গৌরী ঝড়ে কাবু মিঠাই, লালনকে মেরে ধুলোকণাও জলে, কে হল টিআরপি টপার

একটি সপ্তাহ পেরিয়ে আরও একটি বেশি দিনের অপেক্ষা। এই সপ্তাহে বৃহস্পতিবারের বদলে শুক্রবার প্রকাশিত হয়েছে বাংলা টেলিভিশনের (Bengali Telivision) ফলাফল। এই প্রকাশিত টিআরপি (TRP) ফলাফলে বাংলা টেলিভিশনের কোন চ্যানেল রইল এগিয়ে? কোন সিরিয়াল হল সেরার সেরা? আজ এই প্রতিবেদনে রইল সেরা ১০ বাংলা সিরিয়ালের তালিকা।

গত সপ্তাহে সমস্ত বাংলা সিরিয়ালের মধ্য থেকে সেরা হয়েছিল মিঠাই রানী। কিন্তু এই সপ্তাহে মিঠাইকে টেক্কা দিয়ে বেরিয়ে গেল একই চ্যানেলে আরও একটি ধারাবাহিক। এই সপ্তাহের বেঙ্গল টপার মিঠাই নয়, আবার প্রতিপক্ষ স্টার জলসার গাঁট ছড়াও নয়, বেঙ্গল টপার হয়েছে গৌরী এল। ৮.২ নম্বর পেয়ে গৌরী মিঠাই আর খড়িকে পেছনে ফেলে দিল।

মিঠাই রানী রয়েছে দ্বিতীয় স্থানে। ৮.১ নম্বর পেয়ে মিঠাই দ্বিতীয় স্থান দখল করতে পেরেছে। অন্যদিকে সিংহ রায় পরিবারের ফ্যাশন শোয়ের অংশগ্রহণের এই টানটান উত্তেজনাময় পর্বগুলো ধারাবাহিকটিকে তৃতীয় স্থান পর্যন্ত এগিয়ে নিয়ে গিয়েছে। ৭.৮ নম্বর পেয়েছে স্টার জলসার এই ধারাবাহিকটি। চতুর্থ স্থানে রয়েছে আলতা ফড়িং।

৭.৭ নম্বর পেয়েছে আলতা ফড়িং। অন্যদিকে লক্ষ্মী কাকিমা সুপারস্টার ৭.৩ নম্বর পেয়ে রয়েছে পঞ্চম স্থানে। ৭.২ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ধুলোকণা। লালনকে মেরে দিয়েও ধারাবাহিকের টিআরপি বাড়ানো গেল না। ষষ্ঠ স্থানে ছিটকে গেল ধূলোকণা। ৬.৭ নম্বর পেয়ে সপ্তম স্থানে রইল উমা। উল্লেখযোগ্যভাবে শেষ সপ্তাহেও কিন্তু উমা সেরা দশের মধ্যে জায়গা ধরে রাখতে পেরেছে।

Star Jalsha Dhulokona May go Off Air Soon

অনুরাগের ছোঁয়া অষ্টম স্থানে রয়েছে। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৩। অন্যদিকে নতুন ধারাবাহিক মাধবীলতা কিন্তু প্রথম সপ্তাহেই টিআরপি তালিকাতে জায়গা করে নিয়েছে। ৬.২ নম্বর পেয়ে নবম স্থানে রয়েছে এই ধারাবাহিক। খেলনা বাড়ি পেয়েছে ৫.৯ নম্বর। তবে এক্কাদোক্কা, সাহেবের চিঠি ধারাবাহিকগুলো তুলনামূলকভাবে পিছিয়ে পড়েছে।

অন্যদিকে মাধবীলতা রীতিমত চমক দেখিয়েছে টিআরপি তালিকায়। প্রথম সপ্তাহে এই ধারাবাহিক দর্শকদের মন জয় করে নিয়েছে। ধারাবাহিকে নাম ভূমিকার অভিনয় করছেন শ্রাবণী ভূঁইয়া। একটি আদিবাসী মেয়ের জঙ্গল বাঁচানোর লড়াইয়ের এই কাহিনীটা দর্শকদের কাছে ভালই প্রশংসা পাচ্ছে। অন্যদিকে নায়কের সঙ্গে তার রোমান্সটাও বেশ উপভোগ করছেন দর্শকরা।