অনুরাগের ছোঁয়ার দিন শেষ, খেল দেখালো সন্ধ্যাতারা! চমকে দেবে টিআরপি ফলাফল

Bengali Mega Serial TRP List : গত সপ্তাহের টিআরপি (TRP) ফলাফল প্রকাশ পেতে একটা দিন দেরিই হয়েছে এবার। বৃহস্পতিবারের বদলে শুক্রবার প্রকাশ পেল বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা। টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point), অর্থাৎ এই টিআরপি কার্যত স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলা (Zee Bangla) -র সিরিয়ালগুলোর রিপোর্ট কার্ড বলা যেতে পারে। সাপ্তাহিক ফলাফলে কার রেজাল্ট কেমন হল? কে হল বেঙ্গল টপার জেনে নিন।

টানা বেশ কয়েক সপ্তাহ বেঙ্গল টপারের আসন ধরেছিল অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। কিন্তু এই সপ্তাহে জি বাংলার কাছে পিছিয়ে পড়েছে স্টার জলসা। ছিটকে গেছে অনুরাগের ছোঁয়া। ৮.৫ নম্বর নিয়ে প্রথম স্থান দখল করেছে জগদ্ধাত্রী (Jagaddhatri)। তবে অনুরাগের ছোঁয়া দ্বিতীয় স্থান পেয়েছে। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৮.৪। সেই সঙ্গে জি বাংলার ফুলকি (Phulki) ও একই নম্বর পেয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।

Phulki

সবাইকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে রাঙা বউ। ৮ নম্বর পেয়েছে জি বাংলার এই সিরিয়াল। নিম ফুলের মধু পেয়েছে‌ ৭.৫। এই সিরিয়ালটি চতুর্থ স্থান দখল করেছে। তবে সবাইকে চমকে দিয়েছে সন্ধ্যাতারার ফলাফল। শুরু হওয়ার পর থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত টিআরপির সেরা দশেই জায়গা পাচ্ছিল না সন্ধ্যাতারা। ৬.৪ নম্বর পেয়ে এই সিরিয়ালটি সোজা পঞ্চম স্থানে উঠে এসেছে।

একইভাবে কার কাছে কই মনের কথার টিআরপিও বেড়েছে এক লাফে। সিরিয়ালটিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও টিআরপিতে রাজত্ব করছে মানালির নতুন সিরিয়াল। কমলা ও শ্রীমান পৃথ্বীরাজকে অনেক পেছনে ফেলে দিয়ে ৬.৩ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে এই সিরিয়াল। সেই সঙ্গে বাংলা মিডিয়ামও ৬.৩ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে যৌথভাবে।

KHELNA BARI

সপ্তম স্থানে রয়েছে খেলনা বাড়ি। এই সপ্তাহে এক্কাদোক্কাকে অনেক পেছনে ফেলে দিয়ে ৬ নম্বর জোগাড় করে খেলনা বাড়ি বেশ ভালই ফলাফল করেছে। হরগৌরী পাইস হোটেল রয়েছে অষ্টম স্থানে। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৮। তুঁতে এবং পঞ্চমী যৌথভাবে নবম স্থানে রয়েছে। দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৭। দশম স্থানে রয়েছে ইচ্ছে পুতুল। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৪।

ICCHE PUTUL

আরও পড়ুন : লীনা গাঙ্গুলীর নতুন চমক! জনপ্রিয় টলিউড নায়িকাকে নিয়ে স্টার জলসাতে আসছে নতুন সিরিয়াল

অন্যদিকে টিআরপির সেরা দশের তালিকা থেকে এবারেও ছিটকে গেল রামপ্রসাদ, পঞ্চমী, গৌরী এলো, এক্কাদোক্কা, মুকুটরা। অনুরাগের ছোঁয়া বেঙ্গল টপারের আসন হারানোতে ভক্তরা বেশ ক্ষুন্ন হয়েছেন। তার উপর আবার জানা গিয়েছে যে সিরিয়ালের নায়ক-নায়িকা দিব্যজ্যোতি এবং স্বস্তিকার মধ্যে সম্পর্ক বাস্তবে তলানিতে থেকেছে। ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন তারা।

আরও পড়ুন : মিঠাই-দীপা কেউ নয়! TRPতে সবথেকে বেশিবার ‘বেঙ্গল টপার’ সিরিয়াল কোনটা জানেন?