Taimur Ali Khan Nanny Salary : বলিউড (Bollywood) তারকাদের সন্তান, মানেই তারা ভবিষ্যতের সুপারস্টার। তবে শুধু ছবিতে অভিনয় করলেই যে সুপারস্টার হওয়া যায় এমন তো নয়। জন্মের পর থেকেই কার্যত লাইমলাইট পেয়ে বড় হন বলিউডের স্টারকিডরা। তবে জনপ্রিয়তার বিচারে সব্বাইকে টেক্কা দিয়েছে সাইফ আলি খান এবং করিনা কাপুরের বড় ছেলে তৈমুর আলি খান (Taimur Ali Khan)।
তৈমুরের জন্মের পর থেকেই একগুচ্ছ ক্যামেরা সবসময় তাকে ঘিরে ধরে। সইফিনার ছোট্ট-মিষ্টি সন্তানকে এক ঝলক পাওয়ার জন্য সারাদিন অপেক্ষা করে থাকেন পাপারাজ্জিরা। তবে একা তৈমুর নন, তার আয়াও কিন্তু ভীষণ জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে। দিনভর তিনি তৈমুরের খেয়াল রাখেন। এই কাজের জন্য তিনি মাসে কত টাকা বেতন পান জানেন?
তৈমুর আলি খানের আয়া কিংবা ন্যানি সবসময় তাকে আগলে রাখেন নিজের সন্তানের মত। বলতে গেলে মা করিনার থেকেও আয়ার কাছেই বেশি সময় কাটায় ছোট্ট তৈমুর। বাড়িতে তো বটেই, বাড়ির বাইরে কোথাও যেতে হলেও সবসময় তৈমুরের আয়া তার সঙ্গে থাকেন। প্লে স্কুলে যাওয়া হোক কিংবা কোনও বলিউড পার্টি বা আত্মীয়দের বাড়িতেও করিনা তৈমুরকে নিয়ে যেতে হলে আয়াকে সঙ্গে রাখেন সবসময়।
পরনে সাদা বা হালকা নীল রঙের পোশাক, কাঁচা-পাকা চুলের মাঝ বয়সী ন্যানিকে খুবই পছন্দ করে তৈমুর। সর্বদা তার মুখে হাসি লেগেই রয়েছে। তিনি একজন প্রকৃত অভিভাবকের মত যেমন তৈমুরকে ভালবাসেন তেমন শাসনও করেন। আবার প্রয়োজনে তৈমুরের জন্য তাকে উগ্রমূর্তি ধারণ করতেও দেখা যায়। বিশেষ করে যখন পাপারাজ্জিরা হামলে পড়েন তৈমুরের উপর তখন রুখে দাঁড়ান ন্যানি।
তৈমুর সব সময় তার ন্যানির সঙ্গে থাকতে পছন্দ করে। সেইফ আলি খান এবং করিনাও আয়ার দায়িত্বে ছেলেকে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে রয়েছেন। স্বাভাবিকভাবেই এমন এক গুরুদায়িত্ব সামলাচ্ছেন যিনি তার পারিশ্রমিকের অংকটা নেহাত কম নয়। সোশ্যাল মিডিয়ার বাসিন্দারা সেই অংকটা জানতে চান। পতৌদি নবাব বংশের বংশধরের দেখভাল করে তার আয়া যে পারিশ্রমিক পান অংকটা কল্পনাও করতে পারবেন না।
আরো পড়ুন : বলিউড তারকাদের এক মাসের বিদ্যুৎ খরচ কত? বিল দেখলে আপনি আঁতকে উঠবেন
শোনা যায় তৈমুরকে দেখাশোনার জন্য আয়াকে প্রতিমাসে ২ লক্ষ টাকা করে পারিশ্রমিক দেন সইফিনা। করিনা এবং সইফ দুজনেই একবার একটি সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছিলেন তাদের সন্তানের সুরক্ষার জন্য এই টাকার অংকটা কিছুই না। তৈমুর তার ন্যানির কাছে ভালো থাকে, সুরক্ষিত থাকে। তাই তো তারাও নিশ্চিন্তে আপন আপন কাজে মন দিতে পারেন।
আরো পড়ুন : নামেই নবাব! ৫০০০ কোটির সম্পত্তির কানাকড়িও পাবে না সইফের ছেলেমেয়েরা, কেন জানেন?