বড়সড় অঘটন দেবের জীবনে, আপনজনকে হারিয়ে শোকে ভেঙে পড়লেন অভিনেতা

সদ্য আপনজনকে হারালেন টলিউড (Tollywood) অভিনেতা দেব (Dev)। অধিকারী পরিবারে আচমকাই ঘটে গেল বড়সড় অঘটন। স্বজন হারালেন বাংলার সাংসদ-অভিনেতা। আচমকাই বিপদ নেমে এসেছে তাদের পরিবারে। এই সময়টা দেবের জীবনে বেশ ভালই চলছিল। সামনেই তার ছবি ‘প্রজাপতি’ মুক্তি পাবে। ছবির প্রচারে এখন দারুণ ব্যস্ত তিনি। সারাদিন ছবির প্রচারের জন্য এদিক ওদিক ছুটে বেড়াতে হচ্ছে তাকে। তারমধ্যেই এই দুঃসংবাদ।

সম্প্রতি প্রয়াত হয়েছেন দেবের জেঠু তারাপদ অধিকারী। দেব এবং তার বাবা গুরুপদ অধিকারীর জীবনের অনেকখানি জুড়েছিলেন তার জেঠু। মাত্র ৬৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এমন অঘটনের জন্য প্রস্তুত ছিল না অধিকারী পরিবার। হঠাৎ এই অঘটন ঘটে যাওয়াতে শোকে ভেঙে পড়েছে গোটা পরিবার। জেঠুর মৃত্যু সংবাদ পাওয়া মাত্র শহর ছেড়েছেন অভিনেতা।

দেবের জেঠু তারাপদ অধিকারী থাকতেন মেদিনীপুরে। মেদিনীপুরের কেশপুরে দেবের আদিবাড়ি রয়েছে। সেখানেই থাকেন তার জেঠুসহ পরিবারের অন্যান্যরা। অন্যদিকে দেব তার বাবা-মাকে কলকাতায় নিজের কাছে এনে রেখেছেন। দাদার মৃত্যু সংবাদ পাওয়ামাত্র গুরুপদ অধিকারীও কেশপুরে পৌঁছে যান। দেবের গোটা পরিবার শোকোস্তব্ধ এই ঘটনায়।

দেবের বাবা গুরুপদ অধিকারী মুম্বাইতে ক্যাটারিংয়ের ব্যবসা করেন। সেখানে আগে থেকেই কাজ করতেন দেবের জেঠু। তিনিই অভিনেতার বাবাকে মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যাটারিংয়ের কাজ পেতে সাহায্য করেন। বৃহস্পতিবার কলকাতা চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন দেব। সেখানে তার সঙ্গে মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন তার প্রেমিকা রুক্মিণীও। আনন্দ উৎসবের রেশ কাটতে না কাটতেই এল এই দুঃসংবাদ।

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সাদা ইন্দো-ওয়েস্টার্ন পোশাক পরে উপস্থিত হয়েছিলেন দেব। এই বছর থালি গার্ল পুরস্কার পেয়েছেন রুক্মিণী। বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে মুম্বাই থেকেও আমন্ত্রিত ছিলেন তারকারা। বাংলার ডাকে সাড়া দিয়ে অমিতাভ বচ্চন, জয়া ভাদুড়ি, শাহরুখ খানরা। সেই সঙ্গে টলিউড এবং বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির তারকারাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দেবের আসন্ন ছবি ‘প্রজাপতি’তে মিঠুন চক্রবর্তী, শ্বেতা ভট্টাচার্য, মমতা শংকরদের উপস্থিতি নজর কাড়বে। সেই সঙ্গে বাবা ছেলের একটা মিষ্টি মধুর সম্পর্কের গল্পটাও নিঃসন্দেহে দর্শকদের খুশি করবে। বাস্তবে কিন্তু বাবা এবং মায়ের সঙ্গে দারুণ সম্পর্ক রয়েছে দেবের। দেব সব সময় তার বাবাকে খুশি দেখতে চান। বাবা-মায়ের সুখেই তার সব কিছু। আর তার বাবা-মা চান দেব যেন এবার বিয়ে করে সংসারী হন।