ফের বদলে গেল স্টার জলসার টাইম স্লট, কখন কোন সিরিয়াল দেখবেন, রইল নতুন টাইম স্লট

স্টার জলসায় অগস্টে শুরু হয়েছে কিছু নতুন সিরিয়াল। ফলে বদলে গেছে ধারাবাহিকের সময়ও। স্টার জলসায় এই মাসেই আসতে চলেছে একাধিক নতুন সিরিয়াল। ৫ সেপ্টেম্বর তারিখ থেকে শুরু হচ্ছে কল্প কাহিনী নির্ভর নতুন ধারাবাহিক বিক্রম বেতাল। দর্শকদের জন্য বিকেল থেকেই প্রতিদিন বিনোদনের ঝুলি নিয়ে বসে বাংলা ধারাবাহিকগুলি। তবে গত মাসে হঠাৎই একগুচ্ছ নতুন ধারাবাহিক আসার কথা ঘোষণা করে স্টার জলসা। যার মধ্যে কিছু শুরু হয়ে গিয়েছে। কিছু আবার শুরু হতে চলেছে।

ফলে বদলে গিয়েছে ধারাবাহিক সম্প্রচারের সময়ও। চলুন দেখে নেই জলসায় কোন মেগা কখন দেখবেন। এবার জেনে নিন ৫ই সেপ্টেম্বর থেকে স্টার জলসার প্রত্যেকটি ধারাবাহিক এবং রিয়েলিটি শো কবে কখন সম্প্রচারিত হবে এবং সেইসঙ্গে এই তালিকায় রইল সব সিরিয়ালের রিপিট টেলিকাস্টের সময়টাও (Star Jalsha All Serials Telecasting And Repeat Telecasting Times।

Kuasha Biswas Wins Over Audience Hearts on Aay tobe Sohochori serial Last Episode

স্টার জলসায় এই মাসের ৫ তারিখ থেকে শুরু হচ্ছে ‘বিক্রম বেতাল’। অদ্রিজা রায় জয় মুখার্জি এবং শুভাশিস মুখার্জির নতুন ধারাবাহিক সম্প্রচার হবে বিকেল ৫টায়। এরপর ৫.৩০-এ আসবে গুড্ডি। রিপিট টেলিকাস্টের সময়গুলি হল  ভোর ৩.৩০টে, সকাল ৮.৩০টা এবং দুপুর ১২.০০টা। নবাব নন্দিনী ধারাবাহিকের সময় বিকেল ৬টা। রিপিট টেলিকাস্ট হবে রাত ১১.৩০টা, ভোর ৫.৩০টা, সকাল ৯.৩০ টা এবং দুপুর ২.০০টোয়। আর তারপর ৬.৩০-এ আসবে সাহেবের চিঠি। এরপর ভোর ৬.৩০টা এবং ১.০০ টাতেও দেখা যাবে এই ধারাবাহিক।

সন্ধ্যে ৭.০০টায় গাঁটছড়া। এছাড়াও দুপুর ১.৩০টা, সকাল ৬.০০ টা, সকাল ১০.৩০ টা এবং বিকেল ৩.০০টের সময় দেখা যাবে। এরপর আলতা ফড়িং। সন্ধ্যা ৭.৩০টা ছাড়াও ভোর ৪.৩০টে, সকাল ৯.০০টা এবং দুপুর ২.৩০ টের সময় সম্প্রচারিত হবে এটি। রাত ৮টায় ধুলোকণা আর ৮.৩০-এ মাধবীলতা। রাত ১২.৩০, সকাল ৭.৩০, বিকেল ৪.০০ টা রিপিট টেলিকাস্ট লালন-ফুলঝুরির। আর মাধবীলতার পুনসম্প্রচার হবে ভোর ৩.০০, সকাল ৮.০০, এবং দুপুর ৩.৩০টার সময়।

সোনামনি সাহার এক্কা দোক্কা রাত ৯.০০টা, রাত ২.৩০টা, সকাল ১০.০০ এবং বিকেল ৪.৩০ টার সময় দেখতে পাবেন। আর অনুরাগের ছোঁয়া সম্প্রচারের সময় রাত সাড়ে ৯টা। এরপর ভোর ৫.০০ এবং দুপুর ১২.৩০টার সময় দেখা যাবে। রাত ১০টায় ‘আয় তবে সহচরী’। তবে খুব জলদি বন্ধ হয়ে যাবে এটি। সম্ভবত এই স্লটেই আসবে হরগৌরী পাইস হোটেল।  গোধূলি আলাপ রাত ১০.৩০টা, রাত ২.০০, সকাল ১১.৩০টার সময় সম্প্রচার হবে। আর রাধা কৃষ্ণ থাকছে রাত ১১টায়। পুনসম্প্রচারের সময় সকাল ৭.০০, দুপুর ১.৩০টা।