Tiger 3 ছবির জন্য কে কত টাকা পারিশ্রমিক পেলেন? একা সালমানই নিলেন এত টাকা!

Tiger 3 Cast Fees : এবার ঈদে নয় বরং দুর্গা পূজোর পরেই একটি নতুন সিনেমা নিয়ে হাজির হলেন বলিউড (Bollywood) সুপারস্টার সালমান খান (Salman Khan)। আগামী ১২ই নভেম্বর সারা ভারতবর্ষের জুড়ে মুক্তি পেতে চলেছে টাইগার থ্রি (Tiger 3)। টাইগার জিন্দা হে সিনেমার প্রায় ৬ বছর পর মুক্তি পেতে চলেছে এই তৃতীয় পর্ব। আজ আমরা জানবো সিনেমার কলাকুশলীরা পেয়েছেন কত পারিশ্রমিক।

সালমান খান (Salman Khan) : এই সিনেমার প্রাণ ভোমরা সালমান খান। আবার বড় পর্দায় বড় ধামাকা নিয়ে আসছেন তিনি। এই সিনেমায় অভিনয় করার জন্য পেয়েছেন ১০০ কোটি টাকা। সালমান ছাড়া এই সিনেমার কথা ভাবাই যায় না। তাকে বড় পর্দায় দেখার জন্য উদগ্রীব দর্শকরা।

Katrina Kaifs Epic Fight Scene In Towel In Tiger 3

ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) : বিয়ের পর প্রাক্তন প্রেমিকের সঙ্গে এটি প্রথম সিনেমা ক্যাটরিনা কাইফের। পর্দায় সালমান এবং ক্যাটরিনার রসায়ন কেমন হবে তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সকলে। ক্যাটরিনা এই সিনেমার জন্য নিচ্ছেন ২০ কোটি টাকা।

ইমরান হাশমি (Emraan Hashmi): এই প্রথম খলনায়কের চরিত্রে অভিনয় করবেন ইমরান হাশমি। সালমান খানের সঙ্গে প্রথম স্ক্রীন শেয়ার করবেন তিনি। টাইগার থ্রি সিনেমার জন্য আড়াই কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন ইমরান হাশমি।

Ramya Krishnan

রম্যা কৃষ্ণন (Ramya Krishnan): দক্ষিণী তথা বলিউড এই সুপারস্টার খ্যাতি অর্জন করেছিলেন বাহুবলী সিনেমার হাত ধরে। টাইগার ৩ সিনেমাতে তিনিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকাতে অভিনয় করবেন বলে জানা যাচ্ছে। অভিনেত্রী এই সিনেমার জন্য নিচ্ছেন ৮০ লক্ষ টাকা।

আশুতোষ রানা (Ashutosh Rana): পাঠানের পর ফের আরো একবার পর্দায় আসতে চলেছেন আশুতোষ রানা। শাহরুখ খানের পর এবার সালমান খানের সঙ্গে বড় পর্দা শেয়ার করতে চলেছেন তিনি। টাইগার থ্রি সিনেমার জন্য তিনি নিতে চলেছেন ৬০ লাখ টাকা।

আরও পড়ুন : মারপিট করতে গিয়ে খুলে গেল ক্যাটরিনার তোয়ালে! হু হু করে ভাইরাল ভিডিও

TIGER 3

আরও পড়ুন : টাকার লোভে বুড়োকে বিয়ে! জুহি চাওলার স্বামী আসলে কে? রইল তার আসল পরিচয়

সিনেমায় শাহরুখ খান অথবা নবাগতা হলিউড অভিনেত্রী মিশেল লি কত পারিশ্রমিক নিচ্ছেন সেটা এখনো জানা যায়নি। তবে আগামী দিনে এই সিনেমাটি যে কয়েক কোটি টাকার ব্যবসা করবে তা বলাই বাহুল্য। তবে তা পাঠান কিংবা জওয়ান ছবির সাফল্যকে ছাপিয়ে যেতে পারে কিনা সেটাই দেখার।

আরও পড়ুন : Big Boss 17 থেকে কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন সালমান খান? টাকার অংক শুনলে ভিরমি খাবেন