শুধু একজন দুর্দান্ত অভিনেতা নয়, একজন তুখোড় রাজনীতিবিদ ছিলেন তাপস পাল (Tapas Paul)। আজ তিনি হয়তো সশরীরে আমাদের সঙ্গে নেই কিন্তু আজও তাপস পাল আমাদের মধ্যে বেঁচে রয়েছেন তার শত শত সিনেমার মধ্যে। সম্প্রতি জানা গেছে, তাপস পালের স্ত্রী নন্দিনী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আঁকা দুটি ছবি বিক্রি করে দিতে চাইছেন। কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন তিনি?
তাপস পালের জীবনের শেষ সময়টা খুব একটা সুখকর ছিল না কারণ রাজনীতিতে থাকাকালীন তিনি একটি বিতর্কিত মন্তব্য করে জনগণের ক্ষোভের সম্মুখীন হয়েছিলেন। যদিও পরবর্তীকালে তিনি হাতজোড় করে সকলের থেকে ক্ষমা চেয়ে নেন তাও তাপস পালের ভাবমূর্তি বেশ খানিকটাই নষ্ট হয়ে গিয়েছিল তার মৃত্যুর আগে।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাপস পালের পত্নী বলেন, “আমি শুনেছি দিদি খুব গুণী। দিদি ভাল লেখেন এবং ভালো ছবি আঁকেন। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় তাপসের হাত দিয়ে আমি ওনাকে অনেক অয়েল পেইন্টিং, ক্যানভাস পাঠাতাম। উনি বসে বসে পেন্টিং করতেন সেখানে। তাপসকেও দুটি পেইন্টিং উপহার দিয়েছিলেন তিনি।”
নন্দিনী আরো বলেন, “আমি শুনেছি ওনার এক একটি আঁকা ভালো দামে বিক্রি হয়। আমার টাকাটা ভীষণ দরকার। কেউ যদি ইচ্ছুক থাকেন তাহলে ওই আঁকা দুটো আমি বিক্রি করে দিতে চাই। আমাদের এই মুহূর্তে অর্থের ভীষণ প্রয়োজন তাই এই সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি।” বোঝাই যাচ্ছে, তাপস পত্নী সর্বসমক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিক্রি করে দিতে চাইছেন।
আরও পড়ুন : সব সম্পত্তি হারিয়ে আজ নিঃস্ব! কোথায় হারিয়ে গেলেন লোকেশ ঘোষ?
আরও পড়ুন : ‘নিজের দোষেই জীবন হারাল’, তাপস পালের মৃত্যু নিয়ে অকপট চিরঞ্জিত
স্বাভাবিকভাবেই তাপস পত্নীর এই সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে না হতেই অনেক রকম কমেন্ট উড়ে আসে তাপস পত্নীর দিকে। আবার অনেকে এ-ও বলেছেন, অভিষেক বা তাপস পালের মতো বড় বড় তারকারা যখন না ফেরার দেশে চলে যান তখন তাদের সংসারের যে কতখানি বেহাল দশা হয়ে যায় তা এই সমস্ত সাক্ষাৎকার দেখেই আরো বেশি স্পষ্ট হয়ে যায়। টলিউড ইন্ডাস্ট্রির উচিত তারকাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা এবং তারা ঠিক কেমন ভাবে বর্তমানে রয়েছেন, সেদিকে কিছুটা হলেও নজর রাখা।