বলিউডের ৫ বিখ্যাত গায়ক যারা গানের পাশাপাশি অভিনয়েও সমান দক্ষ

বলিউডে (Bollywood) এমন বহু গায়ক রয়েছেন যারা অভিনয়েও সিদ্ধহস্ত। গায়কের (Singer) পাশাপাশি নায়ক হিসেবেও তারা বলিউড থেকে বেশ ভালই নাম অর্জন করতে পেরেছেন। গান গেয়ে যেমন শ্রোতাদের মন ভরিয়েছেন, অভিনয়ের মাধ্যমেও তেমন দর্শকদের মন জয় করতে পেরেছেন। তাদের নায়কোচিত চেহারাতে মুগ্ধ হয়েছেন বলিউডপ্রেমীরা। আজকের এই প্রতিবেদনে রইল বলিউডের ৫ গায়ক তথা নায়ক প্রতিভার নাম।

সোনু নিগাম (Sonu Nigam) : বলিউডের সেরা সঙ্গীত শিল্পীদের মধ্যে সোনু নিগমের নাম থাকে প্রথম সারিতে। একাধিক সুপারহিট গান তিনি বলিউডকে উপহার দিয়েছেন। গায়ক হওয়ার পাশাপাশি নায়ক হিসেবেও ছবিতে ডেবিউ করেছিলেন সোনু। ২০০২ সালে ‘জানি দুসমন : এক আনোখি কাহানী’ ছবিতে অভিনয় করেছিলেন সোনু। যদিও ছবিটি খুব বেশি সফলতা পায়নি। সোনু এরপর ‘কাশ আপ হামারে হোতে’, ‘লাভ ইন নেপাল’ ছবিতে অভিনয় করেন।

হিমেশ রেশমিয়া (Himesh Reshammiya) : সোনু নিগমের মত হিমেশ রেশমিয়াও বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন। হিমেশ রেশমিয়ার গানের পাশাপাশি অভিনয়ের প্রতিও আলাদা আকর্ষণ ছিল। সেই থেকে তিনি ‘খালিদি ৭৮৬’, ‘দ্য এক্সপোজ’, ‘আপ কা সুরর’ এছাড়া আরও অনেক ছবিতে অভিনয় করেন।

আলী জাফর (Ali Jafar) : গায়ক এবং নায়ক হিসেবে আলী জাফরের বেশ কদর রয়েছে। পাকিস্তানের এই শিল্পী বলিউডের নামী প্রতিভা। তিনি ‘তেরে বিন লাদেন’, ‘মেরে ব্রাদার কি দুলহান’, ‘লন্ডন’, ‘প্যারিস’, ‘নিউইয়র্ক’ ইত্যাদি ছবিতে অভিনয় করেন।

Here is Why Lata Mangeshkar Refused to work with Kishore Kumar

কিশোর কুমার (Kishore Kumar) : বলিউডের লেজেন্ডারি গায়ক কিশোর কুমার অভিনেতা হিসেবেও দারুণ সুনাম পেয়েছিলেন। বেশ কিছু কমেডি চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মুখে হাসি ফুটিয়েছেন। এরমধ্যে উল্লেখযোগ্য, ‘বাপ রে বাপ’, ‘চলতি কা নাম গাড়ি’, ‘হাফ টিকিট’, ‘পড়োশন’, ‘হাঙ্গামা’, ‘পেয়ার দিবানা’, ‘বাড়তি কা নাম দাড়ি’। এছাড়াও ‘নোকরি’, ‘বন্দী’, ‘দূর গগণ কি ছাঁও মে’, ‘দূর কা রাহি’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

লাকি আলি (Lucky Ali) : গায়ক, সুরকার এবং অভিনেতা হিসেবে খ্যাতি রয়েছে তার। তিনি ভারতীয় অভিনেত্রী মীনা কুমারীর ভাগ্নে। ‘ইয়ে হে জিন্দেগী’, ‘হামারে তুমহারে’ এবং শ্যাম বেনেগালের ’ট্রিকাল’ ছবিতে অভিনয় করেন তিনি। এছাড়াও শ্যাম বেনেগালের ‘ভারত ইক খোঁজ’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন লাকি আলি। অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, কুমার গৌরব, সুনীল শেট্টির সঙ্গে ‘কান্তে’ ছবিতে অভিনয় করেছিলেন এই গায়ক-অভিনেতা। সঙ্গে ‘জারা হাটকে’ নামের একটি টিভি সিরিয়াল কাজ করেও প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেতা হিসেবে।