৩ মাসেই চ্যানেলের কোপে সিরিয়াল, জি বাংলাকে হুঁশিয়ারি দিয়ে কঠোর পদক্ষেপ নিলেন স্বস্তিকা

ইদানিং বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) ভাগ্য নির্ধারণ করছে শুধুই টিআরপি। টিআরপি (TRP) ছাড়া কোনও সিরিয়ালটিকে থাকতে পারছে না। টিআরপি না থাকলে তিন মাসের মাথাতেও সিরিয়াল বন্ধ করে দিতে দুবার ভাবছে না চ্যানেলগুলো। স্টার জলসা এবং জি বাংলা (Zee Bangla), ২ চ্যানেলে এখন টিআরপি রেষারেষি চলছে। তার মাঝে বলি হচ্ছে নতুন সিরিয়ালগুলো।

জি বাংলার ‘তোমার খোলা হাওয়া’ (Tomar Khola Hawa) সিরিয়ালটি শুরু হয়েছিল তিন মাস আগে। কিন্তু বিপরীতে অনুরাগের ছোঁয়া রয়েছে। টিআরপি টপার এই সিরিয়ালের কাছে ধোপে দেখতে পারছে না শুভঙ্কর সাহা এবং স্বস্তিকা দত্তের (Swastika Dutta) সিরিয়ালটি। তাই শোনা যাচ্ছে নতুন সিরিয়াল এনে নাকি ‘তোমার খোলা হাওয়া’কে সরিয়ে দেওয়া হবে দুপুরের স্লটে।

TOMAR KHOLA HAWA

কিন্তু ধারাবাহিকের নায়িকা নাকি বেঁকে বসেছেন চ্যানেলের এই সিদ্ধান্তে। দুপুরের স্লটে সিরিয়ালকে পাঠিয়ে দেওয়া মানে তার টিআরপি আরও কমবে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হল সিরিয়াল দেখার জন্য আদর্শ সময়। কিন্তু স্বস্তিকা দত্তের এই সিরিয়ালটির কপালে প্রাইম টাইম জুটছে না। এমতাবস্থায় সিরিয়ালের নায়িকা ঝিলমিল নাকি একটা চরম সিদ্ধান্ত নিয়েছেন।

এরই মধ্যে রাত সাড়ে নটার প্রাইম টাইম থেকে তোমার খোলা হাওয়াকে দুপুর তিনটের সময় পাঠিয়ে দেওয়া হয়েছে। টিআরপি লাগাতার কমতে থাকার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল। আর তারপরে সোশ্যাল মিডিয়াতে একটি খবর ঘুরতে শুরু করেন। বিভিন্ন ফ্যান পেজে আলোচনা হচ্ছে স্বস্তিকা দত্ত নাকি চ্যানেলকে খোলামেলা হুঁশিয়ারি দিয়েছেন।

TOMAR KHOLA HAWA

দাবি করা হচ্ছে অভিনেত্রী নাকি চ্যানেলকে বলেছেন যদি দুপুর থেকে তার সিরিয়ালের সম্প্রচার হয় তাহলে তিনি সিরিয়াল ছেড়ে দেবেন। তার জন্য NOC এও নাকি দেবেন তিনি। চ্যানেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে আগামী ২৭ শে মার্চ থেকে তোমার খোলা হাওয়া দুপুর তিনটের সময় সম্প্রচারিত হবে। আর ঘরে ঘরে জি বাংলা ওই একই দিন থেকে আড়াইটা থেকে সম্প্রচারিত হবে।

TOMAR KHOLA HAWA

অর্থাৎ একসঙ্গে এবার দুটি শোয়ের উপরে কোপ বসিয়েছে চ্যানেল। তার মধ্যে একটি সিরিয়াল এবং অন্যটি গেম শো। ১৭ বছর পর সুদীপার রান্নাঘরকে সরিয়ে সেই জায়গায় এসেছিল নতুন গেম শো ঘরে ঘরে জি বাংলা। কিন্তু টিআরপিতে রান্নাঘরের সমান পয়েন্ট পাচ্ছে নতুন গেম শো। তাই ‘তোমার খোলা হাওয়া’র সঙ্গে সরানো হচ্ছে ঘরে ঘরে জি বাংলাকেও।