বিধর্মীকে বিয়ে! ‘গোপীবহু’ দেবলীনার ‘নিকাহ’ মানলো না পরিবার, বাঙালি অভিনেত্রীকে নিয়ে তোলপাড় নেটপাড়া

বছরের শেষভাগে টলিউড এবং বলিউড থেকে একে একে তারকাদের বিয়ের সানাই শোনা যাচ্ছে। নতুন বছরের আগেই মনের মানুষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য (Devoleena Bhattacharya)। সারা ভারতের মানুষ তাকে ‘গোপীবহু’ (Gopi Bahu) নামেই চেনেন। তিনি বিয়ে করেছেন তার জিম ট্রেনার শাহনাওয়াজ শেখকে। বিয়ের খবর সোশ্যাল মিডিয়াতে প্রচার হতেই নানাভাবে কটাক্ষের শিকার হতে হচ্ছে অভিনেত্রীকে।

বিয়ে নয়, মুসলিম ধর্মাবলম্বী প্রেমিকের সঙ্গে নিকাহ করেছেন এই বাঙালি অভিনেত্রী। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে অবিরাম ট্রোল তো ছিলই, তবে এবার তার পরিবারকে নিয়ে এক বিস্ফোরক সত্যি সামনে এল। দেবলীনার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি তার পরিবার। তার বিয়ের দিন পরিবারের তরফ থেকে উপস্থিত ছিলেন না কেউই। বিয়ের পর সোশ্যাল মিডিয়াতে বিস্ফোরক একটি পোস্ট করেছেন তার দাদা অন্দীপ ভট্টাচার্য।

দেবলীনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অবিরাম কুরুচিকর মশকরা চলছে। বিধর্মীকে বিয়ে করা নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাকে। কেউ কেউ মনে করছেন তার হয়তো মগজ ধোলাই হয়েছে। তবে দেবলীনার দাদা সরাসরি এতে বোনেরই দোষ দেখছেন। সোশ্যাল মিডিয়াতে তিনি একটি পোস্ট করে নাম না নিয়েই বিঁধেছেন বোনকে। ‘আত্মকেন্দ্রিক’ বলে বোনকে ধুয়ে দিয়েছেন দেবলীনার দাদা।

সোশ্যাল মিডিয়াতে অন্দীপ একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করে লিখেছেন, “আত্মকেন্দ্রিক মানুষেরা শুধু ভাল-মন্দটা নিয়েই ভাবে। অন্যদের প্রতি এতটুকু সম্মান বা শ্রদ্ধাও তাদের নেই। তারপর এরাই ভাবে কেন এদের সম্পর্ক টেকে না।” দেবলীনার বিয়ের ঠিক পরপরই তার দাদার তরফ থেকে এমন ধরনের পোস্ট দেখে নেটিজেনরা ধরেই নিচ্ছেন বোনকে উদ্দেশ্য করেই এমন বার্তা দিয়েছেন অন্দীপ।

দেবলীনার ভিন ধর্মে বিয়ে নিয়ে যে তার পরিবার খুশি নয় তা স্পষ্ট হয়ে গিয়েছে তার বিয়ের দিনের ছবিতেই। খুব কম মানুষের উপস্থিতিতে সাদামাটাভাবেই বিয়েটা সেরেছেন গোপী বহু। তার বিয়েতে ইন্ডাস্ট্রি থেকেও তেমন কেউ ছিলেন না। উপস্থিত ছিলেন শুধু তার অনস্ক্রিন দেওর বিশাল। দেবলীনা দাদার পোস্টে সকলে সরাসরি লিখছেন তার মগজ ধোলাই হয়েছে।

তবে কেউ কেউ আবার মন্তব্য করছেন, প্রকাশ্যে পরিবারের বিরুদ্ধে বলার জন্য মনের জোর লাগে। দেবলীনার বিয়েকে অনেকেই লাভ জিহাদ বলে কটাক্ষ করছেন। এমনকি তাদের সন্তানের পরিচয় নিয়েও এখন থেকেই উঠছে প্রশ্ন। সকলের উদ্দেশ্যে কড়া জবাব দিয়ে দেবলীনা বলেন, ‘‘আমার সন্তানরা হিন্দু হবে নাকি মুসলিম হবে সেটা বলার আপনি কে? এতই যখন চিন্তা হচ্ছে তখন অনাথ আশ্রম থেকে দত্তক নিয়ে সন্তানকে নিজের ইচ্ছা মতো ধর্ম আর নাম দিয়ে বড় করুন। আমার স্বামী, আমার সন্তান, আমার ধর্ম, আমার নিয়ম, আপনি কে?’’