Anupam Roy Wedding : কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) বিয়ের খবরকে কেন্দ্র করে বিগত কয়েকদিন ধরে তোলপাড় চলছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। দ্বিতীয় স্ত্রী পিঙ্কি ব্যানার্জীকে (Pinky Banerjee) ডিভোর্স দিয়ে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন কাঞ্চন। এই নিয়ে চর্চা যখন তুঙ্গে ঠিক তখনই গায়ক অনুপম রায়ের (Anupam Roy) বিয়ের খবর এল। আগামী মার্চ মাসেই হতে চলেছে এই দুটি বহুলচর্চিত বিয়ে।
Kanchan Sreemoyee Marriage
৬ তারিখ সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করবেন কাঞ্চন মল্লিক। আর ২ রা মার্চ অনুপম রায় বিয়ে করবেন প্রশ্মিতা পালকে (Prashmita Paul)। কাঞ্চন মল্লিকের মত অনুপমেরও এটা তৃতীয় বিয়ে। তাই স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়াতে জোর সমালোচনা চলছে দুজনকে কেন্দ্র করে। এই মর্মে এবার অনুপমের বিয়ে নিয়ে মুখ খুললেন কাঞ্চনের হবু স্ত্রী শ্রীময়ী।
কিছুদিন আগেই অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী বিয়ে করেন অভিনেতা পরমব্রত চ্যাটার্জীকে। সেই নিয়েও কিছু কম সমালোচনা হয়নি। যদিও যে বছর পরম ও পিয়া বিয়ের পিঁড়িতে বসলেন ঠিক সেই বছর থেকেই শুরু হয়েছে অনুপম এবং প্রশ্মিতার প্রেম পর্ব। গায়কের হবু স্ত্রীরও এটা দ্বিতীয় বিয়ে।
Anupam Roy Marriage
যেই মুহূর্তে অনুপম রায় এবং প্রশ্মিতা পালের বিয়ের খবর সংবাদমাধ্যমে প্রচার পায় ঠিক তখন থেকেই সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি হয়। একদল তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। আর আরেক দল ট্রোল করছেন। কাঞ্চন-পত্নী শ্রীময়ী কিন্তু দরাজ প্রশংসা করলেন অনুপমের। গায়ককে নিয়ে কী লিখলেন তিনি?
শ্রীময়ী অনুপম এবং প্রশ্মিতার বিয়ের খবর পেতেই সমাজ মাধ্যমে লিখেছেন, “দারুণ খবর। অনুপম রায় খুবই ভাল মানুষ। অনেক শুভেচ্ছা দুজনকে।” তবে গায়কের বিয়ের খবরে ট্রোলিং কিছু কম হচ্ছে না। যদিও কাঞ্চন-শ্রীময়র মত ট্রোলিংকে পাত্তা দিতে নারাজ অনুপম ও প্রশ্মিতাও।
আরও পড়ুন : অনুপম রায়ের প্রথম স্ত্রী কে? এখন কোথায় আছেন তিনি?
আরও পড়ুন : অনুপমের থেকে কত ছোট প্রশ্মিতা? শুনলে হাঁ হয়ে যাবেন
অনুপমের প্রথম স্ত্রী শ্রেয়া। বিয়ের পর বেঙ্গালুরুতে সংসার পেতেছিলেন তারা। ডিভোর্সের পর কলকাতাতে গানের জগতে পাকাপাকিভাবে চলে আসেন অনুপম। এরপর তার আলাপ প্রেম ও বিয়ে হয় পিয়া চক্রবর্তীর সঙ্গে। ৬ বছরের মাথায় ভেঙেছে সেই সম্পর্ক। এবার নতুন আশায় ভর করে প্রশ্মিতার সঙ্গে সুখী সংসারের স্বপ্ন দেখছেন অনুপম।
View this post on Instagram