দক্ষিণের সুপারস্টার অভিনেত্রী আসছে টলিউডে, রইলো সুন্দরী নায়িকার আসল পরিচয়

নতুন বছরের শুরুতেই একগুচ্ছ নতুন বাংলা ছবির (Bengali Movie) শুটিং শুরু হতে চলেছে। টলিউড অভিনেতা বনি সেনগুপ্তের (Bony Sengupta) বিপরীতে ‘সুপারম্যান’ (Superman) ছবিতে অভিনয় করতে চলেছেন নায়িকা ঈশানি ঘোষ (Ishani Ghosh)। এই অভিনেত্রী অবশ্য টলিউডের পরিচিত মুখ নন। তবে টলিউডে এটাই তার প্রথম ছবিও নয়। টলিউডের প্রথম সারির অভিনেতার বিপরীতে অভিনয় করেই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেছিলেন ঈশানি। তবে টলিউডের তুলনায় দক্ষিণের পরিচিত মুখ তিনি।

কৃষ্ণনগরের এক প্রত্যন্ত গ্রামের মেয়ে তিনি। ছেলেবেলা থেকেই দেখতেন অভিনেত্রী হওয়ার স্বপ্ন। টিভি দেখে নায়িকাদের অনুকরণ করে চেষ্টা করতেন অভিনয় করার। নিজের এই স্বপ্নের কথা বাড়িতে জানিয়েও কোনও লাভ হয়নি। মেয়ের অভিনয় করার ইচ্ছাতে আপত্তি ছিল পরিবারের।  যদিও পরিবারের আপত্তি ঈশানির অভিনয়ের পথে বাধা হতে পারেনি।

অভিনয়ের পাশাপাশি খুব ছোট বয়স থেকে নাচ শিখতে শুরু করেন। এরপর একসময় কৃষ্ণনগর থেকে সপরিবারে কলকাতায় বসবাস শুরু হয় তাদের। সেই থেকেই কার্যত অভিনয় জগতে ধীরে ধীরে তার পথ চলা শুরু হয়। টলিউডে তার প্রথম কাজ জিও জামাই। এই ছবিতে হিরণ চট্টোপাধ্যায় তার বিপরীতে ছিলেন। গত দুই বছর ঈশানি ছিলেন দক্ষিণে। এই দুই বছরে দক্ষিণের একাধিক ছবি এবং মেগাতে তিনি অভিনয় করেছেন। দুই বছর পর বাংলাতে ফিরতে পেরে তিনি ভীষণ খুশি। উচ্ছ্বসিত নতুন কাজের সুযোগ পেয়ে।

Tollywood Actress Ishani Biography WiKi and More

প্রথমে অবশ্য তার এই যাত্রাপথে পরিবার ছিল না পাশে। পরিবারের সঙ্গে এক প্রকার রাগ অভিমান করে, প্রচুর লড়াই করে নাচ শিখে তবেই তিনি আজকের পর্যায়ে পৌঁছাতে পেরেছেন। হিন্দুস্থান টাইমস বাংলাকে ঈশানি বলেন, “প্রথমে খুব ছোট চরিত্র দিয়ে অভিনয় শুরু করি। নাম ‘অটো নং ৯৬৯৬’। খুব ছোট চরিত্রে জন্য অডিশন দিয়ে পেয়েছিলাম। সেখান থেকে আমার শুরু হয়। আরফিন শুভর সঙ্গে ‘নিয়তি’ বলে একটি বাংলাদেশের ছবিতেও কাজ করেছি। সেখানে সেকেন্ড লিড হিসেবে কাজ করেছিলাম। এরপর হিরণদা (হিরণ চট্টোপাধ্যায়)এর বিপরীতে ‘জিও জামাই’তে লিড অভিনেত্রী হিসেবে কাজ করি। সেই ছবির পর দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে ডাক পাই। দক্ষিণের ছবিতে মেগা এবং সিনেমাতেও অভিনয় করেছি। এরপরই এখন ‘সুুপারম্যান’ আসছে”।

Tollywood Actress Ishani Biography WiKi and More

ছবিতে তার চরিত্র কেমন হতে চলেছে? এই প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমকে তিনি বলেন, “গ্রামের খুব সাধারণ মেয়ের চরিত্র। জীবনের এক টার্নিং পয়েন্টে সাধারণ থেকে তাঁর আসাধারণ হয়ে ওঠার গল্প। সমাজের কিছু মানুষ রয়েছে, যাঁদের কাজের মধ্যে দিয়ে আমরা সুপারম্যান বানাই। আমার সহ-অভিনেতা বনি সে এই ছবির সুপারম্যান। আমার চরিত্রের মাধ্যমেও সে ইন্সপায়ার হবে এবং বিভিন্ন কাজের মাধ্যে একটা জায়গায় পৌঁছোবে। সকলকে অনুপ্রেরণা যোগাবে”।