ফের বদলে গেল স্টার জলসার টাইম স্লট, প্রকাশ্যে এল ‘গুড্ডি’ ধারাবাহিকের সম্প্রচারের দিনক্ষণ

এক পাহাড়ি মেয়ের পুলিশ অফিসার হয়ে ওঠার স্বপ্ন পূরণের গল্প নিয়ে আসছে গুড্ডি (Guddi)। একঝাঁক নতুন ধারাবাহিক নিয়ে নতুন করে পথ চলা শুরু করেছে স্টার জলসা (Star Jalsha)। আলতা ফড়িং, গাঁটছড়া, খুকুমণি হোম ডেলিভারির পর এবার আসছে গুড্ডি। ধারাবাহিকে প্রোমো দর্শক ইতিমধ্যেই দেখেছেন। তবে গুড্ডির সম্প্রচারের সময় নিয়ে নানা জল্পনা চলছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ধারাবাহিকের সম্প্রচারের দিনক্ষণ জানালো চ্যানেল কর্তৃপক্ষ।

জি বাংলার বিপরীতে স্টার জলসার তুরুপের তাসের মত কাজ করেছে নতুন ধারাবাহিকগুলি। স্টার জলসার ধারাবাহিক গাঁটছড়া দীর্ঘ ৪৪ সপ্তাহের রেকর্ড ভেঙে বেঙ্গল টপার মিঠাইকে হারিয়ে দিয়েছে। এছাড়াও চ্যানেলের অন্যান্য ধারাবাহিকের টিআরপি ফলাফলও বেশ ভালই। আলতা ফড়িং, খুকুমণি হোম ডেলিভারি, অনুরাগের ছোঁয়া শুরুতেই টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছে।

খেলাঘরের স্লট পরিবর্তন নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ভক্তরা। উল্লেখ্য, এর আগে মহাপীঠ তারাপীঠের স্লট বদলে দেওয়া হয় অনুরাগের ছোঁয়াকে জায়গা করে দেওয়ার জন্য। এতে মনে মনে আঘাত পেয়েছিলেন স্টার জলসার একমাত্র ভক্তি মূলক ধারাবাহিকের দর্শকরা। স্লট বদলের পর একেবারে ধারাবাহিক বন্ধের পথেই হেঁটেছে চ্যানেল কর্তৃপক্ষ।

স্টার জলসার এই নতুন ধারাবাহিক প্রাইম টাইমেই চেয়েছিলেন দর্শকের একাংশ। সেইমতো প্রাইম টাইমে সন্ধ্যার পরই ধারাবাহিকের টাইম স্লট নির্ধারণ করা হয়েছে। গুড্ডির স্বপ্ন এবং জীবনের অজানা জটিলতার গল্প নিয়ে আগামী ২৮শে ফেব্রুয়ারি থেকে প্রতিদিন দেখবেন নতুন ধারাবাহিকটি। স্টার জলসাতে সোম থেকে রবিবার প্রতিদিন সন্ধ্যা ৬.০০ টায় সম্প্রচারিত হবে গুড্ডি। কাজেই ফের একবার চ্যানেলের টাইম স্লট বদলে যাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

বিগত দুই বছর ধরে স্টার জলসাতে সন্ধ্যা ৬.০০ টায় সম্প্রচারিত হয়ে এসেছে খেলাঘর। নতুন ধারাবাহিকের জন্য সরে যাচ্ছে খেলাঘর। এই পুরনো ধারাবাহিকটির টাইম স্লটের পরিবর্তন আনা হয়েছে। এবার থেকে সন্ধ্যা ৬.০০ টার পরিবর্তে প্রতিদিন বিকেল ৫.০০ টায় সম্প্রচার করা হবে খেলাঘর। বর্তমানে স্টার জলসায় সন্ধ্যা ৫.০০ টায় ফেলনা ধারাবাহিকের সম্প্রচার হয়। চ্যানেলের তরফ থেকে ফেলনার নতুন সময় জানানো হয়নি।