Bollywood Celebrities Affairs : বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে এখন সালমান খান, অক্ষয় কুমারদের মত তারকাদের হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে পর্দায় রোমান্স করতে দেখলেই রে রে করে ওঠেন দর্শকদের একাংশ। ইন্ডাস্ট্রিতে এই চল বহু আগে থেকেই রয়েছে। এমন অনেক নায়িকা রয়েছেন যাদের দ্বিগুণ বয়সী নায়কের সঙ্গে পর্দায় রোমান্স করতে হয়েছে। এমনকি কিছুদিন বাদে আবার সেই নায়কের ছেলেরও নায়িকা হয়েছেন তারা। এক নজরে দেখে নিন এই তালিকায় কোন কোন সুন্দরী রয়েছেন।
শ্রীদেবী (Sridevi) : ২০১৮ সালে প্রয়াত হন শ্রীদেবী। তবে ভারতীয় সিনেমাতে তার অবদান অনস্বীকার্য। এই সুন্দরী, নাচ এবং অভিনয়ে নিপুণা অভিনেত্রীর বেশ কদর ছিল ইন্ডাস্ট্রিতে। তিনি ‘নাকাবন্দী’ ছবিতে ধর্মেন্দ্রর সঙ্গে ছিলেন। আবার চালবাজ, সালতানাত নিগাহে ছবিতে তিনি ধর্মেন্দ্রর ছেলে সানি দেওলের সঙ্গে রোমান্সের ঝড় তুলেছিলেন।
ডিম্পল কাপাডিয়া (Dimple Kapadia) : ডিম্পলকেও কাজের সুবাদে ইন্ডাস্ট্রিতে বাবা এবং ছেলে দুজনের সঙ্গেই পর্দায় রোমান্স করতে হয়েছিল। তিনি বিনোদ খান্নার সঙ্গে ‘খুন কা কর্জ’, ‘ইনসাফ’ ছবিতে অভিনয় করেন। পরে বিনোদের ছেলে অক্ষয় খান্নার সঙ্গে ’দিল চাহতা হ্যায়’তেও তাকে রোমান্স করতে হয়েছিল।
অমৃতা সিং (Amrita Singh) : বলিউডের অন্যান্য নায়িকাদের পাশাপাশি অমৃতাও বাবা এবং ছেলের মধ্যে বাছবিচার করেনি। তিনি ধর্মেন্দ্রর সঙ্গে ‘সচ্চাই কি তাকাত’ ছবিতে অভিনয় করেছিলেন। পরে আবার তাকে ‘বেতাব’ ছবিতে সানি দেওলের নায়িকা হতে হয়েছিল। দুটি ক্ষেত্রেই দর্শকরা দুই জুটিকে গ্রহণ করেছিলেন সমানভাবে।
মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) : মাধুরী দীক্ষিতও বিনোদ খান্না এবং তার ছেলে অক্ষয় খান্নার সঙ্গে অভিনয় করেছিলেন। কেরিয়ারের শুরুর দিকে ‘দয়াবান’ ছবিতে বিনোদের নায়িকা হয়েছিলেন মাধুরী। সেই ছবিতে বিনোদ-মাধুরীর রোমান্টিক মুহূর্ত নিয়ে অনেক চর্চা হয়। পরে মাধুরী ‘মোহাব্বাতে’ ছবিতে অক্ষয় খান্নার নায়িকা হন।
হেমা মালিনী (Hema Malini) : হেমা মালিনীও তার কেরিয়ারের শুরুতে যে নায়কের সঙ্গে সঙ্গে অভিনয় করেন, পরে তার ছেলের সঙ্গেও রোমান্স করতে হয়েছিল তাকে। ‘স্বপ্ন কা সওদাগর’তে তিনি ছিলেন রাজ কাপুরের নায়িকা। আবার ‘হাত কি সাফাই’তে রণধীর কাপুর এবং ‘এক চাদর ম্যায়লি সি’তে ঋষি কাপুরের নায়িকা হয়েছিলেন।
আরো পড়ুন : কেউ বাসন মাজতেন, কেউ ছিলেন সেলসম্যান, আজ তারাই বলিউডের সেরা সুপারস্টার
রানী মুখার্জী (Rani Mukerji) : বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী রানীও রয়েছেন তালিকায়। তিনি যেমন ‘বান্টি অর বাবলি’তে অভিষেক বচ্চনের নায়িকা হয়েছিলেন, তেমনই অমিতাভ বচ্চনের সঙ্গে ‘ব্ল্যাক’ ছবিতেও ছিলেন। এই ছবিতে অমিতাভের সঙ্গে তার একটি চুম্বন দৃশ্য ছিল। যেটা নিয়ে বিতর্কের কারণে অভিষেকের সঙ্গে রানীর প্রেমের সম্পর্ক ভেঙে যায়।
আরো পড়ুন : বিবাহিতদের সংসার ভেঙেছেন, ‘ঘরভাঙ্গানি’র অপবাদ রয়েছে এক বাঙালিসহ এই ৭ বলিউড নায়িকার