বলিউড (Bollywood) তারকাদের ওটিটি-তে অভিনয় এখন আর তেমন কোনও নতুন বিষয় নয়। তবে এতদিন ওটিটি থেকে দূরেই ছিলেন করিনা কাপুর (Kareena Kapoor)। সেই দূরত্ব অবশেষে ঘুচল। বৃহস্পতিবার নেটফ্লিক্সে মুক্তি পেল করিনা কাপুরের প্রথম ওয়েব সিরিজ ‘জানে জান’ (Jaane Jaan)। আজকে আমরা জেনে নেব এই জানে জান কেনো দেখবেন আপনার। চলুন জেনে নিই এই ওয়েব সিরিজ দেখার ছয়টি কারণ।
১. এই ছবিটি বিখ্যাত উপন্যাস ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স’-এর ভারতীয় রূপান্তর। এই হত্যা রহস্য বইটি ২০০৫ সালে জাপানি লেখক কেইগো হিগাশিনো লিখেছিলেন। এই সিরিজে করিনাকে সিঙ্গেল মাদার হিসাবে দেখা গেছে। আর করিনাকে নিয়ে গোটা গল্পটি তৈরি। যা প্রচুর সাসপেন্স এ ভরপুর।
২. এমনই এক জমকালো হত্যার রহস্য, যাতে রহস্য অক্ষুণ্ণ থাকে সবকিছু চোখের সামনে থাকলেও। এমন ম্যাজিক একমাত্র সুজয় ঘোষই করতে পারেন। আপনি যদি তার ‘কাহানি’ এবং ‘বদলা’-এর মতো ছবি দেখে থাকেন তবে আপনি ভাল করেই জানেন সুজয় কোন স্তরের পরিচালক। তিনি এমনভাবে ছবিটি পরিচালনা করেছেন যে আপনার মনে হবে গল্পের শুরু থেকেই পর্দা তুলে নেওয়া হয়েছে। সবাই জানে খুন কে করেছে, কেন করেছে এবং কারা মদত দিচ্ছে। তারপর স্তরে স্তরে গল্পে রহস্য উদয় হতে থাকবে।
৩. জয়দীপ আহলাওয়াত একজন প্রতিভাবান মানুষ এবং প্রেমে পাগল একজন মানুষ হিসেবে পরিচিত। যতই হতাশা, অসহায়ত্ব বা সংকল্প প্রকাশ করা হোক না কেন, অভিনেতার অভিনয় নজরকাড়া। তিনি এমন একটি চরিত্রে অভিনয় করেছেন যিনি বাইরে সম্পূর্ণ নীরব, কিন্তু ভিতরে তার উত্তেজনায় ভরপুর।
4. প্রতিবারের মতো এবারও মন জয় করলেন বিজয় ভার্মা। পুলিশের ভূমিকায় তিনি যেমন সুদর্শন তেমনি উদ্যমী। করণের চরিত্রটি যখন বিভ্রান্তিতে রয়েছে এবং মামলার তদন্তের সময় মায়া তার মনকে প্রভাবিত করছে সেই মুহূর্তে ভার্মাকে আশ্চর্যজনক দেখাচ্ছে। তিনি একজন দুষ্ট পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন।
5. জানে জানে’ তে কারিনাকে একদম অন্যভাবে পরিবেশন করা হয়েছে। মুখে বলিরেখা, মেকআপ নেই, চরিত্রের বয়স অনুযায়ী নিখুঁত ফিট। করিনা কপুর প্রতিটি দৃশ্যে নিজেকে ফুটিয়ে তুলেছে। যাই হোক, জয়দীপ আহলাওয়াত এবং বিজয় ভার্মার মতো অভিনেতাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গল্পের অংশ হওয়া সহজ কাজ ছিল না। কারিনা এই দায়িত্ব খুব ভালোভাবেই পালন করেছেন।
আরও পড়ুন : কোটি টাকা রোজগার করেও খেতে পান না কিছুই, মুকেশ আম্বানির খাদ্য তালিকা দেখলে আঁতকে উঠবেন
আরও পড়ুন : অমিতাভের প্রেমে পাগল ছিলেন, ন’গ্ন হয়ে ছুটেছিলেন রাস্তায়! এই বলিউড অভিনেত্রীর পরিচয় চমকে দেবে
৬. ছবিটির গল্প পশ্চিমবঙ্গের কালিম্পং-এ। পুরানো চলচ্চিত্রের খুব জনপ্রিয় গানের ব্যাকগ্রাউন্ড স্কোর, পাহাড়ের স্থাপনা, কাঠের ঘর, ক্যাফে এবং জুজুৎসু একসাথে একটি হত্যা রহস্যের জন্য নিখুঁত পরিবেশ তৈরি করে। মোট কথা ছবির লোকেশন একটি খুন রহস্যের জন্য উপযুক্ত।