কেমন দেখতে মুকেশ আম্বানির বাড়ি, ঘুরে দেখুন অ্যান্টিলিয়ার অন্দরমহল

Mukesh Ambani House Inside : ভারত তথা এশিয়ার সবথেকে দামি এবং বিলাসবহুল বাড়ি হল অ্যান্টিলিয়া (Antilia)। যেখানে সপরিবারে থাকেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। মুম্বাইয়ের বুকে প্রায় ২৭ তলার এই বাড়ি নিঃসন্দেহে সাধারণের কাছে যেন একটা দর্শনীয় স্থান। মুকেশ আম্বানি ও নীতা আম্বানি (Nita Ambani) -র বাড়ির বাইরের ডিজাইন নজরকাড়া। তবে বাড়ির বাইরেটা দেখে কিন্তু ভেতরের সাজসজ্জা সম্পর্কে কোনও আন্দাজ করা যায় না।

কেমন দেখতে মুকেশ আম্বানির বাড়ির অন্দরমহল?

আসলে অ্যান্টিলিয়ার ভিতরে সমস্ত ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। তিনটি হেলিপ্যাড, স্পা, বলরুম, টেরেস গার্ডেন থেকে শুরু করে ৪০ টি আসন বিশিষ্ট থিয়েটার, বলতে গেলে এই একটি বাড়ির মধ্যেই আস্ত এক শহর ঢুকিয়ে ফেলেছেন মুকেশ আম্বানি। অত্যন্ত উন্নত প্রযুক্তিতে বানানো হয়েছে অ্যান্টিলিয়াকে। বাড়িটি রিখটার স্কেলে ৮ মাত্রা পর্যন্ত ভূমিকম্প সহ্য করতে পারে।

Mukesh Ambani`s Antilia House Inner View

মুকেশ আম্বানির এই প্রাসাদপম বাড়িটিকে লন্ডনের বাকিংহাম প্যালেসের পর বিশ্বের দ্বিতীয় দামি সম্পত্তি বলে বিবেচনা করা হয়। এখন এই বাড়িটির বাজার মূল্য ২ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৫০০ কোটি টাকা। অ্যান্টিলিয়ার মধ্যে গাড়ি থেকে হেলিকপ্টার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানে ১৬৮ টি গাড়ি পার্ক করা যায়।

অ্যান্টিলিয়ার বেশ কয়েকটি ফ্লোরজুড়ে মিটিং এরিয়া গড়ে তোলা হয়েছে। কাঠের মেঝে এবং কাঁচের প্যানেলিং সহ বাঁকানো সিঁড়ি, টেরাকোটা রংয়ের সোফা এবং দেওয়ালে ঝোলানো সুন্দর সুন্দর পেইন্টিং এই মিটিং এরিয়াকে আরও আকর্ষণীয় করে তোলে। বাড়ির প্রত্যেক সদস্যদের নিজস্ব ঘরগুলিও খুব সুন্দর করে সাজানো। বিশেষ করে মুকেশ-নীতার একমাত্র কন্যা ইশা আম্বানি (Isha Ambani) -র ঘরের অন্দর সজ্জা দেখলে চমকে যাবেন।

Mukesh Ambani`s Antilia House Inner View

আরও পড়ুন : কত টাকার মালিক মুকেশ আম্বানির ছোট বউমা Radhika Merchant

আম্বানি পরিবারের যে কোনও অনুষ্ঠানের আয়োজন করার জন্য বিশেষ হল রয়েছে এই বাড়িতে। ছবি দেখেই বুঝতে পারছেন এই হলটি কি বৃহৎ এবং কত সুন্দর করে সাজানো। নীতা আম্বানির শেয়ার করা বিভিন্ন ছবিতেও অ্যান্টিলিয়ার ভেতরের ঝলক পাওয়া যায়। এই ছবিগুলি প্রমাণ করে দেয় যে মুকেশ-নীতার স্বপ্নের রাজপ্রাসাদে জাঁকজমকের কোনও অভাব নেই।

Mukesh Ambani`s Antilia House Inner View

আরও পড়ুন : মুকেশ আম্বানির বাড়িতে ১ মাসে কত টাকা ইলেকট্রিক বিল আসে?

অ্যান্টিলিয়ার অন্দরমহল সুন্দর করে সাজানোর জন্য অনেক বড় বড় আয়নাও ব্যবহার করা হয়েছে। ফটোশুটের জন্য নীতা আম্বানিকে বাইরে কোথাও যেতে হয় না। তিনি তার বাড়িতেই আরামসে সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিউ পেয়ে যান। এই বাড়িতেই মুকেশ এবং নীতা পুত্র-পুত্রবধূ এবং নাতি-নাতনিদের সঙ্গে থাকেন। তাদের মেয়ে ইশা বিয়ের পর স্বামী আনন্দ পিরামলের সঙ্গে ওরলিতে থাকেন।