মা হলেন শুভশ্রী, রাজ-শুভশ্রীর কোল জুড়ে এল ফুটফুটে সন্তান

অবশেষে সব প্রতীক্ষার হল অবসান। দ্বিতীয়বার মা হলেন শুভশ্রী গাঙ্গুলী। গত জুন মাসে দ্বিতীয় প্রেগনেন্সির খবর জানিয়েছিলেন টলিউডের এই অভিনেত্রী। তখনই জানা গিয়েছিল রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী এবার দ্বিতীয় সন্তানের মুখ দেখবেন খুব শীঘ্রই। অবশেষে এসে গেল সেই শুভ দিন।

বৃহস্পতিবার সকালে শুভশ্রীর সঙ্গে রাজ একটি সেলফি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে। তাতে লেখা ছিল ভেরি গুড মর্নিং। তাদের দুজনেরই হাতের আঙুলের ইশারা রয়েছে শুভশ্রীর বেবিবাম্পের দিকে। অর্থাৎ হাসপাতালে রওনা হওয়ার আগেই তারা এই ছবিটি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। তাতে হবু মা এবং সন্তানের উদ্দেশ্যে শুভেচ্ছার বার্তায় ভরিয়ে দিয়েছিলেন সেলিব্রিটি ও নেটিজেনরা।

RAJ CHAKRABORTY AND SUBHASHREE GANGULY

যদিও এর আগে শুভশ্রী জানিয়েছিলেন ডিসেম্বরেই তাদের সংসারে ছোট্ট সদস্যের আগমন হবে। কিন্তু এগিয়ে এল সেই দিনক্ষণ। ডিসেম্বর অব্দি অপেক্ষা করতে হল না আর। নভেম্বরে শেষ দিনেই সন্তানের জন্ম দিলেন তিনি। রাজ এবং শুভশ্রী ইউভানের পর এবার এক ফুটফুটে কন্যা সন্তানের বাবা-মা হলেন। আর ইউভান হয়ে গেল বড় দাদা।

উল্লেখ্য, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে লকডাউনের সময় ইউভান এসেছিল রাজ এবং শুভশ্রীর কোলে। ইউভান বলতে গেলে জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ার সেনসেশনে পরিণত হয়। তবে এবার তাতে ভাগ বসাতে চলে এলো তার ছোট্ট বোন। শুভশ্রী অবশ্য দ্বিতীয়বারের ক্ষেত্রে মনেপ্রাণে চেয়েছিলেন তার যেন মেয়েই হয়।

RAJ CHAKRABORTY AND SUBHASHREE GANGULY

আরও পড়ুন : কেন ভেঙেছিল রাজ-মিমির সম্পর্ক? ফাঁস হল আসল কারণ

ছেলের বয়স তিন বছর হলে তার খেলার সঙ্গী হিসেবে আরেকটি সন্তানকে যে আনবেন, তা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন রাজ ও শুভশ্রী। সবকিছু সেই প্ল্যান মাফিকই চলছে। পার্ক স্ট্রিট সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় শুভশ্রীকে। সেখানেই কন্যা সন্তানের জন্ম দিলেন শুভশ্রী। রাজ চক্রবর্তী নিজেই এই সুখবর জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন : ক্লাস এইটেই প্রথম মা হয়েছিলেন! ইউভান নয়, ফাঁস হল শুভশ্রী গাঙ্গুলীর প্রথম সন্তানের পরিচয়

আরও পড়ুন : দেব-শুভশ্রী থেকে রচনা, টলিউড তারকাদের ফ্ল্যাটের দাম কত?

শুভশ্রী অবশ্য অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ করে গিয়েছেন। গত সপ্তাহ পর্যন্ত তিনি শুটিং সেটেই কাজের মধ্যে ডুবেছিলেন। একটি সাক্ষাৎকারে শুভশ্রীকে বলতে শোনা যায়, “ঈশ্বর প্রতিমুহূর্তে নারী সৃষ্টি করছেন‌। এটা আমার তার কাছে অল্পই চাওয়া, আমি যেন কন্যা সন্তানের জন্ম দিই এবার।” এই খবর পাওয়ামাত্রই সোশ্যাল মিডিয়াতে উপচে পড়ছে শুভেচ্ছা।

আরও পড়ুন : মালাবদল থেকে সিঁদুর দান, রইল অভিনেত্রী শ্রীপর্ণা রায়ের বিয়ের ছবি এবং পাত্রের পরিচয়