স্টার জলসা নাকি জি বাংলা, কোন চ্যানেলের মহালয়া এবছর সেরা, রইল ফলাফল

স্টার জলসা (Star Jalsha), জি বাংলা (Zee Bangla) এবং কালার্স বাংলা (Colours Bangla) গত ২৫শে সেপ্টেম্বর মহালয়া (Mahalaya) উপলক্ষে নিজের নিজের চ্যানেলে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করেছে। স্টার জলসার (Star Jalsha) যা চন্ডী (Ja Chondi), জি বাংলার (Zee Bangla) সিংহবাহিনী ত্রিনয়নী (Singhabahini Trinoyoni) এবং কালারস বাংলার (Colors Bangla) দেবী দশমহাবিদ্যা (Debi Dasomohabidya) দেখে দর্শকদের প্রতিক্রিয়া কেমন? মহালয়া ২০২২-এ তিন চ্যানেলের মধ্যে সবথেকে বেশি নম্বর তারা কাকে দিচ্ছেন?‌ আজ এই প্রতিবেদনে রইল সেই ফলাফল।

প্রথমেই আসা যাক কালার্স বাংলার মহালয়া প্রসঙ্গে। কালার্স বাংলাতে ঋতুপর্ণা সেনগুপ্তকে দেবী দূর্গা হিসেবে উপস্থাপন করা হয়। সেই সঙ্গে বাংলা টেলিভিশনের সিরিয়ালের নায়িকারা ছিলেন দেবী দূর্গার নানা রূপে। ঋতুপর্ণাকে নিয়ে মহালয়া বানানোর খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছিল ট্রোলিং। এই মহালয়া দেখার পরেও কিন্তু অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল চ্যানেলকে।

ঋতুপর্ণাকে দেবী দূর্গা সাজানো নিয়ে শুধু নয়, কালার্স বাংলাতে মহাদেবকে কান্নাকাটি করতে দেখেও চটে গিয়েছিলেন দর্শকরা। একটি সমীক্ষায় জানা গিয়েছে কালার্স বাংলার মহালয়াকে কেবল ৪ শতাংশ ভোট দিয়েছেন দর্শকরা। তবে জি বাংলা এবং স্টার জলসার মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলেছে। এই দুই চ্যানেলের মধ্যে দর্শকদের বিচারে সেরার সে কে হল?

জি বাংলাতে এবার টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে দূর্গা সাজানো হয়েছিল। এছাড়া সিরিয়ালের নায়িকারা ছিলেন দেবী দূর্গার নানা রূপে। ছিলেন ‘মিঠাই’ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু, ‘যমুনা ঢাকি’র শ্বেতা ভট্টাচার্য, ‘এই পথ যদি না শেষ হয়’ থেকে অন্বেষা হাজরা, ‘অপরাজিতা অপু’র সুস্মিতা দে, ‘পিলু’ ধারাবাহিকের ইধিকা পাল এবং অন্যান্যরা।

Who will be the Durga of Star Jalsha Here is the Mahalaya Promo

যেহেতু এই মহালয়াতে মিঠাই ছিল তাই মিঠাই ভক্তদের বিচারে জি বাংলার মহালয়াই সবার সেরা। কিন্তু দর্শকদের সামগ্রিক বিচারে জি বাংলার মহালয়া পেয়েছে মাত্র ৩৭ শতাংশ ভোট। দর্শকরা জানাচ্ছেন জি বাংলার মহালয়ার মধ্যে নতুনত্ব বলতে কিছুই ছিল না। দর্শকদের চোখে জি বাংলার মহালয়া অন্যান্যবারের মতই সাধারণ লেগেছে।

এদিকে দর্শকদের একটা বড় অংশের ভোট পেয়ে এই ভোটাভুটিতে কিন্তু এগিয়ে রয়েছে স্টার জলসার মহালয়া। প্রায় ৫৮ শতাংশ দর্শকের সমর্থন পেয়েছে স্টার জলসা। স্টার জলসাতে চমক বাড়ানোর জন্য টলিউড থেকে কোনও নায়িকাকে আনা হয়নি। বরং সিরিয়ালের নায়িকাদের দিয়েই অভিনবভাবে মহালয়ার সম্প্রচার হয়েছে। তাই সোনামণি সাহা, শোলাঙ্কি রায়দের মহালয়াকে শ্রেষ্ঠ বলে মানছেন দর্শকরা।