‘ব্যান’ করেও লাভ হল না, এবার ঘরে বসে মোবাইলেই দেখা যাবে ‘দ্য কেরালা স্টোরি’

গত কয়েক বছরে দেশের রাজনীতির সঙ্গে জড়িয়ে গিয়েছে ভারতীয় চলচ্চিত্র (Indian Cinema)। সেই জন্য বড় পর্দায় এমন কিছু ছবি মুক্তি পাচ্ছে যে সমালোচনা সত্ত্বেও এই ছবিগুলি বক্স অফিসে সাফল্য এনে দিয়েছে। এই রকম একটি ছবি হল গত বছর মুক্তি পাওয়া ‘কাশ্মীর ফাইলস’ (Kashmir Files)। অনেক সমালোচনা সত্ত্বেও এই ছবিটি ১০০ কোটির বেশি টাকা কালেকশন করেছিল। তবে এবছর একই রকম অবস্থা তৈরি হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) ক্ষেত্রে।

দক্ষিণ ভারতের উন্নত এই রাজ্য নিয়ে কখনও কোনও খারাপ কথা শোনা যায়নি। তবে এই ছবিতে এই রাজ্যের এক অজানা গল্প উঠেছে। আর সেই নিয়েই কেরালা রাজ্যের সরকার থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সকলেই এই ছবি ব্যান করতে চেয়েছেন।

THE KERALA STORY

কিন্তু এত সমালোচনা সত্ত্বেও এই ছবি বক্স অফিসে ভালো ফল করছে। প্রথম দিনেই ছবিটি ৭.৫ কোটি টাকা কামিয়ে ছিল। তারপর ধীরে ধীরে কালেকশন আরও বেড়েছে। এখনও পর্যন্ত প্রায় ৮০ কোটি টাকার বেশি কালেকশন করেছে এই ছবিটি।

এই ছবি বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি ছবির অভিনেত্রী অদা শর্মা (Adah Sharma) ও পরিচালক সুদীপ্ত সেন-এর (Sudipto Sen) কাজের প্রশংসা করেছেন বহু মানুষ। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ছবির প্রশংসা করেছেন। তবে বক্স অফিসে কামাল দেখানোর পর এবার বড় পর্দায় আসছে এই ছবি।

THE KERALA STORY

আরও পড়ুন : ‘মুসলমান মাত্রই আতঙ্কবাদী…’, ‘দ্য কেরালা স্টোরি’ দেখে কলম ধরলেন তসলিমা নাসরিন

জানা গিয়েছে ছবিটি মুক্তি পাওয়ার পরের এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম এই ছবির স্ট্রিমিং স্বত্ব কিনে নিয়েছে। যদিও এখনও জানা যায়নি যে এই ওটিটি প্ল্যাটফর্মের নাম কী? তবে শোনা গিয়েছে ‘জি নেটওয়ার্ক’-এর (Zee Network) তরফ থেকেই এই ছবি স্ট্রিমিংয়ের দিন ঘোষণা করা হয়েছে।

All You Need To Know About The Kerala Story Movie Facts That Are The Cause Of Controversy

আরও পড়ুন : The Kerala Story-এর গল্প কতটা সত্যি? ধর্মান্তরিত মেয়ে শোনালেন নিজের ভয়ংকর অভিজ্ঞতা

তবে ছবির নির্মাতা ও পরিচালকদের তরফ থেকে ছবির প্রিমিয়ারের দিন জানানো হয়েনি‌। তবে অন্য সূত্র মারফত জানা গিয়েছে, এই ছবিটি ৭ জুলাই ওটিটির পর্দায় দেখানো হবে। এখন দেখার আনুষ্ঠানিক ভাবে কবে রিলিজের দিনক্ষণ ঘোষণা করা হয়।