কোন কোন রেকর্ড ভাঙলো ‘দ্য কাশ্মীর ফাইলস’, গড়লো কোন কোন রেকর্ড, রইলো তালিকা

আজ থেকে প্রায় ৩০ বছর আগে ভয়ঙ্কর রাত নেমে এসেছিল কাশ্মীর উপত্যকার বুকে। যে রাতে কাশ্মীরে বসবাসকারী কাশ্মীরি হিন্দু পন্ডিত পরিচয়ধারী ব্যক্তিদের তাদের নিজ নিজ ঘর ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল। গোটা কাশ্মীর জুড়ে সেদিন বিদ্রোহীদের দাপটে জীবন-মৃত্যুর মুখোমুখি হতে হয়েছিল হিন্দুদের। ভূস্বর্গ কাশ্মীরে চারিদিকে শুধুই গুলি আর বারুদের গন্ধ, নির্মম হত্যালীলা, কাশ্মীরি পণ্ডিত এবং তাদের পরিবারের প্রাণ বাঁচানোর হাহাকার, তবুও মন ভেজেনি ‘বিদ্রোহী’দের।

সেই রাতের সেই ভয়ঙ্কর ঘটনাবলীকে ছবির ৩ ঘন্টার ছকে বেঁধে ফেলা খুবই কঠিন। তবে সেই অসাধ্যসাধন করে দেখিয়েছেন বলিউড (Bollywood) পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। কাশ্মীরি পণ্ডিতদের উপর হওয়া অত্যাচার নিয়ে তার বানানো ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) গোটা ভারতবর্ষ জুড়ে শোরগোল ফেলে দিয়েছে। মুক্তির পর থেকে প্রতিদিনে নিত্য নতুন রেকর্ড গড়ছে এই ছবি।

The Kashmir Files

নব্বইয়ের দশকে পুষ্কর নাথ পন্ডিত, তার পুত্রবধু শারদা ও তার দুই পুত্র শিব এবং কৃষ্ণ ও তাদের পরিবারের উপর ঘটে চলা নির্মম অত্যাচার ও কাশ্মীরি পণ্ডিতদের দেশত্যাগের পেছনে জড়িত ‘বিদ্রোহী’রূপী সন্ত্রাসী আসল পান্ডা মালিক বিট্টার চরিত্রের উপস্থাপন করা হয়েছে ছবিতে। অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, দর্শন কুমার, ভাষা সুম্বালি, চিন্ময় মন্ডলেকর, পুনীত ইসার, মৃণাল কুলকার্নি, অতুল শ্রীবাস্তব এবং পৃথ্বীরাজ সারনায়েক। গল্পের প্রতি পরতে পরতে চোখ ভিজেছে দর্শকদের। ৩০ বছর বাদে ইতিহাস যেন পুনরায় জাগ্রত হয়েছে।

মাত্র তিন দিনের মধ্যেই রেকর্ড ব্যবসা করেছে বলিউডের এই ছবি। তরণ আরেকটি টুইট করে লিখেছেন, ‘বক্স অফিসে অসম্ভব ব্যবসা… ৩য় দিনে ৩২৫.৩৫% বৃদ্ধি (প্রথম দিনের থেকে).. নতুন রেকর্ড… মেট্রো + মাস বেল্ট, মাল্টিপ্লেক্স + সিঙ্গেল স্ক্রিন.. *উদ্বোধনী উইকএন্ড* দুর্দান্ত ব্যবসা… শুক্রবার ৩.৫৫ কোটি… শনিবার ৮.৫০ কোটি… রবিবার ১৫.১০ কোটি… ভারতে মোট আয় ২৭.১৫ কোটি’। এর থেকে ছবির সাফল্য সম্পর্কে স্পষ্ট ধারণা মেলে।

The Kashmir Files

ছবি মুক্তির পর থেকেই IMDB অর্থাৎ Internet Movie Database এ রেটিং দিতে শুরু করেছিলেন দর্শকরা। বেশিরভাগ দর্শক ১০ এর মধ্যে ১০ স্টার দিচ্ছেন ছবিটিকে। ৬০ হাজার রেটিং পর্যন্ত দেখা যায় ছবিটি ১০ স্টার পেয়েছে। আচমকা আইএমডিবিতে একদল মানুষ ছবিটিকে ১ স্টার দিয়ে নীচে নামানোর চেষ্টা করেন। এই পরিস্থিতিতে আইএমডিবি কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা বজায় রাখার দোহাই দিয়ে ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর রেটিং পদ্ধতিতে এনেছে কিছু পরিবর্তন। তবে এর বিরুদ্ধে সুর চড়িয়েছেন পরিচালক।

‘দ্য কাশ্মীর ফাইলসে’র ক্ষেত্রে IMDb-র রেটিং-এ সাধারণ গড় (Arithmetic mean)-এর বদলে, বিকল্প পরিমাপ পদ্ধতি (alternate weighting calculation) ব্যবহার করা হচ্ছে। এতে গড়পড়তা ছবির রেটিং অনেকটাই নেমে এসেছে। যেখানে ছবির রেটিং সাধারণভাবে ৯.৬ হওয়া উচিত ছিল সেখানে নতুন পদ্ধতিতে রেটিং বিবেচিত হওয়াতে ৮.৩ এ নেমে গিয়েছে আইএমডিবি রেট। এর বিরোধিতা করে পরিচালক এই রেটিং পদ্ধতিকে ‘অস্বাভাবিক’ এবং ‘অনৈতিক’ বলে দাবি করেছেন।