে চোখ ফেরানো মুশকিল। তার সঙ্গে মানুষ হেসেছেন, কেঁদেছেন।
৩. নন্দিতা দাস (Nandita Das) : বাঙালি অভিনেত্রীদের মধ্যে নন্দিতা দাস অন্যতম। পাশাপাশি তিনি একজন সফল পরিচালকও। ২০০৮ সালে ফিচার ফিল্ম ‘ফিরাক’ -এ কাজ করে পরিচালনায় আত্মপ্রকাশ করেন তিনি। এছাড়া তিনি দশটিরও বেশি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন।
৪. কাজল (Kajol) : শাহরুখ খানের সঙ্গে তার জুটি বলিউডের অন্যতম হিট জুটি। তার অভিনয় দক্ষতা বরাবরই ঢেকে দিয়েছে তার সৌন্দর্য্য বা রূপকে। চরিত্রকে ফুটিয়ে তোলায় তিনি বারে বারে মুগ্ধ করেছেন দর্শকদের। তিনি বাঙালি হয়েও বলিউডে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন।
৫. রিয়া চক্রবর্ত্তী (Rhea Chakraborty) : কর্ণাটকের ব্যাঙ্গালোরে একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন রিয়া। তার বাবা ভারতীয় সেনাবাহিনীর একজন অফিসার ছিলেন। রিয়া একজন অভিনেত্রীর পাশাপাশি ভিডিও জকিও। তার একটি সফল টেলিভিশন কেরিয়ার ও ছিলো।
৬. সুস্মিতা সেন (Sushmita Sen) : নব্বই দশকে মধ্যবিত্ত বাঙালির স্বপ্নসুন্দরী হয়ে ওঠে যে মেয়েটি, তাঁlর নাম সুস্মিতা সেন। বাঙালি জাতিকে সুস্মিতা এগিয়ে দেন বিশ্বের দরবারে মিস ইন্ডিয়া তথা মিস ইউনিভার্স খেতাব জয় করে। এছাড়াও তিনি একজন সফল অভিনেত্রী। কয়েকদিন আগেই আরিয়ার শুটিং শেষ করেছেন তিনি।
৭. বিপাশা বসু (Bipasha Basu) : বলিউডে সিনেমা করে ‘বসু’ পদবী বদলে হয়েছে ‘বাসু’। কিন্তু বিপাশার মনে এখনও একটুকরো কলকাতা বেঁচে রয়েছে। একইসঙ্গে বেঁচে রয়েছে বাংলা-বাঙালিয়ানা। তবে বাঙালি হয়েও তার বলিউডের ফান ফলোয়ার কম নেই। বর্তমানে তিনি এক কন্যা সন্তানের মা।
৮. জয়া বচ্চন (Jaya Bachchan) : জয়া বচ্চন একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী ও রাজনীতিবিদ। পূর্ব নাম ছিল জয়া ভাদুড়ী। বর্তমানে তিনি বলিউডের বিগ বি সহধর্মিনী। কর্মজীবনে তিনি নয়টি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছেন। বর্তমানে সমাজবাদী পার্টির রাজ্যসভার সংসদ সদস্য।
৯. শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) : বলিউডের এবং টলিউডের বিখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল। ১২ই মার্চ ১৯৮৪ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্ম নেওয়া শ্রেয়া ঘোষাল রাজস্থানে বেড়ে ওঠেন। ২০০০ সালে সারেগামাপা রিয়েলিটি শো থেকে তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন। তারপর থেকেই তিনি বলিউডের সফলতম প্লে ব্যাক সিঙ্গার।
আরও পড়ুন : ‘‘রাতের পর রাত টেনে নিয়ে যেত শ্মশানে…!” বাস্তবে নার্গিস ফাকরির অভিজ্ঞতা শুনলে গা শিউরে উঠবে
১০. নন্দনা সেন (Nandana Sen) : বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের কন্যা হলেন নন্দনা সেন।নন্দিতা সেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সাহিত্য পড়াশোনা করেছিলেন। বর্তমানে থিয়েটার এবং আন্তর্জাতিকভাবে ছবিতে অভিনয় করার পাশাপাশি নন্দিতা শিশু সুরক্ষা প্রতিনিধি হয়ে কাজ করছেন।
আরও পড়ুন : রূপে নায়িকাদের ১০ গোল দেবে, সঞ্জয় দত্তের মেয়ে কত সুন্দরী হয়েছে দেখুন