নিজের গলায় গান রেকর্ড করেছিলেন সুচিত্রা সেন! শুনুন সেই কালজয়ী গান

কন্ঠে যেন মা সরস্বতীর বাস! সুচিত্রা সেনের (Suchitra Sen) গানের গলা কেমন ছিল জানেন? নিজের কন্ঠে গানও রেকর্ড করেছিলেন মহানায়িকা। কিন্তু সুচিত্রা সেনের গলায় গান শোনার সৌভাগ্য খুব বেশি মানুষের কপালে জোটেনি। তবে আপনি চাইলে ইউটিউবে আজও শুনতে পারেন সুচিত্রা সেনের রেকর্ড করা সেই গান।

সালটা ছিল ১৯৫৯। মেগাফোন কোম্পানি সুচিত্রা সেনকে দিয়ে আধুনিক বাংলা গান গাওয়ায়। রেকর্ড নম্বর ছিল JNG 6050। এই রেকর্ডের দুটি গান “আমার নতুন গানের নিমন্ত্রনে আসবে কি?” ও “বনে নয় আজ মনে হয় যেন রঙের আগুন প্রাণে লেগেছে”, মহানায়িকা সুচিত্রা সেন গেয়েছিলেন।

Suchitra-Sen

সুচিত্রার এই দুই গানের কথা লিখেছিলেন গৌরী প্রসন্ন মজুমদার ও সুর দিয়েছিলেন রবীন চট্টোপাধ্যায়। কিন্তু এই গান আপনি এখন আর পাবেন না। কারণ বাজারে প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও সুচিত্রা সেনের গানের সেই রেকর্ডিং তুলে নেওয়া হয়। অনেকেই বলেন মহানায়িকার গান নাকি শ্রোতাদের একদমই ভাল লাগেনি। যদিও কোম্পানির দাবি ছিল রেকর্ডের কারিগরিতে কিছু ত্রুটি ছিল। যে কারণে কোম্পানি সুচিত্রার গানের রেকর্ডিং তুলে ফেলতে বাধ্য হয়।

তবে রেকর্ডিংয়ের আকারে না হলেও আজও ইউটিউবে সুচিত্রা সেনের কন্ঠে গাওয়া গান খুঁজলে পেয়ে যাবেন। এখানে এই প্রতিবেদনেই রইল সুচিত্রার গাওয়া “আমার নতুন গানের নিমন্ত্রণে আসবে কি?” এর কিছুটা অংশ। শুনে নিন সেই গান।

আরও পড়ুন : উত্তম কুমার ও সুচিত্রা সেনের পারিশ্রমিক কত ছিল? সিনেমা পিছু পেতেন কত টাকা?