Famous Siblings In Serial Bengali : রাখি বন্ধন স্পেশাল এই উৎসবের মরশুম বাঙালির বড় আনন্দের। বাংলার ঘরে ঘরে ভাই-বোনেদের মাঝের দূরত্ব ঘুচিয়ে দেয় এই উৎসব। ছোট থেকে বড়, সকল ভাই-বোনেরা গতকাল রাখির উৎসবে অংশ নিয়েছিলেন। আসলে ভাইবোনের সম্পর্ক খুবই মধুর। এমনই মিষ্টি মধুর ভাইবোনের সম্পর্ক বাংলা টেলিভিশনের পর্দাতেও ফুটে ওঠে। আজ বাংলা সিরিয়ালের এমনই সেরা ৫ ভাই বোনের জুটির তালিকা রইল এই প্রতিবেদনে (Famous Siblings In Serials)।
আদরের বোন (Adorer Bon) : সান বাংলাতে সম্প্রচারিত আদরের বোন সিরিয়ালটিও দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছিল দুই ভাইবোন রণ ও পরীর কারণে। দাদা ও বোনের মিষ্টি সম্পর্ক দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। বাবা-মাকে ছাড়াই তারা একে অপরের অভিভাবক এবং পরিপূরক হয়ে দাঁড়ায়। মুখ্য দুই ভূমিকাতে অভিনয় করেছিলেন রেশমা মন্ডল (Reshma Mondal) এবং রাজা ঘোষ (Raja Ghosh)।
অপরাজিত (Aparajito) : অপরাজিত সিরিয়ালে পিকু এবং তিতলিকে মনে আছে নিশ্চয়ই? এই সিরিয়ালে মা হারা দুই ভাই বোনের চরিত্রে অভিনয় করেছিলেন সোহম রায় চৌধুরী (Soham Roy Chowdhury) এবং দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। তাদের বাবার চরিত্রে অভিনয় করেন যিশু সেনগুপ্ত।
রাখি বন্ধন (Rakhi Bandhan) : ২০১৬ সালে স্টার জলসার পর্দায় শুরু হয়েছিল রাখি বন্ধন সিরিয়ালটি। দুই ছোট্ট ভাইবোন বন্ধন এবং রাখির গল্প নিয়ে প্রায় তিন বছর চলেছিল এই সিরিয়াল। নাম ভূমিকাতে অভিনয় করেছিলেন কৃতিকা চক্রবর্তী কৃত্তিকা চক্রবর্তী (Kritika Chakraborty) এবং সোহম বসু রায় চৌধুরী সোহম বসু রায় চৌধুরী (Soham Basu Roy Chowdhury)। ছোট্ট রাখি এবং বন্ধনকে দর্শকরা আজও ভুলতে পারেননি।
ভুতু (Bhootu) : ভুতু সিরিয়ালটিতে ছোট্ট ভুতু এবং তার লজেন্স দাদার জুটিটাও দর্শকদের কাছে খুবই প্রিয় ছিলেন। আর্শিয়া মুখার্জি (Arshiya Mukherjee) এবং সমৃদ্ধ পাল (Samriddha Pal) এই চরিত্র দুটোকে টিভির পর্দায় ফুটিয়ে তুলেছিলেন ভালোভাবে। একজন ভূত, অপরজন মানুষ! তবুও এই দুই ভাইবোনের ভালোবাসায় খামতি ছিল না কোনও।
আরও পড়ুন : যেমন লম্বা, তেমনই হ্যান্ডসাম! ঋতুপর্ণা সেনগুপ্তের ছেলে কত বড় হয়েছে দেখুন
অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) : সবশেষে যদি সোনা-রূপার নাম না নেওয়া হয় তাহলে তালিকাটাই অসম্পূর্ণ থেকে যায়। মিশিতা রায়চৌধুরী (Misheeta Ray Chowdhury) এবং সৃষ্টি মজুমদার (Sristi Majumder) এই মুহূর্তে দর্শকদের বিচারে সেরা দুই বোন (Famous Siblings In Serials)। তাদের দুজনের প্রাণবন্ত অভিনয় দর্শকদের কখনও হাসায়, কখনও কাঁদায়। সিরিয়াল টিআরপি টপার হওয়ার কারণও অনেকাংশে এই সোনা-রূপা।
আরও পড়ুন : ‘লাভ বিয়ে আজকালে’র শ্রাবণ আসলে কে? রইল স্টার জলসার নতুন নায়িকার পরিচয়