হিন্দি ও বাংলা ছবি ‘টুকে’ এই সিনেমাগুলো বানিয়েছে হলিউড, দেখুন তালিকা

বলিউডের ‘টুকে’ অসংখ্য ছবি বানিয়েছে হলিউড! বাংলার বিখ্যাত সিনেমাও আছে তালিকায়

These Hollywood Movies Are Remake Of Bollywood And Bengali Cinemas : দক্ষিণ ভারতীয় সিনেমা এবং আন্তর্জাতিক সিনেমার গল্প অনুসরণ করে বলিউডে বহু ছবিই বানানো হয়েছে। কখনও এই ‘রিমেক’ ছবিগুলি দর্শকদের আশাহত করে, আবার কখনও তা দর্শকদের মনে এমন ছাপ ফেলে যায়, যা আসল ছবিও ফেলতে পারেনি। কিন্তু বলিউড (Bollywood) -কে নকল করেছে বিদেশি সিনেমা (Hollywood movies copied from bollywood)। শুনতে অবাস্তব লাগলেও এটাই সত্যি। জেনে নিন এই তালিকায় রয়েছে কোন কোন হলিউড (Hollywood) সিনেমা।

ডর (Darr) : ১৯৯৩ সালে যশ চোপড়ার পরিচালনায় শাহরুখ অভিনীত ‘ডর’ ছবিটি বলিপাড়ায় সাড়া ফেলে দেয়। শাহরুখের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছিলেন সানি দেওল এবং জুহি চাওলা। এদিকে ‘ডর’ ছবি মুক্তির তিন বছর পর আমেরিকায় মুক্তি পায় সাইকোলজিক্যাল থ্রিলার ছবি ‘ফিয়ার’। মার্ক ওয়ালবার্গ, রিস উইদারস্পুন, উইলিয়াম পিটারসেনের মতো তারকারা ‘ফিয়ার’ ছবিতে অভিনয় করেছিলেন।জেমস ফোলের পরিচালিত এই ছবিটি ‘ডর’-এর চিত্রনাট্য থেকে অনুপ্রাণিত।

PEARL HARBOR

সঙ্গম (Sangam) : বলিপাড়া সূত্রে খবর, ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘সঙ্গম’ ছবির ইংরেজি রিমেক ‘পার্ল হার্বার’। ২০০১ সালে মাইকেল বের পরিচালনায় আমেরিকায় মুক্তি পায় ‘পার্ল হার্বার’ নামের ওয়ার ড্রামা ঘরানার ছবি। বেন অ্যাফ্লেক যিনি ব্যাটম্যান চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়ে উঠেছেন, তাকে ‘পার্ল হার্বার’ ছবিতে মুখ্যচরিত্রে দেখা গিয়েছিল। অন্যদিকে রাজ কপূর, রাজেন্দ্র কুমার এবং বৈজয়ন্তীমালা ‘সঙ্গম’ ছবিতে অভিনয় করেছিলেন।

জব উই মেট (Jab We Met) : ২০০৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ইমতিয়াজ আলি পরিচালিত ‘জব উই মেট’ ছবিটি। ছবিটি প্রশংসা কুড়িয়েছিল দর্শকের কাছে। এদিকে ‘জব উই মেট’ মুক্তির তিন বছর পর ২০১০ সালে হলিউডে ‘লিপ ইয়ার’ নামে একটি ছবি মুক্তি পায়। ‘লিপ ইয়ার’ ছবিতে অভিনয় করেছিলেন এমি অ্যাডাম্‌স এবং ম্যাথিউ গুড।

A Common Man

আ ওয়েডনেসডে (A Wednesday) : নাসিরুদ্দিন শাহ এবং অনুপম খের অভিনীত ‘আ ওয়েডনেসডে’ ছবিটি বলিউডের প্রথম সারিতে থাকা ছবিগুলির মধ্যে অন্যতম। এদিকে ‘আ ওয়েডনেসডে’র অনুকরণে শ্রীলঙ্কায় ‘আ কমন ম্যান’ (A Common Man) নামে থ্রিলার ঘরানার ছবি মুক্তি পায় ২০১৩ সালে। চন্দ্রণ রত্নম পরিচালিত এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন বেন কিংসলে এবং বেন ক্রস।

ভিকি ডোনার (Vicky Donor) : সুজিত সরকারের পরিচালনায় ২০১২ সালে আয়ুষ্মান খুরানা এবং ইয়ামি গৌতম অভিনীত ‘ভিকি ডোনার’ রিলিজ করেন। সিনেমাটি বলিপাড়ার কমেডি ঘরানার চর্চিত ছবিগুলির মধ্যে অন্যতম। এদিকে ‘ভিকি ডোনার’ মুক্তির এক বছরের মাথায় এর অনুকরণে আমেরিকায় মুক্তি পায় কমেডি ড্রামা ঘরানার একটি ছবি ‘ডেলিভারি ম্যান’ (Delivery Man)। কেন স্কট পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন ভিন্স ভন, ক্রিস প্যাট এবং কোবি স্মালডার্স।

Just Go With It

ম্যায়নে প্যার কিঁউ কিয়া (Maine Pyaar Kyun Kiya) :  ২০১১ সালে ডেনিস ডুগানের পরিচালনায় আমেরিকায় মুক্তি পায় ‘জাস্ট গো উইদ ইট’ ছবিটি। দর্শকের অধিকাংশের অনুমান, ‘জাস্ট গো উইদ ইট’ (Just Go With It) ছবিটি ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত সলমনের ‘ম্যায়নে প্যার কিঁউ কিয়া’ ছবি থেকে অনুপ্রাণিত। এই ছবিতে সলমনের পাশাপাশি অভিনয় করতে দেখা গিয়েছে ক্যাটরিনা কইফ, সুস্মিতা সেন এবং সোহেল খানকে।

Forty Shades Of Blue

আরো পড়ুন : নায়িকার সঙ্গে সহবাস, ধর্ষণের অভিযোগ! কোথায় হারিয়ে গেলেন ‘মাসুম’ ছবির অভিনেতা?

চারুলতা (Charulata) : তবে শুধুমাত্র হিন্দি ছবি থেকেই নয়, বাংলা ছবি থেকেও রিমেক করা হয়েছে হলিউডের ছবি। ১৯৬৪ সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় মুক্তি পায় ‘চারুলতা’ ছবিটি। সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায় এবং শৈলেন মুখোপাধ্যায় অভিনীত এই ছবিটিও বহুল প্রশংসা পায়। আর ২০০৫ সালে চারুলতা ছবিটির  অনুকরণে মুক্তি পেয়েছিল ‘ ফর্টি শেডস অফ ব্লু’ (Forty Shades Of Blue)।

আরো পড়ুন : ভারতের গর্ব, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন এই ৫ বলিউড সেলিব্রিটি