বচ্চন পরিবারের সবাই সুপারস্টার, কিন্তু পড়াশোনাতে কার কত দৌড় জানলে অবাক হবেন

বলিউডের বিখ্যাত তারকা পরিবার হল অমিতাভ বচ্চনের পরিবার। কাপুর বংশের পাশাপাশি বচ্চন পরিবারের (Bachchan Family) সদস্যদের এক ডাকে গোটা বিশ্ব চেনে। অমিতাভ বচ্চন, জয়া ভাদুড়ি, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চনরা কে কটা সিনেমা করেছেন তা তার ভক্তরা তো বেশ জানেন। কিন্তু এই তারকাদের শিক্ষাগত যোগ্যতা (Bachchan Family’s Educational Qualification) জানেন কি? জানেন বচ্চন পরিবারের সবাই কে কত দূর পড়াশোনা করেছেন? দেখে নিন রইল তালিকা।

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) : নৈনিতালের শেরউড স্কুল থেকে পড়াশোনা করেছেন হরিবংশ রাই বচ্চনের পুত্র অমিতাভ। স্কুল পাস করার পর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করোরি মাল কলেজে পড়াশোনা করেছেন। এই কলেজ থেকে অমিতাভ বিএসসি পরীক্ষায় পাশ করেছিলেন।

AMITABH BACHCHAN AND JAYA BHADURI

জয়া ভাদুড়ি বচ্চন (Jaya Bhaduri Bachchan) : অমিতাভ বচ্চনের স্ত্রী জয়াও পড়াশোনায় কিছু কম যান না। ভোপালের সেন্ট জোসেফ কনভেন্ট স্কুলে পড়াশোনা করেন তিনি। এরপর স্নাতক হওয়ার জন্য পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে ভর্তি হন এবং স্নাতক পাস করেন।

অভিষেক বচ্চন (Abhishek Bachchan) : মুম্বইয়ের বিখ্যাত জমুনাবাই নার্সারি স্কুলে পড়েছিলেন অভিষেক বচ্চন। এরপর তিনি বোম্বে স্কটিশ স্কুল ও নিউ দিল্লির মডার্ন স্কুলে পড়াশোনা করেন। এরপর অভিষেক সুইজারল্যান্ডের আইগলন কলেজে ভর্তি হন এবং সেখান থেকেবোস্টন বিশ্ববিদ্যালয়ে সিনেমা নিয়ে পড়াশোনার জন্য এগিয়ে যান। কিন্তু পারিবারিক অর্থাভাবে সেই সময় কোর্স শেষ না করেই তিনি ভারতে ফিরে আসেন

ABHISHEK AND SWETA

শ্বেতা বচ্চন নন্দা (Sweta Bachchan Nanda) : অমিতাভ এবং জয়ার একমাত্র কন্যা শ্বেতা পড়াশোনাতে তার ভাইয়ের থেকে কিছু কম যান না। তিনিও যমুনাবাই নার্সারি স্কুলে পড়াশোনা করেছিলেন। সুইজারল্যান্ড থেকে স্কুলের পড়াশোনা শেষ করে তিনি বোস্টন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং স্নাতক পাস করেন।

AISHWARYA RAI BACHCHAN

ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) : পড়াশোনাতে শ্বশুরবাড়ির সদস্যদের তুলনায় কিছু কম যান না ভারতের প্রাক্তন বিশ্ব সুন্দরী। মুম্বইয়ের আর্য বিদ্যামন্দির হাই স্কুলে পড়াশোনা করার পর তিনি জয়হিন্দ কলেজ ও মাটুঙ্গার ডিজি রূপারেল কলেজে ভর্তি হন। ঐশ্বর্য এরপর রচনা সংসদ একাডেমি অফ আর্কিটেকচারে ভর্তি হন কিন্তু মডেলিং শুরু করে দেওয়াতে তিনি কোর্স শেষ করতে পারেননি।