The Diary Of West Bengal : বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files), বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) ছবি দুটিকে কেন্দ্র করে বিতর্কের শেষ নেই ইন্ডাস্ট্রি এবং গোটা ভারতবর্ষে। সদ্য মুক্তিপ্রাপ্ত দ্য কেরালা স্টোরি নিয়ে বিতর্কের আগুন এখনো জ্বলছে। তারই মধ্যে এবার পশ্চিমবঙ্গ (West Bengal) -র পরিস্থিতি নিয়েও আসছে একটি নতুন ছবি।
‘দ্য ডায়েরী অফ ওয়েস্ট বেঙ্গল’ (The Diary Of West Bengal), সনোজ মিশ্রা (Sanoj Mishra) পরিচালিত এই ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে সদ্য। সেই ট্রেলার দেখার পর থেকেই তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া। যে ট্রেলারে বলতে শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গ দ্বিতীয় কাশ্মীরে পরিণত হয়েছে কিংবা পশ্চিমবঙ্গের পরিস্থিতি কাশ্মীরের থেকেও খারাপ।
স্বাভাবিকভাবেই এই ছবির ট্রেলার মুক্তির পর ছবিটির বিরুদ্ধে বাংলার সম্মান ক্ষুন্ন করার চেষ্টার অভিযোগ উঠছে। এর পরিপ্রেক্ষিতে পরিচালক সনোজ মিশ্রাকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৩০ শে মে ডাকা হয়েছে। পরিচালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি, আইটিআইন এবং সিনেমাটোগ্রাফি আইনের বিভিন্ন ধারায় এফআইআর দায়ের হয়েছে।
পরিচালক অবশ্য সংবাদ সংস্থা ANI -কে জানিয়েছেন, “বাংলার সম্মান ক্ষুন্ন করার জন্য এই ছবিটি তৈরি করা হয়নি। আমরা বাস্তবটা তুলে ধরার চেষ্টা করেছি। ছবিটা ভালভাবে গবেষণা করার পরেই তৈরি হয়েছে”। সদ্য মুক্তি পাওয়া এই ছবির ট্রেলারে দেখা গিয়েছে বাংলায় ঘটে যাওয়া কিছু বিতর্কিত হিংসাত্মক দৃশ্য।
ছবির ট্রেলারে বাংলার রাজনৈতিক কিছু ব্যক্তিত্বদের সংলাপ ব্যবহার করা হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে একটি চরিত্রকেও এখানে দেখানো হয়েছে। মুখ্যমন্ত্রীর নামও ব্যবহার করা হয়েছে সরাসরি। ট্রেলারে দাবি করা হয়েছে ছবিটি আসলে সত্য ঘটনার উপর নির্ভর করেই বানানো।
https://twitter.com/ANI/status/1661990344471490560?s=20
আরও পড়ুন : ‘মুসলমান মাত্রই আতঙ্কবাদী…’, ‘দ্য কেরালা স্টোরি’ দেখে কলম ধরলেন তসলিমা নাসরিন
ছবিতে বলতে শোনা যাচ্ছে বাংলা অসংগঠিত হিন্দুদের জন্য দ্বিতীয় কাশ্মীর হয়ে উঠছে। রোহিঙ্গা মুসলমানদের বাংলায় ঠাঁই দেওয়ার কারণে হিন্দুদের বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। রাজ্যের তুষ্টিকরণের যে রাজনীতি চলছে তার কারণে হিন্দু উৎসবের উপর বিধিনিষেধ আরোপ হচ্ছে। উল্লেখ্য, এই ছবির চিত্রনাট্য লিখেছেন জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী ওরফে ওয়াসিম রিজভি, যিনি ২০২১ সালে হিন্দুধর্ম গ্রহণ করেছেন।
আরও পড়ুন : The Kerala Story-এর গল্প কতটা সত্যি? ধর্মান্তরিত মেয়ে শোনালেন নিজের ভয়ংকর অভিজ্ঞতা
https://www.youtube.com/watch?v=Cx-in8d-3oo