শয়তানীর শিরোমণি! জি বাংলার এই দুই দাপুটে খলনায়িকা বাস্তবে দুই বোন

বাংলা সিরিয়ালে এমন অনেক অভিনেত্রী রয়েছেন যাদের মধ্যে রক্তের সম্পর্ক আছে। দিদিকে দেখে বোন অনুপ্রাণিত হয়ে সিরিয়ালে অভিনয় করতে এসেছেন এমন উদাহরণ মিলবে ভুরি ভুরি। এবার যেমন তেমনই এক দিদি এবং বোনের হদিশ পাওয়া গেল। জি বাংলার দুই আলাদা আলাদা সিরিয়ালের খল নায়িকা নাকি বাস্তবে দুই বোন। তারা কারা জানেন? দুজনেই কিন্তু বেঙ্গল টপার সিরিয়ালে রয়েছেন এবং দুজনের জন্যই আজ জি বাংলার এই সিরিয়াল দুটোর জনপ্রিয়তা কিংবা টিআরপি এত বেশি।

জি বাংলার এই দুই খলনায়িকা বাস্তবে দুই বোন

কথা হচ্ছে তনয়া মুখার্জি এবং শ্রীতমা মুখার্জিকে নিয়ে। জি বাংলার নিম ফুলের মধু সিরিয়ালের ইশাকে দর্শকরা অনেকদিন ধরেই চেনেন। সৃজন এবং পর্ণার জীবন বহুবার অতিষ্ঠ করে তুলেছে সে। অবশ্য এমন দুর্ধর্ষ চরিত্রে তনয়া নিখুঁত অভিনয় করার কারণেই তা দর্শকদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়েছে এবং দর্শকরা সিরিয়ালের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। আর তনয়ার যোগ্য বোন হয়ে এখন জি বাংলার পরিণীতা সিরিয়ালে দাপুটে খল নায়িকার ভূমিকা নিয়েছেন তার বোন শ্রীতমা মুখার্জি।

Tanaya Mukherjee And Shritama Mukherjee

বর্তমানে জি বাংলার পরিণীতা সিরিয়ালটির জনপ্রিয়তা অনেক বেশি। বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে এই সিরিয়াল টিআরপি টপার হচ্ছে। রায়ান এবং পারুলের জুটি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। কিন্তু রায়ানের বান্ধবীর চরিত্রে শ্রীতমার অভিনয়টাও নজর কাড়া। তার দিদি তনয়া যেমন ইশা হয়ে সৃজন এবং পর্ণার মাঝে ঢুকে পড়েছিল, শ্রীতমাও বর্তমানে রায়ান এবং পারুলের সম্পর্ক ভাঙতে মরিয়া।

আরও পড়ুন : রূপকথার মত প্রেমের পর চুক্তির বিয়ে! কেন ভাঙছে নীল এবং তৃণার সংসার?

Tanaya Mukherjee And Shritama Mukherjee

আরও পড়ুন : রাঙ্গামতি তীরন্দাজের রাঙামতি আসলে কে? রইল স্টার জলসার নায়িকার আসল পরিচয়

বিশেষ করে পারুলের সঙ্গে শ্রীতমার যে খুনসুটি, কিংবা সাপে নেউলে সম্পর্ক লেগেই রয়েছে, পারুল যেভাবে প্রতি পদে পদে শ্রীতমার চরিত্রটিকে উচিত শিক্ষা দেয় সেটা দর্শকরা বেশ উপভোগ করেন। জি বাংলার এই দুই খলনায়িকার অভিনয় আপনার কেমন লাগে? আপনি কি জানতেন তনয়া এবং শ্রীতমা আসলে দুই বোন?