প্রেমে পড়লেও শাম্মী কাপুরকে বিয়ে করতে রাজি হননি মুমতাজ, পেছনে ছিল শুধু ১টি কারণ

বলিউডের (Bollywood) অন্দরে এমন অনেক সম্পর্ক দানা বেঁধেছে যেগুলো বাস্তবে কখনও পূর্ণতা পায়নি। ৬০-৭০ এর দশকের বলিউড সুপারস্টার শাম্মী কাপুর (Shammi Kapoor) এবং মুমতাজের (Mumtaz) সম্পর্কটাও ছিল অনেকটা এইরকম। ছবিতে অভিনয় করতে করতে বাস্তবেও প্রেমে পড়েছিলেন শাম্মী এবং মুমতাজ। তাদের ভালবাসা নিয়ে তখন তুমুল চর্চা চলছিল গোটা বলিউড জুড়ে। কিন্তু এই প্রেম দীর্ঘস্থায়ী হতে পারেনি।

শাম্মী কাপুর ছিলেন বিবাহিত। তবে বিয়ের মাত্র ১০ বছরের মাথায় তার স্ত্রী গীতা বালির অকাল মৃত্যু হয়। অন্যদিকে শাম্মী যখন মুমতাজের প্রেমে পড়েন তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর। দুজনের মধ্যে গভীর প্রেম থাকলেও শাম্মীকে বিয়ে করতে রাজি হননি মুমতাজ। তবে জীবনের এই কঠিন সিদ্ধান্ত নিয়ে পরে তাকে অনেক আফসোস করতে হয়। তবুও তিনি নিজের সিদ্ধান্তে অবিচল ছিলেন।

shammi kapoor and mumtaz 2

‘ব্রহ্মচারী’, বলিউডে এই একটিমাত্র ছবিতেই অভিনয় করেছিলেন শাম্মী এবং মুমতাজ। এই ছবির বিখ্যাত গান ‘আজকাল তেরে মেরে পেয়ার কে চর্চে’তে শাম্মী এবং মুমতাজের প্রেমের কেমিস্ট্রি বেশ ধরা পড়েছিল। সম্প্রতি ইন্ডিয়ান আইডলের মঞ্চে হাজির হয়েছিলেন মুমতাজ। সেখানে এই গানটি গেয়ে শোনান ঋষি এবং বিদিপ্তা। কথা প্রসঙ্গে শাম্মী কাপুর এবং মুমতাজের অনস্ক্রিন রসায়নের প্রশংসা শুরু হয়।

এই সময় বলিউডের এই বর্ষীয়ান অভিনেত্রী মুখ খুললেন। শাম্মী কাপুরের সঙ্গে প্রেম, বিচ্ছেদ নিয়ে বরাবর অকপট থেকেছেন তিনি। তিনি এবারেও বলেন, ‘‘হ্যাঁ, আমি বলছি। কোনও জটিল বিষয় নয়। উনি স্ট্রেট ফরোয়ার্ড বলেছিলেন আমাকে বিয়ে করতে চান। আমার বয়স তখন সবে ১৭। আমি বিয়ে করতে চাইনি। ওই সময় আমার পক্ষে সম্ভব ছিল না কেরিয়ার ছেড়ে ঘর সমলানো, আমি সেটা ঠিক মনে করিনি।”

shammi kapoor and mumtaz

মুমতাজ আরও বলেন, “তবে এটা ঠিক আমি ওঁনাকে আজও মিস করি। এর বাইরে আর কোনও চক্কর নেই, আসল চক্কর তো এখানে আছে (ইশারা সামনে দাঁড়িয়ে থাকা বিদিপ্তা ও ঋষির দিকে)। আসলে বিয়েটা ভাগ্যের ব্যাপার (গলা বুজে আসে মুমতাজের)। মেয়েরা তো কত বিয়ের প্রস্তাবই পেয়ে থাকে। ভাগ্যে লেখা থাকলে হয়, হয়নি তো হয়নি। কিন্তু হ্যাঁ, আমি ওঁনাকে সম্মান করি’’।

shammi kapoor and mumtaz

বিয়ের প্রস্তাবে না বলার কারণে মুমতাজকে ভুল বুঝেছিলেন শাম্মী কাপুর। তিনি অভিযোগ করে বলেন মুমতাজের কাছে কেরিয়ারই সব। আসলে তিনি শাম্মীকে কখনও ভালবাসেননি‌। তিনি শুধুই হিরোইন হতে চেয়েছিলেন। শাম্মী কাপুর চেয়েছিলেন মুমতাজ অভিনয় ছেড়ে তার মা-হারা সন্তানদের দেখভাল করুন। তবে মুমতাজের কাছে ধাক্কা খেয়ে তিনি পরিবারকে কিছু না জানিয়েই নীলা দেবীকে বিয়ে করেন। অন্যদিকে ৮ বছর পর মুমতাজ উগান্ডার ব্যবসায়ী ময়ূর মাধবনীকে বিয়ে করেন।