কনসার্টের মাঝেই অরিজিতকে ছুঁড়ে মারা হল এই জিনিস! তারপর যা ঘটল..

কনসার্টের মাঝেই অরিজিৎ সিংয়ের (Arijit Singh) গান শুনতে শুনতে তার দিকে হুডি ছুঁড়ে মারলেন এক ভক্ত। দেখাদেখি আরও অনেকে জিনিস ছুঁড়তে শুরু করেন। সম্প্রতি বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানের মাঝে ঘটে গেল এই ঘটনা। অরিজিতের অসম্মানে তোলপাড় হল নেটপাড়া।

বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে গান গাইছিলেন অরিজিৎ সিং। হঠাৎ দর্শকাসন থেকে একটি হুডি সোজা গিয়ে অরিজিতের ঘাড়ে এসে লাগে। অরিজিতের একজন ভক্ত তার দিকে এই হুডিটি ছুঁড়েছিলেন। দর্শকদের মধ্য থেকে আরও অনেকে অনেক কিছুই ছুঁড়তে শুরু করেন অরিজিতের দিকে।

Humility of Arijit Singh

এদিনের কনসার্টে অরিজিৎ যখন গান গাইছিলেন তখন হঠাৎ করেই শ্রোতারা তার জন্যে আনা উপহার ছুঁড়তে শুরু করেন। কেউ ছুঁড়লেন হুডি, কেউ নিজের হাতে আঁকা অরিজিৎ এর ছবি। অরিজিতও সেই উপহারগুলো স্টেজ থেকে কুড়িয়ে তুলে নিয়ে স্টেজের পাশে জমা করে রাখেন।

আরও পড়ুন : অরিজিৎ সিংকে নিয়ে বিরাট ঘোষণা মমতা ব্যানার্জীর! শুনে উচ্ছ্বসিত অনুরাগীরা

 

View this post on Instagram

 

A post shared by Nish | Travel (@rarepixel_)

আরও পড়ুন : সবার সামনে এ কী কাণ্ড করলেন অরিজিৎ সিং! ছিঃ ছিঃ করছে নেটপাড়া

তবে এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার হতেই রে রে করে উঠেছেন নেট নাগরিকরা। অরিজিতের মত সম্মানীয় ব্যক্তিকে এইভাবে মুখের উপর উপহার ছুঁড়ে কার্যত তাকে অসম্মান করা হয়েছে বলেই অভিযোগ করছেন সকলে। কেউ লিখছেন, “এটা কেমন শিক্ষিত রাজ্য যেখানে মানুষজন একজন সম্মানীয় ব্যক্তিকে স্টেজের উপর জিনিসপত্র ছুড়ে মারে!” কিন্তু অরিজিতের মুখে রাগ বা দুঃখের লেশমাত্র ছিল না সেই সময়। তিনি বরং যথেষ্ট সম্মানের সঙ্গে ওই ছুঁড়ে মারা উপহার গ্রহণ করেন।