রিয়েলিটি শোগুলোর ক্যামেরার পেছনে কী চলে জানেন, জানলে থ হয়ে যাবেন

How Real Are our Reality Shows : হিন্দি বাংলা মিলিয়ে মিশিয়ে নাচ, গান, অভিনয় এবং আরো নানা বিষয়ের উপর বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় টেলিভিশনের পর্দায়। জি বাংলা (Zee Bangla) -র সারেগামাপা (Sa Re Ga Ma Pa) এমন একটি জনপ্রিয় রিয়েলিটি শো। এখানে প্রত্যেক সিজনে গানের প্রতিভাদের বড় পর্দায় আসার সুযোগ করে দেওয়া হয়। সঙ্গীতের দুনিয়ার বড় বড় বিচারকরা তাদের মধ্যে থেকেই বেছে নেন সেরা গায়ক কিংবা গায়িকাকে।

২০০৬ সালে জি বাংলার সারেগামাপাতে অংশ নিয়েছিলেন সঞ্চিতা ভট্টাচার্য (Sanchita Bhattacharya) নামের একটি মেয়ে। সারেগামাপা লিটল চ্যাম্পসে অংশ নিয়েছিলেন ১৪ বছরের সঞ্চিতা। এতোটুকু বয়সে তিনি তার গায়কীর মাধ্যমে বিচারকদের মন জয় করে নিয়েছিলেন। হাওড়ার শিবপুরের মেয়ে সঞ্চিতার ভাগ্য বদলে দেয় জি বাংলা। তিনি ওই বছর বিজেতা হয়েছিলেন।

Sanchita Bhattacharya

বর্তমানে বাংলা টেলিভিশন চ্যানেল গুলোতে সিরিয়ালের পাশাপাশি বিভিন্ন রিয়েলিটি শোয়ের প্রতিও দর্শকদের আগ্রহ বাড়ছে। এখন যেমনটা দেখা যাচ্ছে জি বাংলা এবং স্টার জলসা রিয়েলিটি শো নিয়েও একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। টিআরপি বাড়ানোর জন্য নতুন নতুন কৌশল আনা হচ্ছে। তবে রিয়ালিটি শোয়ের ঠিক কতখানি সত্যি আর কতখানি মিথ্যে সেই নিয়ে সন্দেহ থেকেই যায়।

সঞ্চিতা যখন সারেগামাপাতে সুযোগ পেয়েছিলেন তখন সেই অনুষ্ঠান চলাকালীন গানের বিশেষ প্রশিক্ষণ পেয়েছিলেন। বাপ্পি লাহিড়ী, অলকা ইয়াগ্নিক, অভিজিৎ ভট্টাচার্যরা তার গানে খুবই মুগ্ধ হতেন। তিনি গ্র্যান্ড ফিনালেতে জিতে গিয়েছিলেন। স্বয়ং শাহরুখ খান তার হাতে পুরস্কার তুলে দেন। সম্প্রতি রিয়েলিটি শোগুলোর সত্যতা নিয়ে বিস্ফোরক হলেন গায়িকা।

Sanchita Bhattacharya

তিনি বলেন তাদের সময়ে গায়কের অরিজিনাল পারফরম্যান্স টিভির পর্দায় তুলে ধরা হত। কিন্তু এখন গায়ক কিছু ভুল করলে সেটা দর্শকদের জানতে দেওয়া হয় না। এছাড়া বিচারকদের উপরেও হস্তক্ষেপ করেন কর্তৃপক্ষ। কোনও কোনও প্রতিযোগিকে স্মাইলি দিতে বলা হয়। কেউ আবার সোর্স খাটিয়ে কিছুটা এগিয়ে যান।

আরও পড়ুন : বিয়ের আগেই প্রেগন্যান্ট! লজ্জার মাথা খেয়ে পরিবারের মুখে চুনকালি দিয়েছেন এই ৮ বলিউড নায়িকা

Sanchita Bhattacharya

আরও পড়ুন : নায়ক থেকে খলনায়ক! বাংলা সিরিয়ালের এই ৬ হিরোকে দু’চোখে দেখতে পারেন না দর্শকরা

সারেগামাপার একসময়ের বিজয়ী সঞ্চিতা এখনো গান গেয়ে চলেছেন। তিনি বিভিন্ন স্টেজ শোতে অনুষ্ঠান করেন। সেই সঙ্গে বিভিন্ন সিনেমাতে অল্প বিস্তর গান গেয়ে থাকেন। তবে ধীরে ধীরে তার জনপ্রিয়তা অনেকটাই যেন কমে এসেছে। কাজ বন্ধ না রাখলেও তিনি সেভাবে পরিচিতি পাননি। টিকে থাকতে হলে প্রয়োজন ভাগ্য এবং অন্যকে তেল দিয়ে চলতে হয়। সঞ্চিতা সেটা পারেন না, সেই কারণেই নাকি বাকিদের তুলনায় তিনি পিছিয়ে পড়ছেন।