স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলা এখন হঠাৎ হঠাৎ ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে। বেশ কিছুদিন আগে পর্যন্ত সিরিয়াল বন্ধ হওয়ার একমাত্র কারণ ছিল টিআরপি কম থাকা। কিন্তু এখন দেখা যাচ্ছে টিআরপি ভালো থাকলেও বেশ কিছু সিরিয়ালকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এমনকি কলাকুশলীরা আগে থেকে কিছু জানতেও পর্যন্ত পারছেন না। সেটে গিয়ে শুনছেন আজই সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে।
সম্প্রতি স্টার জলসার একটি সিরিয়ালের সঙ্গে এমনটাই ঘটেছে। আগের রাত পর্যন্ত কলাকুশলীরা কেউ কিছু জানতেও পারেননি। সকালে সেটে গিয়ে সবারই মাথায় বাজ পড়ার মত অবস্থা হয়। কথা হচ্ছে স্টার জলসার ধূলোকণা (Dhulokona) সিরিয়ালটিকে নিয়ে। এই সিরিয়াল চার সপ্তাহ আগে পর্যন্ত টিআরপিতে টপার ছিল। লালন-ফুলঝুরির জীবনের ওঠা-পড়া, প্রেম-বিচ্ছেদ নিয়ে বেশ ভালই এগোচ্ছিল গল্প। হঠাৎ ঘটে গেল ছন্দপতন।
আচমকাই চ্যানেলের তরফ থেকে এই সিরিয়াল থেকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ এই সপ্তাহের টিআরপি তালিকাতেও দুর্ধর্ষ রেজাল্ট করেছে ধূলোকণা। হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল সিরিয়াল? কেউই তা জানেন না। সেটের কলাকুশলী থেকে আরম্ভ করে শিল্পীরা কেউ জানতেন না এই খবরটা। প্রতিদিনের মত বুধবার শুটিং করতে গিয়েই তারা প্রথম খবরটা জানতে পারেন।
কেন হঠাৎ এরকম সিদ্ধান্ত নেওয়া হল? ‘ধুলোকণা’র অঙ্কুর তথাগত মুখোপাধ্যায় বলেছেন আচমকাই ধারাবাহিক বন্ধ হয়েছে। কিন্তু কেন এই সিদ্ধান্ত নেওয়া হল তা তার জানা নেই। একই কথা শোনা গেল শ্বেতা মিশ্রের মুখেও। সিরিয়ালে তিনি চড়ুইয়ের ভূমিকাতে অভিনয় করছিলেন। ধুলোকণার শেষ মানে চড়ুইয়েরও পথ চলার শেষ হল। এই সিরিয়ালে অভিনয় করে তিনি অনেক জনপ্রিয়তা পেয়েছিলেন।
শ্বেতা বলেছেন, “ধারাবাহিক কেন বন্ধ হচ্ছে আমরা তা জানি না। কিন্তু সহকর্মীদের জন্য মন খারাপ হবে। কাল সেটে গিয়ে সকলের সঙ্গে দেখা করে এসেছি।” ধারাবাহিক বন্ধ হওয়ার খবর সম্পর্কে নিশ্চিত করে দিয়েছেন লীনা গাঙ্গুলী। সংবাদ মাধ্যমের কাছে তিনি জানিয়েছেন সিরিয়ালটি বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু কেন বন্ধ হচ্ছে সেই কারণটা তিনি ফাঁস করেননি।
এই সপ্তাহে টিআরপি তালিকাতেও ধুলোকণা দারুন রেজাল্ট করেছে। তার সত্ত্বেও সিরিয়ালের এই পরিণতি মেনে নিতে পারছেন না দর্শকরা। টিআরপি এই ধারাবাহিক বন্ধ হওয়ার কারণ নয়। তাহলে কি বারবার বিয়ে এবং পরকীয়া দেখানোর জন্য অবিরাম ট্রোলিংয়ের চোটেই শেষ হয়ে গেল স্টার জলসার এত জনপ্রিয় এই ধারাবাহিকটি? উত্তর হয়ত জানা যাবে না কোনদিনই।