না কুটকাচালি না পরকীয়া, দেখুন দর্শকদের বিচারে সর্বকালের সেরা ৬ বাংলা সিরিয়ালের তালিকা

Literature Based Best Bengali Mega Serials : বাংলা সাহিত্যকে কেন্দ্র করে তৈরী সেরা ৬ বাংলা সিরিয়াল

Best Bengali Mega Serials : বাংলা ধারাবাহিক মানেই কূটকাচালি, পরকীয়া। এখনকার ধারাবাহিক গুলোর যেনো এটাই ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। যার জন্য দর্শকরাও এই ধারাবাহিক গুলো খুব বেশি পছন্দ করছে না আর তাই এক একটি ধারাবাহিক তিন থেকে ছয় মাসের বেশি চলছে না। কিন্তু অতীতে স্টার জলসা (Star Jalsa) জী বাংলায় (Zee Bangla) এসব পরকীয়া বিহীন এমন কিছু বাংলা সাহিত্য গল্প অবলম্বনে ধারাবাহিক দেখানো হয়েছিল যা দর্শকের মনে এখনও রয়ে গেছে। চলুন জেনে নিই এই তালিকায় কোন কোন ধারাবাহিক আছে (Bengali Serials Based on Bengali Literature)।

সুবর্ণলতা (Subarnalata) : বাংলা সাহিত্যের উজ্জ্বলতম জ্যোতিষ্ক লেখিকা আশাপূর্ণা দেবী। যাঁর উপন্যাস মানুষকে কাঁদিয়েছে, ভাবিয়েছে, আবেগিত করে তুলেছে। সেই  জনপ্রিয় লেখিকার এক জনপ্রিয় সাহিত্য সৃষ্টি হল সুবর্ণলতা। জি বাংলা ২০১০ সালে সুবর্ণলতা উপন্যাস নিয়ে একটি ধারাবাহিক তৈরি করেন, যা আজও মানুষের মনে গেঁথে রয়েছে। সুবর্ণলতার চরিত্রে অভিনয় করেন অনন্যা চ্যাটার্জী।

Debi Choudhurani

দেবী চৌধুরানী (Debi Choudhurani) : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একাধিক উপন্যাসের মধ্যে অন্যতম হলো দেবী চৌধুরানী উপন্যাসটি। এই উপন্যাসকে কেন্দ্র করে সিনেমা থেকে শুরু করে সিরিয়াল পর্যন্ত তৈরি হয়েছে। সিনেমার পাশাপাশি এই অমূল্য সৃষ্টি নিয়ে তৈরী হয়েছে বাংলা সিরিয়ালও। ২০১৮ সালে স্টার জলসার পর্দায় এই গল্পকে কেন্দ্র করে ধারাবাহিক তৈরী হয়েছিল। আর সেখানে দেবী চৌধুরানীর চরিত্রে অভিনয় করেছিলেন সোনামনি সাহা। আর ব্রজেশ্বরের চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল মজুমদার।

কপাল কুন্ডলা (Kopalkundola) : বাংলা উপন্যাসের জনক যিনি তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই সম্রাটের উল্লেখযোগ্য সাহিত্য সৃষ্টি হল কপালকুণ্ডলা। এই সাহিত্য নিয়ে ২০১৯ সালে স্টার জলসা তৈরি করেন কপালকুণ্ডলা ধারাবাহিক। এই ধারাবাহিকে কপালকুণ্ডলা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সৌমি চ্যাটার্জী আর নবকুমারের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা শৌনক রায়।

Khirer Putul

ক্ষীরের পুতুল (Khirer Putul) : বাংলার অন্যতম শিশু সাহিত্যিক হিসেবে পরিচিত ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। আর তার বিখ্যাত সৃষ্টি হল এই ক্ষীরের পুতুল। ২০২০ সালে জি বাংলা কল্প উপন্যাসের কাহিনী নিয়ে তৈরি করেন ক্ষীরের পুতুল ধারাবাহিক। যেখানে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল সুমন দে এবং সুদীপ্তা রায় কে। আর সুয়োরানীর চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীতমা রায়চৌধুরী।

আরও পড়ুন : কাজের ফাঁকে এই ৫ টি বাংলা সিরিয়াল রোজ দেখেন মুখ্যমন্ত্রী

কেয়া পাতার নৌকো (Keya Patar Nouka) : প্রফুল্ল চন্দ্র রায়ের লেখা বিখ্যাত উপন্যাস হল ‘কেয়া পাতার নৌকো’। জি বাংলা ২০১১ সালে এই উপন্যাস নিয়ে তৈরি করেন কেয়া পাতার নৌকো। যেখানে মুখ্য চরিত্র কিরণের ভূমিকায় দেখা গেছে ইপ্সিতা মুখার্জী এবং সোনাবাবুর চরিত্রে দেখা গিয়েছিল দেবোত্তম মজুমদারকে।

Chokher Bali

আরও পড়ুন : বাংলা সিরিয়ালের দিন শেষ! কেন দিন দিন কমছে দর্শক সংখ্যা? ফাঁস হল চাঞ্চল্যকর রিপোর্ট

চোখের বালি (Chokher Bali) : চোখের বালি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য উপন্যাস গুলোর মধ্যে একটি। ২০১৫ সালে জি বাংলা এই সাহিত্যকে কেন্দ্র করে তৈরি করেন চোখের বালি ধারাবাহিক। যেখানে বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছেন তানিয়া গাঙ্গুলী, মহেন্দ্রর চরিত্রে অভিনয় করেছেন রোহিত সামন্ত, আশালতার চরিত্রে অভিনয় করেছেন সুদীপ্তা রয় এবং বিহারীর চরিত্রে অভিনয় করেছেন রেজোওয়ান রাব্বানী শেখ।