Tollywood Star Kids School : জনপ্রিয়তার বিচারে বলিউড (Bollywood) -র স্টার কিড (Star Kid) -দের থেকে পিছিয়ে নেই টলিউড (Tollywood) -র স্টার কিডরাও। গত কয়েক বছরে টলিপাড়ার অন্দরমহলে আগমন ঘটেছে বেশকিছু নতুন অতিথিদের। যে তালিকায় রয়েছে কোয়েল মল্লিক ও নিসপাল রানের ছেলে কবীর, রাজ ও শুভশ্রীর ছেলে ইউভান চক্রবর্তী। এছাড়া আরো বেশ কয়েকজন জনপ্রিয় স্টারকিড রয়েছে। চলুন জেনে নিই তারা এখন কোন স্কুলে পড়ে।
১. ইউভান চক্রবর্তী (Yuvaan Chakraborty) : দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে উঠেছে টলিউডের অন্যতম জনপ্রিয় স্টার কিড রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর পুত্র ইউভান চক্রবর্তী। মাস কয়েক আগেই প্লে স্কুলের পাট চুকিয়ে ছেলের বড় স্কুলে ভর্তি হওয়ার খবর দিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছেলেকে দ্য হেরিটেজ স্কুলে ভর্তি করেছেন রাজ শুভশ্রী। এছাড়াও হাফ প্যান্ট, লাল টিশার্ট পরে গলায় আই কার্ড দিয়ে নতুন স্কুলে যেতেও দেখা গিয়েছিল ইউভানকে।
২. কবীর সিং রানে (Kabir Singh Rane) : ২০২০ সালে লকডাউন চলার সময় কোয়েলের কোল আলো করে আসে তাদের প্রথম সন্তান কবীর। এখন তার বয়স তিন বছর। তবে গত বছরেই কোয়েল জানিয়েছিলেন কলকাতারই এক নামী স্কুলে কবীরকে ভর্তি করিয়েছেন তারা। যদিও স্কুলের নাম এখনো প্রকাশ্যে আসেনি।
৩. আদিদেব চট্টোপাধ্যায় (Aadidev Chatterjee) : সুদীপা চট্টোপাধ্যায় এবং অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ছেলে আদিদেব। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। কখনও সে মায়ের মডেল আবার কখনও বা খুদের মজার কাণ্ডকীর্তিতে মজে নেটদুনিয়া। তবে কয়েকমাস আগেই আদিদেব চার বছরে পা দিয়েছে। এখন সে পড়ে সেন্ট জেমস স্কুলে।
৪. তৃষাণজিৎ চট্টোপাধ্যায় (Trishanjit Chattopadhyay) : টলিউডে স্টারকিডদের মধ্যে অন্যতম হলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অর্পিতা চট্টোপাধ্যায় পুত্র তৃষাণজিৎ। তার ঠাকুরদা, বাবা, মা সকলেই চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র। বর্তমানে বহু পার্টি থেকে শুরু করে অ্যাওয়ার্ড শো-তে দেখা যাচ্ছে তাকে। তবে এখন ইউরোপে থেকে পড়াশোনা করছেন তৃষাণজিৎ।
আরও পড়ুন : কোথায় হারিয়ে গেলেন ‘সাথী’র ‘সোনালী’? দেখুন জিতের নায়িকাকে এখন কেমন দেখতে হয়েছে
৫. নভন্যা মদনানি (Navanya Madnani) : টলিউড সুপারস্টার জিৎ ও মোহনা রতলানির কন্যা একমাত্র আদরের কন্যা হলেন নবন্যা। তিনি আবার অমিতাভ বচ্চনের বড় ফ্যান। বর্তমানে ১১ বছর বয়সে পা দিয়েছেন জিৎ কন্যা। এখন সে কলকাতার নামি এক স্কুলে পড়াশোনা করে।
আরও পড়ুন : বাবার দেওয়া নাম বদলে ফেলেন, নিজের আসল নাম কেন লুকিয়ে রাখতেন উত্তম কুমার?